রিয়েল এস্টেট জায়ান্ট শেল্টেক্-এর সঙ্গে যৌথ নির্মাণে লাভবান হচ্ছেন জমির মালিকেরা
Published: 22nd, March 2025 GMT
রহমান সাহেব সদ্য অবসরপ্রাপ্ত প্রকৌশলী। স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ছিমছাম গোছানো সংসার তাঁর। ছেলের কানাডায় উচ্চশিক্ষার সুযোগ হয়েছে, আর মেয়ের গ্র্যাজুয়েশন শেষে নতুন চাকরি; কিছুদিন পরে বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছে। তার মানে, বড় অঙ্কের খরচের সময় এসেছে তাঁর।
দূরদর্শী রহমান সাহেব এমন ভবিষ্যতের কথা ভেবে তিন বছর আগেই ধানমন্ডির জমিটি শেল্টেক্ (প্রা.
তিন বছর আগে রহমান সাহেবের কাছে বহু রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভিড় জমিয়েছিল নানা প্রলোভন নিয়ে। বাজারে জমির যে মূল্য তার চেয়েও কয়েক গুণ বেশি টাকা প্রদান অথবা বর্গফুট পরিমাণে বাড়িয়ে দেওয়ার মতো প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু প্রকৌশলী রহমান সাহেব জানতেন, একটি বাড়ি নির্মাণ মানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সারা জীবনের সম্পদ। বাড়ি শুধু তুললেই হয় না, লক্ষ রাখতে হয় সেটি যেন রাজউক ও বিএনবিসি কোড মেনে নির্মাণ করা হয়। কারণ, আইন অমান্য করে নির্মাণ করলে সারা জীবন টানতে হবে জরিমানা। তা ছাড়া নির্ধারিত সময়ে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর তারিখ বদলানোর দৃশ্য এই দেশে অহরহ দেখা যায়।
তাই সব দিক বিবেচনা করে রহমান সাহেব তাঁর জমি তুলে দেন শেল্টেকের হাতে। অনন্য ডিজাইনের মজবুত নির্মাণের পাশাপাশি শেল্টেকের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে হাতে পাওয়া তাঁর ভবনটি সব ধরনের রাজউক ও বিএনবিসি কোড মেনে নির্মাণ করা হয়েছে। যার ফলে রহমান সাহেব প্রয়োজনের সময় অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পেরেছেন সেরা দামে এবং ছেলে–মেয়ের পড়াশোনা বা বিয়ের মতো বড় আয়োজন নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েনি তাঁর কপালে।
রহমান সাহেবের মতো এমন অসংখ্য জমির মালিক আছেন, যাঁরা শেল্টেকের মান, সেবা ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করে। সম্প্রতি শেল্টেকের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যাওয়া বেশ কিছু জমির মালিকের সঙ্গে সাক্ষাতে উঠে এসেছে প্রতিষ্ঠানটির প্রতি তাঁদের সন্তুষ্টির কথা। তাঁদের মতে, শেল্টেক্ যে প্রতিশ্রুতি দেয়, তার চেয়েও বেশি প্রদান করে। কাজের মান এবং নিষ্ঠার দিক থেকে শেল্টেক্ অনন্য। এ ছাড়া প্রতিষ্ঠানটির পেশাদারি, সততা এবং আন্তরিকতা দেখে তাঁরা অভিভূত। অনেকেই জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শেল্টেক্-এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, বিনিয়োগের সঠিক মূল্য পেতে শেল্টেক্ এক আদর্শ প্রতিষ্ঠান।
শেল্টেক্-এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যুক্ত হওয়া জমির মালিক বা ল্যান্ডওনারদের অভিমত জানতে দেখুন ভিডিওটি…
রহমান সাহেব বা অন্যান্য জমির মালিকের মতো আপনিও যদি আপনার ঢাকা অথবা চট্টগ্রামের প্রাইম লোকেশনের জমি শেল্টেক্-এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ডেভেলপ করতে চান, তাহলে কল করতে পারেন ০৯৬০৬৪৪৫৫৪৪ নম্বরে অথবা ভিজিট করুন।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: জয় ন ট ভ ঞ চ র রহম ন স হ ব
এছাড়াও পড়ুন:
নির্বাচনে জোরালো ভূমিকা পালন করবে আনসার: ডিজি
আসন্ন জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জোরালো ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি বলেছেন, আনসার সদস্যরা ভোট কেন্দ্রগুলোর প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা ভোট কেন্দ্রের অভ্যন্তরে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নির্বাচন সংশ্লিষ্ট কাগজপত্রের নিরাপত্তা এবং ভোটাধিকার প্রয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে কাজ করবেন।
ডিজি আরো বলেন, সাধারণত নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী এবং অস্ত্রবিহীন নারী ও পুরুষ আনসার সদস্যদের সমন্বয়ে একটি দল মোতায়েন করা হয়। আনসার বাহিনী জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে কাজ করবে এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করা হবে।তিনি
জানান, আনসার বাহিনী প্রথমবারের মতো ডিজিটাল মনিটরিং সিস্টেম চালু করেছে, যেখানে প্রতিটি সদস্য সদর দপ্তরের সঙ্গে ডিজিটাল সিস্টেমে যুক্ত থাকবেন।
ঢাকা/এমআর/রফিক