রহমান সাহেব সদ্য অবসরপ্রাপ্ত প্রকৌশলী। স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ছিমছাম গোছানো সংসার তাঁর। ছেলের কানাডায় উচ্চশিক্ষার সুযোগ হয়েছে, আর মেয়ের গ্র্যাজুয়েশন শেষে নতুন চাকরি; কিছুদিন পরে বিয়ের পিঁড়িতেও বসতে যাচ্ছে। তার মানে, বড় অঙ্কের খরচের সময় এসেছে তাঁর।

দূরদর্শী রহমান সাহেব এমন ভবিষ্যতের কথা ভেবে তিন বছর আগেই ধানমন্ডির জমিটি শেল্‌টেক্‌ (প্রা.

) লিমিটেডের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ডেভেলপ করা শুরু করেন। কয়েক মাস আগে শেল্‌টেকের দেওয়া প্রতিশ্রুত সময়ে তিনি তাঁর সম্পদ বুঝে পেয়েছেন। বর্তমানে নিজ অ্যাপার্টমেন্টে উঠেছেন, এখানেই মেয়ের বিয়ের অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। শুধু তা-ই নয়, ছেলের কানাডা যাওয়ার পুরো বন্দোবস্ত করে ফেলেছেন তাঁর অংশের একটি অ্যাপার্টমেন্ট ভালো দামে বিক্রির মাধ্যমে।

তিন বছর আগে রহমান সাহেবের কাছে বহু রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভিড় জমিয়েছিল নানা প্রলোভন নিয়ে। বাজারে জমির যে মূল্য তার চেয়েও কয়েক গুণ বেশি টাকা প্রদান অথবা বর্গফুট পরিমাণে বাড়িয়ে দেওয়ার মতো প্রস্তাব এসেছিল তাঁর কাছে। কিন্তু প্রকৌশলী রহমান সাহেব জানতেন, একটি বাড়ি নির্মাণ মানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সারা জীবনের সম্পদ। বাড়ি শুধু তুললেই হয় না, লক্ষ রাখতে হয় সেটি যেন রাজউক ও বিএনবিসি কোড মেনে নির্মাণ করা হয়। কারণ, আইন অমান্য করে নির্মাণ করলে সারা জীবন টানতে হবে জরিমানা। তা ছাড়া নির্ধারিত সময়ে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়ে বছরের পর বছর তারিখ বদলানোর দৃশ্য এই দেশে অহরহ দেখা যায়।

তাই সব দিক বিবেচনা করে রহমান সাহেব তাঁর জমি তুলে দেন শেল্‌টেকের হাতে। অনন্য ডিজাইনের মজবুত নির্মাণের পাশাপাশি শেল্‌টেকের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময়ে হাতে পাওয়া তাঁর ভবনটি সব ধরনের রাজউক ও বিএনবিসি কোড মেনে নির্মাণ করা হয়েছে। যার ফলে রহমান সাহেব প্রয়োজনের সময় অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পেরেছেন সেরা দামে এবং ছেলে–মেয়ের পড়াশোনা বা বিয়ের মতো বড় আয়োজন নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েনি তাঁর কপালে।

রহমান সাহেবের মতো এমন অসংখ্য জমির মালিক আছেন, যাঁরা শেল্‌টেকের মান, সেবা ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করে। সম্প্রতি শেল্‌টেকের সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যাওয়া বেশ কিছু জমির মালিকের সঙ্গে সাক্ষাতে উঠে এসেছে প্রতিষ্ঠানটির প্রতি তাঁদের সন্তুষ্টির কথা। তাঁদের মতে, শেল্‌টেক্‌ যে প্রতিশ্রুতি দেয়, তার চেয়েও বেশি প্রদান করে। কাজের মান এবং নিষ্ঠার দিক থেকে শেল্‌টেক্‌ অনন্য। এ ছাড়া প্রতিষ্ঠানটির পেশাদারি, সততা এবং আন্তরিকতা দেখে তাঁরা অভিভূত। অনেকেই জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে শেল্‌টেক্‌-এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে কাজ করার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, বিনিয়োগের সঠিক মূল্য পেতে শেল্‌টেক্‌ এক আদর্শ প্রতিষ্ঠান।

শেল্‌টেক্‌-এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে যুক্ত হওয়া জমির মালিক বা ল্যান্ডওনারদের অভিমত জানতে দেখুন ভিডিওটি…

রহমান সাহেব বা অন্যান্য জমির মালিকের মতো আপনিও যদি আপনার ঢাকা অথবা চট্টগ্রামের প্রাইম লোকেশনের জমি শেল্‌টেক্‌-এর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ডেভেলপ করতে চান, তাহলে কল করতে পারেন ০৯৬০৬৪৪৫৫৪৪  নম্বরে অথবা ভিজিট করুন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জয় ন ট ভ ঞ চ র রহম ন স হ ব

এছাড়াও পড়ুন:

গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের বাড়িতে ককটেল বিস্ফোরণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ইফতিখারুল আমল মাসঊদের বাড়িতে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার গভীর রাতে বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকায় তাঁর বাড়ির দরজার সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে তিনটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। তবে কে বা কারা এটি করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। এ বিষয়ে লিখিত অভিযোগও কেউ করেনি। তাঁরা দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছেন।

এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইফতিখারুল আমল মাসঊদের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি। তবে ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, ‘ফ্যাসিবাদী অপশক্তির জুলুম-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। কোনো রক্তচক্ষুর ভয়ংকর হুমকি অন্যায়ের প্রতিবাদ করা থেকে বিরত রাখতে পারেনি। তবে তারা কখনো বাড়ি পর্যন্ত আসার ঔদ্ধত্য দেখাতে পারেনি। কিন্তু আজ আমার বাড়ির দরজায় গভীর রাতের অন্ধকারে হামলার সাহস দেখিয়েছে কাপুরুষের দল! এরা কারা? এদের শিকড়সহ উৎপাটনের দাবি জানাই।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান ফেসবুকে লিখেছেন, ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভেবেছিলাম বাড়ির গেটে কিংবা গেটের বাইরে। কিন্তু গিয়ে দেখলাম একেবারে বাড়িতে হামলা হয়েছে। গতকালই ওনার অসুস্থ বাবা হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় এসেছেন। জানি না শেষ কবে একজন শিক্ষকের বাড়িতে রাতের আঁধারে এভাবে সন্ত্রাসী হামলা হয়েছে। আমরা শঙ্কিত, স্তম্ভিত।’

এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এ সমাবেশের আয়োজন চলছে।

সম্পর্কিত নিবন্ধ