বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ ও অপসাংস্কৃতি প্রতিরোধ কল্পে জন সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের সিএসডিস্থ কমিউনিটি পুলিশিং ইউনিট বিট নং- ১০ এর উদ্যাগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বন্দর থানার ওসি মো.

তরিকুল ইসলাম (পি.পি.এম সেবা) বলেন, অপরাধ র্নিমূলে পুলিশের একাপক্ষ সম্ভব নয়। এজন্য কমিউনিটি পুলিশিং ইউনিটকে এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনতা এক সাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে আসবে।

তিনি আরো বলেন, আমাদের সমাজে বড় একটি সমস্যা হলো মাদক। এ মাদকের টাকা যোগান দেওয়ার জন্য আমাদের যুব সমাজ চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পরছে। জনগনের সেবা দেওয়া পুলিশের  কাজ। আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। আইন কেউ  নিজ হাতে তুলে নিবেন না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলাম বাবু সভাপতিত্বে ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায়  মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দর কেন্দ্রীয় কবরস্থান রোড পঞ্চায়েত কমিটির সভাপতি সোহেল খান বাবু, খাদেমপাড়া পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক  সৈয়দ  গোলাম রসুল রনী, মাসুদ সরদার, বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালিব ভূইয়া, আফসার উদ্দিন ও রাজু আহাম্মেদ প্রমুখ।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিট-১০ এর সহকারি বিট অফিসার এএসআই মাসুদ পারভেজ, সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন, সানু খান, মাছুম মিয়া, রাজু আহাম্মেদ, কাজল আহামেদ কালুনসহ স্থানীয় এলাকাবাসী।  
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

চেন্নাইয়ের বিদায়, অবসরের ইঙ্গিত দিলেন ধোনি!

আইপিএল ২০২৫-এর প্লে-অফে জায়গা হলো না চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠ এম চিদাম্বরম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে এবারের আসর থেকে ছিটকে গেছে মহেন্দ্র সিং ধোনির দল। ম্যাচ শেষ হওয়ার পর শুধু চেন্নাইয়ের বিদায়ই নয়, আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন কুল’ ধোনি। শুরু হয়েছে জোর গুঞ্জন—এটাই কি তার শেষ আইপিএল?

ম্যাচ শুরুর আগেই টসের সময় ধোনিকে ঘিরে তৈরি হয় রহস্য। ধারাভাষ্যকার ড্যানি মরিসনের সরাসরি প্রশ্ন ছিল, ধোনি কি আগামী মৌসুমেও আইপিএলে দেখা যাবে? জবাবে হেসে ধোনি বলেন, ‘আমি তো জানি না পরের ম্যাচেই খেলব কি না।’ এই মন্তব্যেই ধোনির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। যদিও ম্যাচ শেষে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কোনও মন্তব্য করেননি ধোনি। তাকেও সে ব্যাপারে আর প্রশ্ন করেননি সঞ্চালক।

ধোনির মন্তব্যে সাবেক অস্ট্রেলিয়ান উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট বলেন, ‘ধোনি একজন চিরস্মরণীয় কিংবদন্তি। তার আর কিছু প্রমাণের নেই। সম্ভবত এবার সরে দাঁড়ানোর সময় এসেছে। যদিও ভক্তদের জন্য তা কষ্টদায়ক হবে।’

 চেন্নাই প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে। স্যাম কারানের ৮৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। শেষ দিকে যুজবেন্দ্র চাহালের হ্যাটট্রিকে মাত্র ৪ বল বাকি থাকতে গুটিয়ে যায় ইনিংস। চাহাল ৪ উইকেট নেন, জানসেন ও আর্শদীপ নেন ২টি করে।

জবাবে পাঞ্জাবের হয়ে ঝড়ো সূচনা এনে দেন প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিং। প্রভসিমরান খেলেন ৩৬ বলে ৫৪ রানের দারুণ ইনিংস। এরপর শ্রেয়াস আইয়ারের ৭২ রানের অনবদ্য ইনিংস এবং শশাঙ্ক সিংয়ের শেষের ২৩ রানের ক্যামিওতে দুই বল বাকি থাকতেই জয় তুলে নেয় পাঞ্জাব। এই জয়ে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

সম্পর্কিত নিবন্ধ