বাংলাদেশে বিভাজনের রাজনীতি হতে দেওয়া যাবে না: আখতার হোসেন
Published: 23rd, March 2025 GMT
জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশে কোনোভাবেই বিভাজনের রাজনীতি হতে দেবে না। সবার জন্য এক বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়ে রাজনীতি করতে চায় তারা। যেখানে বাংলাদেশের এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের জন্য ঢাল হয়ে দাঁড়াবে। আজ শনিবার রাজধানীর ইস্কাটনের নেভি কলোনিতে দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়ের সহযোগিতায় এনসিপির গণমানুষের ইফতার আয়োজনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘নতুন ধারার রাজনীতি তৈরি করতে আমরা মধ্যম পন্থা চর্চার কথা বলেছি। আমাদের রাজনীতির শপথ এক বাংলাদেশ বিনির্মাণের, যেখানে বাংলাদেশে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ, পাহাড় কিংবা সমতলের এক হয়ে রাজনীতি করবে।’
ধর্মীয় বিভাজনকে পুঁজি করে বিদেশিরা তাদের আগ্রাসনের রাজনীতি তৈরি করে এমন মন্তব্য করে আখতার হোসেন বলেন, ‘আমরা সকল সম্প্রদায়ের যে অনুভূতি, সেটাকে আমরা ধারণ করতে চাই। বাংলাদেশের গণমানুষের কাছে আমরা আবদার রাখতে চাই, তরুণেরা যে বার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, সে বার্তায় আপনারা সায় দেবেন।’
তফসিলি সম্প্রদায়ের মানুষ নিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, ‘এই মানুষেরা, আমরা যাদের সংখ্যালঘু বলি, তারা সংখ্যালঘুর মাঝেও সংখ্যালঘু। তারা আমাদের জন্য ইফতার আয়োজন করেছে। এ এক সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির। আমরা তাই ভালোবেসে আনন্দচিত্তে সে আহার গ্রহণের জন্য বসে আছি। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর মুসলিম ভাই হিন্দু ভাইয়ের জন্য পাহারা দিতে গিয়েছিল। আজকে একজন দলিত ভাই মুসলমানের মুখে আহার নিয়ে এসেছে। তাই আমাদের লক্ষ রাখা উচিত যেন ধর্ম ও জাতের নামে কাউকে যেন ছোট করা না হয়।’
ইফতার আয়োজন নিয়ে দলিত, হরিজন ও তফসিলি সম্প্রদায়ের প্রতিনিধি কৈলাশ চন্দ্র রবিদাস বলেন, ৫৩ বছর পর এই প্রথম রাজনীতিতে একসঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। তাঁরা ঐতিহ্যগত, কাঠামোগত, আইনত বৈষম্যের শিকার। সামনের দিনে এই বৈষম্যগুলো দূর করার সময় এসেছে।
ভীমপল্লী ডেভিড রাজু বলেন, ‘বাংলাদেশের সকল মানুষ এক। তাই আমরা আপনাদের সঙ্গে এক হতে যোগদান করেছি। ধর্ম যার যার উৎসব সবার।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আখত র হ স ন র র জন ত র জন য
এছাড়াও পড়ুন:
ঋণ নেওয়ার আগে যে ১০টি বিষয় অবশ্যই জানা উচিত
নানা কারণে আপনার ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে। অনেক সময় মানুষ ব্যক্তিগত ঋণ, গৃহঋণ নেয়। আবার গাড়ি কেনার জন্যও অনেকে ঋণ নেন। ক্রেডিট কার্ডের মাধ্যমেও ঋণ নেওয়া হয়।
কিন্তু অনেকেই ঋণের সঙ্গে সম্পৃক্ত কিছু মৌলিক শব্দ সম্পর্কে জানেন না। ব্যাংকের কর্মকর্তারা যখন এসব শব্দ বলেন, তখন অনেক কিছুই বোঝেন না ঋণ নিতে ইচ্ছুক গ্রাহকেরা। ফলে নিয়মকানুন না জেনেই ঋণ নেন। এতে নানা অপ্রত্যাশিত ঝামেলা তৈরি হয়। তাই ঋণ নেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বোঝা খুব দরকার।
১. আসল টাকা (প্রিন্সিপাল)
আপনি যে পরিমাণ টাকা ঋণ নিচ্ছেন, সেটিই আসল। এর ওপরই সুদ ধরা হয়। কিস্তি পরিশোধের সঙ্গে আসল ধীরে ধীরে কমতে থাকে।
২. সুদের হার (ইন্টারেস্ট রেট)
ঋণ নেওয়ার আগে সবচেয়ে ভাবতে হয় সুদের হার নিয়ে। সুদের হার বেশি হলে খরচ বেড়ে যায়। ঋণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুদের হার। এটি স্থিরও হতে পারে, আবার বাজারদরের ওপর নির্ভর করে বাড়তে-কমতেও পারে।
৩. মাসিক কিস্তি (ইএমআই)
ঋণের সুদ ও আসল পরিশোধ বাবদ প্রতি মাসে যে নির্দিষ্ট টাকা আপনাকে দিতে হবে। সেটি হলো ইএমআই বা ঋণের কিস্তি।
৪. ঋণের মেয়াদ
কত বছরের মধ্যে ঋণ শোধ করতে হবে, সেটিই হলো ঋণের মেয়াদ। মেয়াদ বেশি হলে কিস্তি ছোট হয়। কিন্তু মোট সুদের টাকা বেড়ে যায়। ছোট মেয়াদে কিস্তি বড় হয়। কিন্তু মোট সুদের টাকা কমে।
৫. অ্যানুয়াল পারসেন্টেজ রেট (এপিআর)
শুধু সুদ ও আসল নয়, বরং ঋণের সব খরচ (যেমন ফি, চার্জ) মিলিয়ে আসল ব্যয় কত হবে, তার হিসাব হলো অ্যানুয়াল পারসেন্টেজ রেট (এপিআর)। এটিই প্রকৃত খরচ বোঝায়।
৬. আগাম পরিশোধ (প্রিপেমেন্ট)
ঋণের বোঝা কমাতে অনেকে ঋণের সুদ ও আসলের টাকা আগেই শোধ করে দিতে চান। এতে সুদের খরচ কমে যায়।
৭. প্রসেসিং ফি
আপনি ঋণের জন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আবেদন করলেন। কিন্তু ঋণ আবেদন মঞ্জুর থেকে শুরু করে ছাড় কার্যক্রম পরিচালনার জন্য কিছু মাশুল দিতে হয়। এটিই প্রসেসিং ফি। এটি কখনো ঋণের টাকা থেকে কেটে নেওয়া হয়, আবার কখনো আলাদা দিতে হয়।
৮. স্থগিতকাল (মোরাটোরিয়াম)
বিশেষ পরিস্থিতিতে কিছুদিনের জন্য কিস্তি বন্ধ রাখার সুযোগকেই বলে স্থগিতকাল। তবে এই সময়েও সুদ জমতে থাকে। অনেক সময় ঋণ পরিশোধের জন্য বিশেষ কিস্তি ভাগও করে দেওয়া হয়।
৯. জামানত (কোলেটারাল)
ঋণের নিরাপত্তা হিসেবে আপনার সম্পদ (যেমন বাড়ি, সোনা, জমি) ব্যাংকে বন্ধক রাখা হয়। কিস্তি না দিলে ব্যাংক ওই সম্পদ বিক্রি করে টাকা তুলে নেয়।
১০. লোন-টু-ভ্যালু রেশিও
আপনি যত টাকা ঋণ নিচ্ছেন আর জামানতের মূল্য কত—এই অনুপাতকে বলে লোন টু ভ্যালু রেশিও (এলটিভি)। এর অনুপাত যত কম হয়, ব্যাংকের ঝুঁকি তত কম।