কনসেপ্ট এমন প্রযুক্তি, যা ঘরের ভেতর ও বাইরে দুই জায়গার আলো থেকে শক্তি সংগ্রহ করে প্রোটোটাইপ স্মার্টফোনের কেসে তা শক্তি সংরক্ষণ করে...
সারাবিশ্বে ‘এআই, ইকোটেক ও নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে আগামীর ক্ষমতায়ন’ দর্শন সামনে রেখে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দুটি নতুন উদ্ভাবনের কথা জানাল। যার মধ্যে সোলার এনার্জি-রিজার্ভিং প্রযুক্তি বা পরিবেশের আলো ব্যবহার করে ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ফোনের ডিজাইন কাস্টমাইজ উল্লেখযোগ্য।
সোলার এনার্জি রিজার্ভিং
ব্র্যান্ডের সোলার এনার্জি রিজার্ভিং প্রযুক্তি টেকসই ও কার্যকর শক্তি ব্যবস্থাপনায় সম্ভাবনার দুয়ার খুলেছে। মানোন্নত পেরোভস্কাইট ফটোভোলটাইক প্রযুক্তি ও বুদ্ধিমান এআই অ্যালগরিদমের সমন্বয়ে আলোকে শক্তিতে রূপান্তর করে, যা চার্জিং পদ্ধতিকে কার্যকর ও পরিবেশবান্ধব করে। কনসেপ্ট প্রযুক্তিটি ঘরের ভেতর ও বাইরে দুই জায়গার আলো থেকে শক্তি সংগ্রহ করে প্রোটোটাইপ স্মার্টফোনের কেসে সংরক্ষণ করে। ফোন কেসটির ভেতরে থাকা সংযোগ পয়েন্টের মাধ্যমে সংরক্ষিত শক্তি স্মার্টফোনে স্থানান্তরিত হয় ফলে চার্জিং প্রক্রিয়া হয় নির্বিঘ্ন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত ‘সানফ্লাওয়ার’ ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি এমন উদ্ভাবনের জরুরি অংশ। সূর্যমুখী গাছের মতো প্রযুক্তিটি আলোর প্রতি নিজের অবস্থান পরিবর্তন করে, যাতে সর্বোচ্চ পরিমাণে আলো গ্রহণ করা যায়। স্মার্ট আলোকসংবেদী সেন্সর ও এআই-নিয়ন্ত্রিত চার্জিং প্রযুক্তির সহায়তায় তিন মিটার ব্যাসার্ধের মধ্যে সর্বোত্তম চার্জিং সুবিধা দেয়। ভবিষ্যতে এমন উদ্ভাবনা আরও বিস্তৃতির পথে এগোবে।
ই-কালার শিফট ২.
শক্তি ব্যবস্থাপনার উদ্ভাবনের সঙ্গে
ই-কালার শিফট ২.০ নামে এআই পরিচালিত মানোন্নত প্রযুক্তি, যা স্মার্টফোনের ডিজাইনে নিজের ব্যক্তিত্বের ছাপ রাখতে নতুন মাত্রা যোগ করছে। ফিচারের মাধ্যমে গ্রাহক ফোনের রং ও ডিজাইন পছন্দমতো পরিবর্তন করার সুযোগ পাবে। বিশেষ ফিচারে বাইরের পরিবেশ ও পছন্দ অনুযায়ী ফোনের রং স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হবে। কাস্টমাইজড মডেলে ছয়টি ডায়নামিক প্যাটার্ন ও ছয়টি উজ্জ্বল রঙের প্যালেট থেকে বেছে নেওয়ার সুযোগ, যা
মিলিয়ে ৩০টি ভিন্ন কম্বিনেশন তৈরি
করা সম্ভব হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন