সরকারি প্রতিষ্ঠান সাবমেরিন কেবল কোম্পানি (বিএসসিসিএল) ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সেবার দাম কমবে বলে আশা প্রকাশ করেছে সরকার। কিন্তু মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা কোম্পানিগুলো বলছে, ব্যান্ডউইথের দাম কমলেও তা গ্রাহকের ইন্টারনেটের দামে খুব বেশি প্রভাব ফেলবে না। কারণ এই মূল্য হ্রাসে কোম্পানিগুলোর সার্বিক ব্যয় তেমন কমবে না। কর ও পরিবহন খরচ না কমালে ব্যান্ডউইথের দাম কমানোর সুফল গ্রাহক তেমন পাবে না। 

গতকাল রোববার প্রধান উপদেষ্টার কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিএসসিসিএলের বোর্ড সভায় ব্যান্ডউইথের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় সেজন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। পাইকারি পর্যায়ে দাম কমানো তার মধ্যে অন্যতম। এ সিদ্ধান্তের ফলে ইন্টারনেটের আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে সব ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমবে। টেলিকম অপারেটরদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তারা ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের দাম ১০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনবেন বলে আশা করা যাচ্ছে।

তবে মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, ব্যান্ডউইথের দাম তাদের মোট খরচের তুলনায় একেবারে নগণ্য। ফলে এখানে দাম কমিয়ে গ্রাহকদের খুব বেশি সুবিধা দেওয়া যায় না। 

রোববার রাতে দুটি বেসরকারি মোবাইল কোম্পানির দুই ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সমকালের কথা হয়। তারা বলেন, ব্যান্ডউইথ কিনতে যে টাকা লাগে, তা তাদের মোট খরচের মাত্র দুই শতাংশ। ফলে চাইলেও গ্রাহককে খুব বেশি সুবিধা দেওয়া যাবে না। এ ছাড়া বর্তমানে ইন্টারনেটের দাম গত বছরের তুলনায় অনেক কমেছে, যা দিয়ে পরিচালন খরচই উঠছে না। ফলে মানসম্মত সেবা দেওয়া যাচ্ছে না। গ্রাহককে দাম কমানোর সুবিধা দিতে চাইলে কর কমাতে হবে। পরিচালন পর্যায়ে খরচ কমানোর উদ্যোগ নিতে হবে। উদাহরণ হিসেবে তারা বলেন, ১০০ টাকা আয় করলে কর ও অন্যান্য খরচসহ ৫৬ টাকা সরকারকে দিতে হয়। ২৮ টাকা খরচ হয় বিভিন্ন গেটওয়ের চার্জ দিতে। এর পর রয়েছে বিনিয়োগ, পরিচালন ব্যয়। তাই শুধু ব্যান্ডউইথের দাম কমিয়ে ইন্টারনেটের খরচ কমানো যাবে না।

তারা জানান, বিএসসিসিএল থেকে প্রতি এমবিপিএস (মেগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইথ কিনতে এখন স্ল্যাব অনুসারে গড়ে ১৮৫ থেকে ২১০ টাকা খরচ হয়।

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিবি সভাপতি ইমদাদুল হক বলেন, প্রথমত বিএসসিসিএল থেকে ব্যান্ডউইথ সরাসরি কেনে ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানগুলো। সেখান থেকে আইএসপি প্রতিষ্ঠানগুলো কেনে। ফলে ব্যান্ডউইথের দাম কমলে আইজিডব্লিউদের খরচ কমবে। এখন যদি তারা কম দামে ব্যান্ডউইথ দেয় তাহলে আইএসপির খরচ খানিকটা কমবে। কারণ ব্যান্ডউইথের দাম আইএসপির মোট খরচের ১০ থেকে ২০ শতাংশ। এই খরচ কমার হার এতই কম, গ্রাহক পর্যায়ে দাম খুব বেশি কমানো সম্ভব হয় না। ব্যান্ডউইথের দাম কমলে যেটা হবে– গ্রাহক মানসম্মত ইন্টারনেট সেবা পাবে।

ইন্টারনেট অপারেটরগুলোর পরিবহন খরচ কামনোর বিষয়ে ফয়েজ আহমদ বলেন, এ পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম সুবিধা দেওয়ার কথা হচ্ছে। তাতে পরিবহন খরচ বাবদ কোম্পানিগুলোর খরচ ৩৯ শতাংশ কমে যাবে।

ডিডব্লিউডিএম হচ্ছে ডেনস ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং মেশিন, যা মোবাইল নেটওয়ার্ককে অপটিক্যাল ফাইবারে যুক্ত করে। শুরুতে ডিডব্লিউডিএম মেশিন নিয়ন্ত্রণ করত মোবাইল অপারেটররা। ২০২১ সালের পর তা ফাইবার প্রতিষ্ঠানগুলোকে (এনটিটিএন) দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সম্প্রতি নিয়ন্ত্রক সংস্থার কাছে ডিডব্লিউডিএম নিয়ন্ত্রণের সুযোগ চেয়েছে মোবাইল অপারেটররা; যা নিয়ে আপত্তি তুলেছে ফাইবার প্রতিষ্ঠানগুলো।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কম ন র স দ ম কম ন খরচ কম পর য য় গ র হক সরক র র খরচ খরচ ক

এছাড়াও পড়ুন:

ক্যাম্পাসে বিনা মূল্যে রাউটার ও ৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে বিটিসিএল, পাবেন যেভাবে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০০ টাকায় ১৫ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) ইন্টারনেট দেবে; সঙ্গে বিনা মূল্যে রাউটার দেবে তারা।

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিটিসিএলের ইন্টারনেট–সেবার বিষয়ে একটি পোস্ট দেন।

সেখানে বিটিসিএলের নতুন প্যাকেজটি তুলে ধরেন বিশেষ সহকারী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও হোস্টেলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য বিশেষ প্যাকেজ দেবে বিটিসিএল।

জিপন নামে বিটিসিএলের প্যাকেজের আওতায় ক্যাম্পাস–১৫ নামের একটি ইন্টারনেট প্যাকেজ চালু করা হচ্ছে। এতে ১৫ এমবিপিএস গতিতে মাসিক ৫০০ টাকায় ক্যাম্পাসে ইন্টারনেট দেওয়া হবে। সেবাটি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে।

বিটিসিএল টেলিফোন সেবা পরিচালনাকারী সরকারি সংস্থা। ২০০৮ সালের আগে এটি বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি) নামে পরিচিত ছিল। পরে একটি কোম্পানিতে পরিণত করা হয়, নাম হয় বিটিসিএল।

বিটিসিএল এখন টেলিফোন, ইন্টারনেট, ডোমেইন, ব্যান্ডউইডথ সঞ্চালন ইত্যাদি সেবা দেয়। অবশ্য তাদের ইন্টারনেট–সেবার গ্রাহক অনেক কম। বেসরকারি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান বা আইএসপিদের সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে বিটিসিএল।

জিপন ইন্টারনেট প্যাকেজের আওতায় তারা ১ লাখ ১৩ হাজার ১৭৬ গ্রাহককে সেবা দেয়।

নতুন প্যাকেজ সম্পর্কে জানতে চাইলে বিটিসিএলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নেটওয়ার্ক থাকা সাপেক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিটিসিএল ৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে। তাদের সেবা পেতে টেলিসেবা অ্যাপ বা মাইবিটিসিএল সাইটে গিয়ে নিবন্ধন (রেজিস্ট্রেশন) করে প্রয়োজনীয় নথিপত্র দিতে হবে। সাধারণত তিন দিনের মধ্যেই সংযোগ দেওয়া হয়।

সংযোগ দেওয়ার পর কোনো সমস্যা দেখা দিলে, সে ক্ষেত্রে তাদের হটলাইন ১৬৪০২ নম্বরে অথবা অ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে হয়। ২৪ ঘণ্টা সেবা পাওয়ার বিষয়টি তাদের জনবল ও সক্ষমতার ওপর নির্ভর করে।

বিটিসিএল টেলিফোন লাইন ও আইএসপিদের মতো তারের মাধ্যমে ইন্টারনেট–সেবা দেয়। গ্রাহক চাইলে দুভাবেই ইন্টারনেট সংযোগ নিতে পারবেন।

বিটিসিএল জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকেই তারা ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট–সেবা দিয়ে আসছে। ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, ///////////১৫ এমবিপিএস গতির ইন্টারনেট দিতে তারা নিত ১৫ টাকা। ২০ এমবিপিএস গতির ইন্টারনেট–সেবার মূল্য ১ হাজার ৫০ টাকা।////////////

ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে জানান, ইন্টারনেট ও টেলিফোনের সংযোগ নিলে মাসিক চার্জের সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা যোগ হবে। টেলিফোন কল চার্জের ক্ষেত্রে বিটিসিএলের ‘অফিশিয়াল চার্জ’ প্রযোজ্য হবে। এই সেবা শুধু প্রিপেইড সেবা হিসেবে পাওয়া যাবে এবং অফার সীমিত সময়ের জন্য। এলাকাভিত্তিক সংযোগ ফি প্রযোজ্য।

ফয়েজ আহমদ তৈয়্যব ফেসবুক পোস্টে বিটিসিএলের আরও সেবার ব্যাপারে জানান। তিনি বলেন, বিটিসিএল তাদের ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) শ্রেণিতে কেনা ব্যান্ডউইডথের অতিরিক্ত ৪৫ শতাংশ বেনাপোলে ও ৪০ শতাংশ প্রণোদনা হিসেবে সারা দেশে দেবে।

আইএসপি শ্রেণিতে অতিরিক্ত ৪০ শতাংশ, সরকারি বা করপোরেট শ্রেণিতে ইন্টারনেট গ্রাহকদের অতিরিক্ত ৪০ শতাংশ, শিক্ষা শ্রেণিতে অতিরিক্ত ৪০ শতাংশ ও ডেটা সেন্টার শ্রেণিতে অতিরিক্ত ৫০ শতাংশ ব্যান্ডউইডথ প্রণোদনা হিসেবে দেবে বিটিসিএল।

সম্পর্কিত নিবন্ধ

  • আগ বাড়িয়ে উসকানিমূলক পদক্ষেপ নেবে না পাকিস্তান: ইসহাক দার
  • ক্যাম্পাসে বিনা মূল্যে রাউটার ও ৫০০ টাকায় ১৫ এমবিপিএস গতির ইন্টারনেট দেবে বিটিসিএল, পাবেন যেভাবে
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, ৩ দিনে নিহত ৭১
  • পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত ৭১