অনেকে বলে রাজনীতি আমি বুঝি কম, কম বুঝেই আমি খুশি: নায়াব ইউসুফ
Published: 24th, March 2025 GMT
জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ‘আমি ছোটবেলা থেকে যে রাজনীতি দেখেছি তা হলো মানুষের জন্য কল্যাণের রাজনীতি। এর চেয়ে বেশি রাজনীতি আমি দেখি নাই, এর থেকে বেশি রাজনীতি বুঝি নাই।’
আজ সোমবার ফরিদপুরে নায়াব ইউসুফের মা শায়লা কামালের মৃত্যুতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ফরিদপুর সদরের কমলাপুর ময়েজ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি এ বি এম সাত্তার।
‘অনেকে বলে রাজনীতি আমি বুঝি কম, কম বুঝেই আমি খুশি’—উল্লেখ করে নায়াব ইউসুফ বলেন, ‘আজকে আমি যা, রাজনীতিতে যতটুকু আমি করেছি, পেরেছি তা সম্ভব হয়েছে আমার পরিবারের জন্য। আমার যে শিক্ষা, তা আমার পরিবারেরই শিক্ষা। আমি যে রাজনীতির ধারাবাহিকতায় এসেছি, সে রাজনীতি হলো নীতি–আদর্শের রাজনীতি। কারণ আমার পরিবারে যে রাজনীতি করে এসেছে, যে ভালোবাসা অর্জন করেছে তারই প্রতিফল হলো আমার এ রাজনীতি।
বিএনপির নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নায়াব ইউসুফ বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটি নতুন ফরিদপুর গড়ে তুলি। যে ফরিদপুরে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নীতি–আদর্শ মেনে বড় মনের পরিচয় দিয়ে আমরা রাজনীতি করতে পারি।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আফজল হোসেন ও জুলফিকার হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক কাইয়ুম জঙ্গী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী শায়লা কামাল (৭৬) ১২ মার্চ ভোরে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন য় ব ইউস ফ ব এনপ র র জন ত
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী