যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ সংলাপে রাজি ইরান
Published: 24th, March 2025 GMT
যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইরান। এর আগে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন চুক্তির দাবি জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সরাসরি আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়ে আজ সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘আমরা পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত আছি, যতক্ষণ অন্য পক্ষ ইসলামিক রিপাবলিকের (ইরান) প্রতি তাদের মনোভাব পরিবর্তন না করে।’
ইরানের শীর্ষ এই কূটনীতিক বলেন, ওয়াশিংটনের হুমকির মুখে এবং যতক্ষণ পর্যন্ত ট্রাম্প তাঁর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি বজায় রাখবেন, ততক্ষণ পর্যন্ত সরাসরি আলোচনায় বসবে না তেহরান।
‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতির অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে তাঁর প্রথম মেয়াদে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি থেকে একতরফা সরে আসেন এবং দেশটির ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার শর্তে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ প্রভাবশালী দেশগুলোর সঙ্গে ওই চুক্তি করেছিল ইরান।
৭ মার্চ প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তিনি চিঠি লিখেছেন। তেহরান আলোচনায় বসতে রাজি না হলে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। আলোচনায় বসার জন্য ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন ট্রাম্প।
আরও পড়ুননতুন পরমাণু চুক্তি করতে ইরানকে দুই মাস সময় দিলেন ট্রাম্প২০ মার্চ ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নারী ক্রিকেটারদের সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নারী ক্রিকেটারদের বেতন ৩৫ শতাংশ বাড়িয়েছে। তাতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন এখন মাসিক ১ লাখ ৬০ হাজার টাকা।
আগে তারা বেতন পেতেন মাসিক ১ লাখ ২০ হাজার টাকা। ৪০ হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে। গতকাল মিরপুরে বিসিবির দ্বিতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চারটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন দেয়া হয়। নারী ক্রিকেটারদের নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা, নাহিদা আক্তার ও শারমিন আক্তার। তারা সর্বোচ্চ টাকা বেতন পাবেন।
দ্বিতীয় সারিতে আছে ‘বি’ ক্যাটাগরি। এই ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা ১ লাখ টাকা করে বেতন পেতেন। এখন পাবেন ১ লাখ ৩৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে আছেন ফারাজনা হক, রিতু মনি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবহানা মোস্তারি।
‘সি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেতন ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৯৫ হাজার টাকা করা হয়েছে আর ‘ডি’ ক্যাটাগরিতে ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা করা হয়েছে। ‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার স্বর্ণা আক্তার। ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে সুমাইয়া আক্তারর, ফারিহা ইসলাম, রুবাইয়া হায়দার, সানজিদা আক্তার, নিশিতা আক্তার।
এছাড়া, জাতীয় দলের অধিনায়কদের জন্য ৩০ হাজার ও সহ-অধিনায়কদের জন্য ২০ হাজার টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্তও হয়েছে। পহেলা জুলাই থেকে নতুন বেতনের স্কেল কার্যকর হয়েছে।
সিরিজ কিংবা বৈশ্বিক বা মহাদেশীয় আসরে চুক্তির বাইরে থেকে যেসব ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দেবেন তারা ওই মাসের বেতন বাবদ ৬০ হাজার টাকা করে পাবেন।
এছাড়া, ক্রিকেটারদের দৈনিক ভাতা ৫০ ডলার থেকে ৭৫ ডলার এবং টু্যর ফি ২৫ ডলার থেকে ৫০ ডলারে উন্নিত করা হয়েছে।
ঢাকা/ইয়াসিন