Samakal:
2025-11-03@16:24:25 GMT

হামজা-সুনীলে নয়া দ্বৈরথ

Published: 25th, March 2025 GMT

হামজা-সুনীলে নয়া দ্বৈরথ

পাঁচতারকা হোটেলে সংবাদ সম্মেলনে তারা কেউই নেই। গতকাল ম্যাচ-পূর্ববর্তী ৪০ মিনিটের সংবাদ সম্মেলনে প্রায়ই আলোচনা উঠে আসে হামজা দেওয়ান চৌধুরী ও সুনীল ছেত্রির নাম। বাংলাদেশ-ভারত দু’দলের কোচই আলাদা বিশ্লেষণে বাংলাদেশের হামজা ও ভারতের ছেত্রিকে প্রশংসায় ভাসিয়েছেন। শিলংয়ে আজ বাংলাদেশ-ভারত লড়াইয়ের মধ্যে ভেতরের লড়াইটা হতে যাচ্ছে ইংলিশ প্রবাসী হামজা ও ভারতের ৪০ বছর বয়সী তারকা ছেত্রির মধ্যে।

হামজার আবির্ভাব বাংলাদেশের ফুটবলের জন্য নতুন আলো। শিকড়ের টানে ইংল্যান্ড থেকে বাংলাদেশের ফুটবলে নাম লেখানো এ ডিফেন্ডার আজ লাল-সবুজের জার্সি গায়ে জড়াবেন। মঙ্গলবার ম্যাচের দিন জাতীয় সংগীতের সময় হয়তো হামজার বুকের মধ্যে কম্পন শুরু হবে। কারণ বাবা-মায়ের কাছে বাংলাদেশের গল্প শুনলেও এই প্রথম যে গাইবেন, ‘আমার সোনার বাংলা.

..’। 

বাংলাদেশের কোটি ফুটবলপ্রেমীর দৃষ্টি থাকবে হামজার দিকে। গত কয়েক দিনে এক ছাদের নিচে থাকা হামজা সতীর্থদের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন। ভারতের বিপক্ষে অতীতের লড়াইয়ের গল্প শোনা হামজা ভালো করেই জানেন, তাকে কী সামলাতে হবে। তাঁর সামনে যে আজ ছেত্রির মতো অভিজ্ঞতাসম্পন্ন ভারতীয় কিংবদন্তিকে থামানোর চ্যালেঞ্জ। দুই বড় তারকার লড়াইয়ের আগে ইতোমধ্যে শুরু হয়েছে সেরার বিতর্ক। হামজা এখনও বাংলাদেশের হয়ে ম্যাচ না খেললেও স্কিল দক্ষতার কারণে ছেত্রির সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে গেছে। 

তবে বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা সেই তুলনায় না গিয়ে হামজা ও ছেত্রির প্রসঙ্গে বলেছেন, ‘আমার মনে হয়, হামজা ও সুনীলের ফিরে আসা আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে। এটি সত্যিই খুব প্রতিযোগিতামূলক ম্যাচ হতে চলেছে। তবে এটা শুধু তাদের নিয়েই হবে না, নিশ্চিতভাবে। আমরা যদি আগামীকাল (আজ) জিততে পারি, তবে সেটা শুধু হামজার জন্য হবে না। হামজা অবশ্যই আমাদের জন্য ভালো, এতে কোনো সন্দেহ নেই। আমার মনে হয়, সুনীলের ফিরে আসা ভারতকে শক্তিশালী করেছে। যে জিতুক না কেন, সেটা দলের জন্য হবে।’

হামজা ও ছেত্রি দু’জনই ভিন্ন পজিশনে খেলেন। ক্যারিয়ারের ভিন্ন পর্যায়ে নিজেদের প্রতিনিধিত্ব করেছেন তারা। ভারতের আক্রমণভাগের মূল অস্ত্র হলেন ছেত্রি। বল পজিশনে দক্ষতা আর নিখুঁত ফিনিশার হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন ছেত্রি। হামজার পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার। ট্যাকলিং, স্টামিনা ও আক্রমণ প্রতিহত করার দক্ষতায় হামজা ক্লাবের জার্সিতে নিজেকে প্রমাণ করেছেন। ম্যাচের গতি নিয়ন্ত্রণ আর সতীর্থকে বল জোগান দেওয়া মূল কাজ হওয়ায় হামজার নামের পাশে গোল সংখ্যা সেভাবে নেই। লেস্টার সিটির জার্সিতে এফএ কাপ জেতা হামজা ইংল্যান্ডে বিশ্বমানের সব প্রতিপক্ষকে থামিয়ে দলকে অনেকবারই রক্ষা করেছেন। 

ছেত্রি ও হামজার মধ্যে মূল পার্থক্য হলো আন্তর্জাতিক অভিজ্ঞতা। ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলে মাত্র ৭ ম্যাচ খেলা হামজা ছয় বছর পর স্বাদ পেতে যাচ্ছেন আন্তর্জাতিক ম্যাচের। আর ছেত্রি তো দক্ষিণ এশিয়ার ফুটবলের কিংবদন্তি। ১০ মাস আগে অবসর নেওয়ার পর ভারতকে কক্ষ পথে ফেরানোর জন্য কোচ মানোলো মার্কুইজের ডাকে সাড়া দিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফেরেন ছেত্রি। অতীতে অনেকবারই বাংলাদেশকে হতাশায় ডোবানো ছেত্রি আতঙ্ক এবারও আছে বাংলাদেশ দলে। তবে হামজার কারণে আগের মতো সেই ভয়টা নেই সতীর্থদের। কারণ হামজা তো বিশ্বমানের ফুটবলার। 

যেমনটি বলেছেন, ভারত কোচ মানোলো, ‘আমি মনে করি, সে (হামজা) উঁচু মানের ফুটবলার। সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছে, এখন তার দল চ্যাম্পিয়নশিপে খেলছে, কিন্তু তারাও লিগে উঠবে। আমি মনে করি, তার মতো একজন খেলোয়াড়ের জাতীয় দলের হয়ে খেলা এটা কেবল বাংলাদেশের জন্য নয়, এশিয়ার ফুটবলের জন্য ভালো। আমি যেটা অনুভব করতে পারছি, তার সতীর্থরা তার সঙ্গে খেলতে অনুপ্রেরণা পাবে, মাঠের খেলায় এটার কি প্রভাব পড়বে, তা অবশ্য আমি জানি না।’ 

ভারতের কোচ এর পর শুনিয়েছেন কেন সুনীলকে ফিরিয়েছেন, ‘সুনীল ভারতীয় ফুটবলে কিংবদন্তি। দলের সর্বোচ্চ গোলদাতা। আমি তাকে ডেকেছিলাম, কেননা আমরা প্রথম ম্যাচে গোল পাচ্ছিলাম না। বেশি সুযোগও তৈরি করতে পারছিলাম না, যদিও কিছু সুযোগ মিস করেছিলাম। তার ফেরাটা আমাদের জন্য দারুণ বিষয়।’

উৎস: Samakal

কীওয়ার্ড: র ফ টবল র র জন য

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ