বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে আজ মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়েছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’। দুপুর ১২টা থেকে সিনেমাটি দেখছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা। সবকিছু ঠিক থাকলে আজই ছাড়পত্র মিলতে পারে সিনেমাটির। খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল।
প্রথম আলোকে আজ মঙ্গলবার আবদুল জলিল বলেন, ‘ছাড়পত্রের জন্য বোর্ডের পর্যবেক্ষণ মেনে পুনরায় “বরবাদ” আমাদের কাছে জমা পড়েছে। ইতিমধ্যেই সিনেমা বোর্ডের সদস্যরা দেখেছেন। বিকেলে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুনশাকিবের ‘বরবাদ’ ছাড়পত্রের জন্য জমা পড়েছে২৪ মার্চ ২০২৫

এদিকে ‘বরবাদ’ সিনেমার আনকাট ছাড়পত্রের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে সকাল থেকেই অবস্থান নিয়েছেন শাকিব খানের কিছু ভক্ত। বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তাঁদের দেখা গেছে।
শাকিব খানের ‘বরবাদ’ ছবির প্রচার-প্রচারণা সবই চলছিল। মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার, গান—সবই প্রকাশ হয়েছিল। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ ছবিটি ঘিরে হঠাৎই তৈরি হয় অনিশ্চয়তা। জানা যায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে ছবিটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথি প্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখি হয়। অবশেষে গত রোববার মন্ত্রণালয়ের অনুমতিপত্র মেলে ছবিটির। এর এক দিন পরই গতকাল সোমবার ছাড়পত্রের জন্য ছবিটি জমা পড়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে।

আরও পড়ুনশাকিব–ভক্তদের জন্য ঈদ হতে পারে ‘বরবাদ’হীন, কী বলছেন প্রযোজক২৩ মার্চ ২০২৫‘বরবাদ’ ছবির পোস্টারে ইন্তেখাব দিনার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বরব দ

এছাড়াও পড়ুন:

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।

নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সম্পর্কিত নিবন্ধ