অভিষেকে রাতুলের ফাইফার, বিজয়ের সেঞ্চুরিতে লিটনদের হার
Published: 25th, March 2025 GMT
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন অনূর্ধ্ব-১৯ দলে খেলা বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সামিউন বাশির রাতুল। ব্যাট হাতেও রান করেছেন তিনি। শেরে বাংলা স্টেডিয়ামে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ ১৭২ রানের বিশাল জয় পেয়েছে।
ডিপিএলের অন্য ম্যাচে লিটন দাসদের গুলশান ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। ম্যাচে লিটন দাস ভালো একটা ইনিংস খেলেছেন। তবে সেঞ্চুরি করে গাজীকে জিতিয়েছেন এনামুল হক বিজয়। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২৯ রানে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন।
মিরপুর স্টেডিয়ামে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে ২৯৮ রান করে। ওপেনার তানজিদ তামিম ৫৯ বলে ৬১ রান করেন। ১১টি চার মারেন তিনি। জাকের আলী ৮৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন। তরুণ রাতুল ৩৪ বলে তিন ছক্কা ও এক চারে ৪০ রানের ইনিংস খেলেন।
পরে রাতুল ১০ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে রূপগঞ্জ টাইগার্সকে ১২৬ রানে অলআউট করে দেন। দলটির হয়ে আব্দুল মজিদ ৪৩ রান করেন। আরিফুল ২৫ রান যোগ করেন।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গুলশান প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৮১ রান করেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জয়ী ওপেনার ও অধিনায়ক আজিজুল হাকিম ৭৬ বলে ৫৩ রান করেন। পাঁচটি চার ও একটি ছক্কা মারেন। তিনে নেমে লিটন দাস ৬২ বলে ৮৩ রানের ইনিংস খেলেন। তিনি সাতটি চারের সঙ্গে পাঁচটি ছক্কা মারেন। ইফতেখার ইফতি ২১ ও ইলিয়াস সানি ৩৮ রানের ইনিংস খেলেন।
জবাবে গাজী গ্রুপ ১৪ বল থাকতে জয় তুলে নেয়। ওপেনার এনামুল বিজয় ১৪২ বলে ১৪৪ রানের দারুণ ইনিংস খেলেন। অন্য ওপেনার সাদিকুর রহমান ৪৫ রান যোগ করেন। মিডলে দলটির ব্যাটাররা ভালো না করায় চাপে ছিল গাজী গ্রুপ। তবে এনামুল ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন।
বিকেএসপির ৩ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়ন ৯ উইকেটে ২২৫ রান করে। মিজানুর রহমান ৩৪ ও জাহিদুজ্জামান ৪৭ রান করেন। সোহাগ গাজী ৪২ রানের ইনিংস খেলেন। জবাবে পারটেক্স ১৯৬ রানে অলআউট হয়। আলাউদ্দিন বাবু ৪৬ বলে ৬৮ রান করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ড প এল র ন কর ন র ন র ইন র পগঞ জ উইক ট
এছাড়াও পড়ুন:
জিম্বাবুয়েকে চোখ রাঙাচ্ছে ইনিংস হার
কোনো উইকেট না হারিয়ে ৯২ রান নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট হয়ে যাওয়া জিম্বাবুয়ের বড় রানের নিচে চাপা পড়ার ভয়টাও নিশ্চয়ই বাড়ছিল।
তবে বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনটা বোলিংয়ে ভালোই কেটেছে তাঁদের। নিউজিল্যান্ডের ১০ উইকেটই তুলে নিয়ে অলআউট করেছে ৩০৭ রানে। তবে জিম্বাবুয়ে এরপরও স্বস্তিতে নেই। ১৫৮ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৩১ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। ইনিংস হার এড়াতে এখনো ১২৭ রান করতে হবে জিম্বাবুয়েকে।
আরও পড়ুনআধা ঘণ্টার মধ্যেই গিলের দুই রেকর্ড ৫ ঘণ্টা আগেদিনের প্রথম বলেই ৭০ বলে ৪১ রান করা উইল ইয়ংকে ফিরিয়ে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন ব্লেসিং মুজারাবানি। এরপর ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলস ও ডেভন কনওয়ে। এবারও জিম্বাবুয়ের ত্রাতা হন মুজারাবানি। ৫৬ বলে ৩৪ রান করা হেনরি নিকোলসকে ফেরান ব্রায়ান বেটের ক্যাচ বানিয়ে।
এরপর কনওয়ে ১৭০ বলে ৮৮ রান করে তানাকা চিবাঙ্গার বলে ফিরে গেলে আরও চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। সেই চাপ সামলে নেওয়ার চেষ্টাটা করতে পেরেছেন শুধু ড্যারিল মিচেল। শেষের দিকের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলের মধ্যে ১১৯ বলে ৮০ রান করে নিউম্যান নিমহারির বলে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি।
নিউজিল্যান্ডের শেষ ৬ ব্যাটসম্যানের মাত্র দুজন দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন