আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে গুজরাট টাইটান্সকে ১১ রানে হারিয়ে ‘আইপিএল-২০২৫’ আসর শুরু করলো পাঞ্জাব কিংস। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দারুণ সূচনা করলো দলটি। প্রথম ম্যাচেই তিনি ৪২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর শশাঙ্ক সিং মাত্র ১৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতে পাঞ্জাব কিংস ৫ উইকেট হারিয়ে তাদের দলীয় সর্বোচ্চ ২৪৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। জবাবে দিতে নেমে গুজরাট টাইটান্স ৫ উইকেট হারিয়ে ২৩২ রানে থামে।

২৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট অবশ্য দুর্দান্ত সূচনা করেছিল। ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল মিলে ৬১ রানের জুটি গড়েন। তবে গ্লেন ম্যাক্সওয়েল গিলকে ব্যক্তিগত ৩৩ রানে আউট করে পাঞ্জাবকে প্রথম সাফল্য এনে দেন। তবে সুদর্শন তার বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। কিন্তু ত্রয়োদশ ওভারের তৃতীয় বলে দলীয় ১৪৫ রানের মাথায় আউট হন তিনি। যাওয়ার আগে ৫টি চার ও ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে যান। তার উইকেটটি নেন অর্শদীপ সিং।

এরপর জস বাটলার ও শেরফানে রাদারফোর্ড ৫৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন। কিন্তু বদলি খেলোয়াড় বৈশাক বিজয়কুমার ১৫তম ওভারে এসে মাত্র ৫ রান দিয়ে পাঞ্জাবকে এগিয়ে দেন।

বাটলার হাফ সেঞ্চুরি করলেও মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর রাহুল তেওটিয়া মাত্র ৬ রান করেই রান আউট হলে আরও পিছিয়ে পড়ে গুজরাট। জেতার জন্য শেষ দিকে অবশ্য দ্রুত রান তোলার দরকার ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত রাদারফোর্ড ২৮ বলে ৪৬ রান করেও দলকে জেতাতে পারেননি। অর্শদীপ তাকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। এছাড়া জানসেন ও ম্যাক্সওয়েলও ১টি করে উইকেট নেন।

তার আগে পাঞ্জাব ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। প্রিয়াংশ আর্য ২৩ বলে ৪৭ রান করে গুজরাটের বোলারদের ওপর চড়াও হন। ৩.

৮ কোটি রুপিতে কেনা এই ব্যাটার প্রথমে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকান, এরপর চার মারেন।

কাগিসু রাবাদা প্রথম ব্রেকথ্রু এনে দেন প্রভসিমরান সিংকে আউট করে। এরপর নতুন অধিনায়ক আইয়ার মাঠে নামেন এবং দুর্দান্ত ব্যাটিং করেন। আর্য তার সঙ্গে জুটি গড়লেও রশিদ খানের স্পিনে পরাস্ত হয়ে আউট হন।

সাই কিশোর পাঞ্জাবের আজমতুল্লাহ ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়েনিসকে আউট করলেও আইয়ার ও শশাঙ্ক সিংয়ের ব্যাটিং তাণ্ডব থামেনি। আইয়ার ৯টি ছক্কা ও ৫টি চারের মাধ্যমে ৯৭ রান করে ৩ রানের আক্ষেপে পোড়েন। শেষ ওভারে শশাঙ্ক ২৩ রান নিয়ে পাঞ্জাবের স্কোর ২৪৩ পর্যন্ত নিয়ে যান। তিনি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান।

গুজরাটের শেষ দিকের বোলিং ছিল হতাশাজনক। শেষ ৮ ওভারে তারা ১৩৫ রান দিয়ে বসে। ফিল্ডিংও তেমন ভালো ছিল না। যার ফলে পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেয়।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট প রথম

এছাড়াও পড়ুন:

টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা

লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন পিয়া বিপাশা। এরপর অভিনয় করেছেন মিউজিক ভিডিও, নাটক ও সিনেমায়। কিন্তু হুট করেই নাই হয়ে গেলেন। পরে জানা গেল অভিনেত্রী আমেরিকায়। গেল পাঁচ বছর সেখানেই বাস করছেন তিনি। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রবাসজীবনসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

পিয়া বিপাশা জানান, একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রের এক নাগরিকের সঙ্গে তাঁর প্রেম ও ভালোবাসা তৈরি হয়। তারপর তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে বিয়ে করলেও আনুষ্ঠানিকতা সারেননি। চলতি বছরের শেষ দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়ার ইচ্ছা।

পিয়া বিপাশা বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। কারণ, লবিং ছাড়া কাজ হতো না। ভালো একটা সিনেমা করার কথা ছিল। কিন্তু সেটা আর হয়নি। এরপর আমার মিডিয়ায় কাজ করার ইচ্ছাই নষ্ট হয়ে যায়। আমি আসলে কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’

বিপাশার কথায়, ‘টাকা রোজগারের জন্য আমি বিনোদন অঙ্গনে কাজ করেছিলাম। কারণ, আমার একটা মেয়ে ছিল। মেয়েকে নিয়ে টিকে থাকার বিষয় ছিল। পরে দেখলাম, যেভাবে কাজ হয়, আমাকে দিয়ে ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সম্ভব নয়। তাই সিদ্ধান্ত নিলাম, আমেরিকায় চলে আসার। এখানে এসে বাংলাদেশের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিই। অনেক টাকাও আয় করছি।’

পিয়া বিপাশা বলেন, ‘সত্যি বলতে এখন আমার এমন অবস্থা, টাকা ইনকাম না করলেও হয়।  আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী—সবই আমার হয়েছে। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই আমার—যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না।’ 

পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। তাঁর দাবি, এই সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।

২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন। ছোটবেলায় রূপকথার বই পড়তে পছন্দ করতেন। বই পড়ার সময় গল্পের নায়িকার চরিত্রে নিজেকে কল্পনাও করতেন। বড় পর্দায়ও অভিনয় করেছিলেন। ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের সেই ছবি মুক্তি পায়। এরপর ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পরে সেই ছবিতে পিয়া বিপাশার পরিবর্তে অপু বিশ্বাস অভিনয় করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • প্রযোজক তার সঙ্গে রাত কাটাতে বলেন: অঞ্জনা
  • বৈষম্যবিরোধীদের তোপের মুখে যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের পদত্যাগ
  • শ্রীলঙ্কার মাটিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
  • মিরাজ বীরত্বে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখলো বাংলাদেশ
  • সেঞ্চুরির পর ৫ উইকেট, মিরাজ ধন্যবাদ দিলেন ৬ জনকে
  • পেশায় বাসচালক, আড়ালে করেন ইয়াবার কারবার
  • ঢাকায় চালান পৌঁছে প্রতি মাসে পান ৬ লাখ টাকা
  • ১৭ মাস পর দেশের মাটিতে টেস্ট জয় বাংলাদেশের
  • নদীতে মিলল স্কুলছাত্রের লাশ, চার সহপাঠী আটক
  • টাকার জন্য দেশে ছেড়েছি, এখন টাকা খরচের সময় নেই: পিয়া বিপাশা