আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ মার্চ) রাতে গুজরাট টাইটান্সকে ১১ রানে হারিয়ে ‘আইপিএল-২০২৫’ আসর শুরু করলো পাঞ্জাব কিংস। নতুন অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে দারুণ সূচনা করলো দলটি। প্রথম ম্যাচেই তিনি ৪২ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর শশাঙ্ক সিং মাত্র ১৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। তাতে পাঞ্জাব কিংস ৫ উইকেট হারিয়ে তাদের দলীয় সর্বোচ্চ ২৪৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করে। জবাবে দিতে নেমে গুজরাট টাইটান্স ৫ উইকেট হারিয়ে ২৩২ রানে থামে।

২৪৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট অবশ্য দুর্দান্ত সূচনা করেছিল। ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিল মিলে ৬১ রানের জুটি গড়েন। তবে গ্লেন ম্যাক্সওয়েল গিলকে ব্যক্তিগত ৩৩ রানে আউট করে পাঞ্জাবকে প্রথম সাফল্য এনে দেন। তবে সুদর্শন তার বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান। কিন্তু ত্রয়োদশ ওভারের তৃতীয় বলে দলীয় ১৪৫ রানের মাথায় আউট হন তিনি। যাওয়ার আগে ৫টি চার ও ৬ ছক্কায় ৭৪ রানের ইনিংস খেলে যান। তার উইকেটটি নেন অর্শদীপ সিং।

এরপর জস বাটলার ও শেরফানে রাদারফোর্ড ৫৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রাখার চেষ্টা করেন। কিন্তু বদলি খেলোয়াড় বৈশাক বিজয়কুমার ১৫তম ওভারে এসে মাত্র ৫ রান দিয়ে পাঞ্জাবকে এগিয়ে দেন।

বাটলার হাফ সেঞ্চুরি করলেও মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে ফেরেন। এরপর রাহুল তেওটিয়া মাত্র ৬ রান করেই রান আউট হলে আরও পিছিয়ে পড়ে গুজরাট। জেতার জন্য শেষ দিকে অবশ্য দ্রুত রান তোলার দরকার ছিল তাদের। কিন্তু শেষ পর্যন্ত রাদারফোর্ড ২৮ বলে ৪৬ রান করেও দলকে জেতাতে পারেননি। অর্শদীপ তাকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট নেন এই পেসার। এছাড়া জানসেন ও ম্যাক্সওয়েলও ১টি করে উইকেট নেন।

তার আগে পাঞ্জাব ইনিংসের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে। প্রিয়াংশ আর্য ২৩ বলে ৪৭ রান করে গুজরাটের বোলারদের ওপর চড়াও হন। ৩.

৮ কোটি রুপিতে কেনা এই ব্যাটার প্রথমে মোহাম্মদ সিরাজকে ছক্কা হাঁকান, এরপর চার মারেন।

কাগিসু রাবাদা প্রথম ব্রেকথ্রু এনে দেন প্রভসিমরান সিংকে আউট করে। এরপর নতুন অধিনায়ক আইয়ার মাঠে নামেন এবং দুর্দান্ত ব্যাটিং করেন। আর্য তার সঙ্গে জুটি গড়লেও রশিদ খানের স্পিনে পরাস্ত হয়ে আউট হন।

সাই কিশোর পাঞ্জাবের আজমতুল্লাহ ওমরজাই, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টয়েনিসকে আউট করলেও আইয়ার ও শশাঙ্ক সিংয়ের ব্যাটিং তাণ্ডব থামেনি। আইয়ার ৯টি ছক্কা ও ৫টি চারের মাধ্যমে ৯৭ রান করে ৩ রানের আক্ষেপে পোড়েন। শেষ ওভারে শশাঙ্ক ২৩ রান নিয়ে পাঞ্জাবের স্কোর ২৪৩ পর্যন্ত নিয়ে যান। তিনি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান।

গুজরাটের শেষ দিকের বোলিং ছিল হতাশাজনক। শেষ ৮ ওভারে তারা ১৩৫ রান দিয়ে বসে। ফিল্ডিংও তেমন ভালো ছিল না। যার ফলে পাঞ্জাব কিংস তাদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নেয়।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট প রথম

এছাড়াও পড়ুন:

চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের ফকিরহাট এলাকায় আশরাফুর রহমান (১৪) নামের এক কিশোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। গত শুক্রবার সে জ্বরে আক্রান্ত হয়। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পৌর সদরের জেনারেল হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়।

আশরাফুর রহমান ওই এলাকার মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডে এই প্রথম একজন মারা গেল।

আশরাফুর রহমানের দাদা এম এ আলীম আলী প্রথম আলোকে বলেন, গত শুক্রবার তাঁর নাতির জ্বর আসে। সামান্য ব্যথাও ছিল। জ্বর কমছে না দেখে রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাঁরা। সেখানে রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। এরপর আশরাফুরকে পৌর সদরের জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সোমবার রাতে তার অবস্থার অবনতি হয়। আজ ভোর পাঁচটার দিকে সে মারা যায়। দুপুরে মডেল মসজিদ এলাকায় জানাজার নামাজ শেষে ফকিরহাট নলুয়া দিঘি এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আশরাফকে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হাসপাতালের দায়িত্বগত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই কিশোর ভালো ছিল। আজ ভোর চারটার দিকে তার পাতলা পায়খানা ও খিঁচুনি হয়। এরপর তারা দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। সেখানে নেওয়ার পথে কিশোরটি মারা যায়।

সীতাকুণ্ডে আজ এক দিনেই ৬ জনের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত হয় বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলতাফ হোসেন।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই অভ্যুত্থানের সময় ভিপিএনও বন্ধ করে দেওয়া হয়েছিল
  • রূপ নয়, সাহস দিয়ে জয় করা এক নায়িকা
  • টানা দুই জয়ের পর এবার হার বাংলাদেশের যুবাদের
  • ভারতের অর্থনীতি মৃত, ট্রাম্প ঠিকই বলেছেন: রাহুল
  • হেনরির ৬ উইকেটের পর দুই ওপেনারে নিউজিল্যান্ডের দিন
  • অসুখবিসুখে কষ্ট পেয়ে, বিছানায় পড়ে বাঁচতে চাই না: ববিতা
  • নিশ্ছিদ্র দাপটে উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ও অলিম্পিকে ব্রাজিল
  • যে জীবন মানুষের উপকারে আসে না, সে জীবন সার্থক নয়: ববিতা
  • প্রেমের টানে চীনা যুবকের বাংলাদেশে এসে বিয়ে
  • চার দিনের জ্বরে ভুগে মারা গেল কিশোর