শ্রমিকের বেতন বোনাসের বেলায় কি পুরোনো বন্দোবস্তই চলবে
Published: 26th, March 2025 GMT
বেশির ভাগ মানুষ যখন ঈদের কেনাকাটা করছেন, বাড়ি যাওয়ার পরিকল্পনা করছেন; শ্রমিক অঞ্চল, বিশেষত পোশাকশ্রমিকদের মধ্যে তখন ঈদের আগে বেতন–বোনাস পাওয়ায় অনিশ্চয়তা। ঈদের বোনাস তো পরের কথা, বেশ কিছু কারখানার শ্রমিক কয়েক মাস ধরে বেতনই পাচ্ছেন না। তাদের অনেকে রাস্তায় নেমে এসেছেন, বিজিএমইএ ভবন ও শ্রম ভবনের সামনে অবস্থান নিয়েছেন; কিন্তু মালিকপক্ষ কিংবা শ্রম মন্ত্রণালয় থেকে কোনো সমাধান পাচ্ছেন না।
যেমন, ১৮ মার্চ থেকে বকেয়া বেতন ও আইনানুগ পাওনার দাবিতে ঢাকার বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে আন্দোলন করছেন গাজীপুরের স্টাইল ক্রাফট লিমিটেড গার্মেন্টের শ্রমিক-কর্মচারীরা। সরকার ও মালিকপক্ষের কাছ থেকে কোনো সমাধান পাওয়া যায়নি। ২৩ মার্চ অবস্থান কর্মসূচি চলাকালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন রাম প্রসাদ সিং (৪০) নামের এক কর্মী। তিনি কারখানাটির সহকারী প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
তিন মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে ২৩ মার্চ সকাল থেকে টিএনজেড গ্রুপের আ্যাপারেলস ইকো প্লাস লিমিটেডের প্রায় ৭০০ জন শ্রমিক শ্রম ভবনের সামনে অবস্থান করেছেন।
এক মাসের বকেয়া বেতন ও লে-অফ ক্ষতিপূরণের দাবিতে ২৩ মার্চ থেকে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন রোর ফ্যাশনের প্রায় ২০০ শ্রমিক।
তিন মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে ২৫ মার্চ সকালে গাজীপুরের ‘হ্যাগ নিট ওয়্যার’ নামের কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন।
সময়মতো বেতন বোনাস না দেওয়ার এই সমস্যা শুধু নির্দিষ্ট কয়েকটি কারখানার মধ্যেই সীমিত নয়। বিজিএমইএ ও বিকেএমইএর সূত্র ধরে প্রথম আলোয় প্রকাশিত সংবাদ অনুসারে ২৪ মার্চ নাগাদ বিজিএমইএর সদস্য ২ হাজার ১০৭টি সচল তৈরি পোশাক কারখানার মধ্যে বোনাস দিয়েছে ১ হাজার ৭৬৩টি কারখানা অর্থাৎ বোনাস দেয়নি ৩৪৪টি কারখানা। চলতি মাসের ১৫ দিনের বেতন দিয়েছে মাত্র ৮৪টি বা ৪ শতাংশ তৈরি পোশাক কারখানা। অন্যদিকে নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর ৭৫০টি সচল কারখানার ৫০ শতাংশ কারখানা বোনাস পরিশোধ করেছে। (সব শ্রমিক এখনো ঈদ বোনাস পাননি, প্রথম আলো, ২৫ মার্চ ২০২৫)
অথচ গত ১২ ফেব্রুয়ারি ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় সিদ্ধান্ত হয়েছিল ২০ রমজানের মধ্যেই শ্রমিকদের বকেয়া বেতন-বোনাসসহ সব পাওনা পরিশোধ করা হবে, সেই সঙ্গে চলতি মার্চ মাসের অন্তত ১৫ দিনের বেতন দিতে হবে; কিন্তু সরকারের দিক থেকে তদারকি না থাকায় অনেক কারখানা মালিকই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেননি যার ফলে ঈদ যত সামনে আসছে, বেতন-বোনাস নিয়ে শ্রমিক আন্দোলন তত বাড়ছে।
বাণিজ্য মন্ত্রণালয় থেকেও ঈদুল ফিতরের আগে বেতন ও উৎসব ভাতা পরিশোধ নিয়ে প্রায় ৫০০টি তৈরি পোশাক কারখানায় অস্থিরতার আশঙ্কার কথা জানানো হয়েছিল, এর মধ্যে ৩৬টি কারখানাকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। প্রশ্ন হলো, সরকারের পক্ষ থেকে সেই ঝুঁকিপূর্ণ কারখানাগুলো নিয়ে যথাযথ তদারকি করা হয়েছিল? মালিকপক্ষকে আলাদা করে ডেকে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল? কোন কোন কারখানায় বেতন–বোনাস কবে দেওয়া হচ্ছে, এ বিষয়ে সরকারের কাছে কি কোনো হিসাব আছে?
ঈদের আগে পোশাক কারখানার বেতন–বোনাস বকেয়া থাকার সমস্যাটি নতুন নয়। বিগত সরকারের আমলে প্রতিবছরই আমরা দেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প খাতটির শ্রমিকদের ঈদের আগে বেতন–বোনাসের দাবিতে রাস্তায় নেমে আসতে দেখেছি। সারা বছর পরিশ্রম করে ঈদের আগে বেতন–বোনাসের দাবিতে নিরুপায় হয়ে শ্রমিকদের রাস্তায় নেমে আসা খুব “স্বাভাবিক” একটা ঘটনা হয়ে গিয়েছিল।
প্রত্যাশা ছিল বিপুলসংখ্যক শ্রমজীবী পরিবারের সদস্যদের অংশগ্রহণে সংগঠিত গণ–অভ্যুত্থানের পরে এই ‘অস্বাভাবিক স্বাভাবিকতাগুলো’ আর দেখতে হবে না। অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা সরকার দায় ও দরদ নিয়ে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকারটুকু বাস্তবায়িত করবে; কিন্তু আমরা দেখছি, অনেক কিছু আগের মডেলেই চলছে। আগের মতোই নিয়মতান্ত্রিক উপায়ে শ্রমিকদের সমস্যা সমাধানের কোনো উপায় থাকছে না, বারবার তাদের রাস্তায় নেমে আসতে হচ্ছে। আর নিরুপায় হয়ে রাস্তায় নেমে আসা শ্রমিকদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটছে।
মাজারে হামলা থেকে শুরু করে মব–সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা না থাকলেও অধিকারের দাবিতে রাস্তায় নেমে আসা শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ওপর তারা বেশ খড়্গ হস্ত। এরই সর্বশেষ দৃষ্টান্ত হলো ২৫ মার্চ তিন মাসের বকেয়া মজুরি ও ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের শ্রম মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনা।
শ্রম ভবনের সামনে দিনের পর দিন নিয়মতান্ত্রিক আন্দোলন করার পরেও বকেয়া বেতন-বোনাস বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস লিমিটেডসহ অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড, রোর ফ্যাশন, স্টাইল ক্রাফট গার্মেন্টস ও ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক কর্মচারীরা শ্রম-মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাত্রা করে।
এ সময় পুলিশের লাঠিপেটায় আহত হন অন্তত ৩০ জন শ্রমিক। পুলিশের নির্মম লাঠিপেটায় আহতদের মধ্যে শ্রমিকদের সঙ্গে সংহতি জানাতে আসা বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি দিলীপ রায়ও রয়েছেন। উল্লেখ্য এই দিলীপ রায়কে ২০১৬ সালের আগস্টে বিগত স্বৈরাচারী সরকারের পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করার অপরাধে গ্রেপ্তার করেছিল।
গণ–অভ্যুত্থানে কত কিছু পাল্টানোর কথা শোনা যাচ্ছে; কিন্তু বকেয়া মজুরি ও বোনাসের জন্য শ্রমিকদের দিনের পর দিন রাস্তায় পরে থাকার বাস্তবতাটা পাল্টাল না, পাল্টাল না অধিকারের দাবিতে রাস্তায় নেমে আসা মানুষদের পুলিশি নিপীড়নের শিকার হওয়ার বাস্তবতাটা।
কল্লোল মোস্তফা লেখক ও গবেষক
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম স র বক য় সরক র র অবস থ ন হয় ছ ল ন র পর
এছাড়াও পড়ুন:
১৬ পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ করল ভারত, বিবিসিকে কড়া বার্তা
কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর এবার পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল ভারতের কেন্দ্রীয় সরকার। এ তালিকায় ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ ও জিও নিউজের মতো পাকিস্তানের শীর্ষ সংবাদমাধ্যমও রয়েছে। ভারতের বিরুদ্ধে, বিশেষ করে ভারতীয় সেনা ও নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে উসকানিমূলক, সাম্প্রদায়িক উত্তেজনামূলক ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
একটি সূত্র জানায়, পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) সুপারিশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যানেলগুলোর মোট অনুসারী ৬ কোটি ৩০ লাখের বেশি।
সূত্র জানায়, বন্ধ করে দেওয়া ইউটিউব চ্যানেলগুলো হলো ডন নিউজ টিভি, সামা টিভি, ইর্শাদ ভাট্টি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজায়ের ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনীব ফারুক, সুনো নিউজ এইচডি ও রাজি নামা।
আরও পড়ুনপাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র পরীক্ষা১ ঘণ্টা আগেচ্যানেলগুলোয় ঢুকতে গেলে এখন ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন,‘ এই কনটেন্ট এই দেশে আপাতত দেখা যাবে না। জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা–সংক্রান্ত সরকারি নির্দেশের কারণে এটি সরানো হয়েছে। আরও বিস্তারিত জানতে গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট দেখুন।’
এ ছাড়া একটি সূত্র জানায়, বিবিসি ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে হামলাকারীদের সন্ত্রাসী না বলে জঙ্গি (মিলিট্যান্ট) বলায় ভারতের কেন্দ্রীয় সরকার বিবিসির প্রধান জ্যাকি মার্টিনের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মাধ্যমে কড়া বার্তা পাঠিয়েছে। সূত্রের ভাষ্য, ‘নয়াদিল্লির উদ্বেগ বিবিসির কাছে পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং এখন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সপি বিভাগ বিবিসির রিপোর্টিং পর্যবেক্ষণ করবে।’
আরও পড়ুনপেহেলগাম নিয়ে ভারতের সংসদে বিশেষ অধিবেশনের দাবি বিরোধীদের১ ঘণ্টা আগেএকই ধরনের উদ্বেগ জানানো হয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সকেও। সূত্রের দাবি, ভবিষ্যতেও যদি কোনো সংস্থা কাশ্মীর ইস্যুতে পরিস্থিতির গুরুত্ব কমিয়ে দেখায় বা তথ্যগত ভুল করে, তাহলে এমইএ তাদের সতর্ক করবে।
আরও পড়ুনপেহেলগামের ঘটনায় একের পর এক বাড়ি ধ্বংস, সরকারকে সতর্ক করল কাশ্মীরের দলগুলো৩ ঘণ্টা আগে