ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে
Published: 27th, March 2025 GMT
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কি। জিরো ডে ঘরানার এই ত্রুটি কাজে লাগিয়ে ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের কম্পিউটার থেকে তথ্য চুরি করতে পারে সাইবার অপরাধীরা। আর তাই বিষয়টি জানার পর দ্রুত ক্রোম ব্রাউজারের নিরাপত্তাত্রুটির সমাধান করে সফটওয়্যার হালনাগাদ (নিরাপত্তা প্যাচ) উন্মুক্ত করেছে গুগল। ‘সিভিই-২০২৫-২৭৮৩’ নামের এই ত্রুটি থেকে নিরাপদ থাকতে উইন্ডোজ ব্যবহারকারীদের দ্রুত ক্রোম ব্রাউজার হালনাগাদ করতেও পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
ক্রোম ব্রাউজারের এই নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে এরই মধ্যে অপারেশন ফোরাম ট্রল নামে এক সাইবার হামলা চালানো হয়েছে। মূলত সাংবাদিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তাদের লক্ষ্য করে পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালিয়েছে তারা। এ জন্য প্রথমে ফিশিং ই–মেইলের মাধ্যমে ভুক্তভোগীদের কাছে আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণের বার্তা পাঠানো হয়। ক্রোম ব্রাউজারের মাধ্যমে ই–মেইলে থাকা লিংকে প্রবেশ করলেই ক্ষতিকর ওয়েবসাইটে চালু হয়ে কম্পিউটারে ম্যালওয়্যার প্রবেশ করে তথ্য সংগ্রহ করে।
ক্যাসপারস্কির তথ্যমতে, এই ত্রুটির মাধ্যমে সাইবার অপরাধীরা ক্রোম ব্রাউজারের স্যান্ডবক্সের নিরাপত্তাব্যবস্থা বাইপাস করতে সক্ষম হয়েছে। স্যান্ডবক্স প্রযুক্তির কাজ হলো ব্রাউজারের কার্যক্রমকে নির্দিষ্ট একটি পরিসরের মধ্যে সীমাবদ্ধ রাখা। তবে এই ত্রুটির ফলে সাইবার অপরাধীরা ব্রাউজারের নিয়ন্ত্রণ নিয়ে সরাসরি কম্পিউটার থেকে তথ্য চুরি করতে সক্ষম হয়েছে।
জিরো ডে নিরাপত্তা ত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়।
সূত্র: টেক ক্রাঞ্চ
উৎস: Prothomalo
কীওয়ার্ড: এই ত র ট
এছাড়াও পড়ুন:
বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ
বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।
নিয়োগপ্রাপ্তরা ওয়েব ও মোবাইল ভিত্তিক সফটওয়্যার, ডেটাবেজ পরিচালনা, রিপোর্টিং ব্যবস্থা ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে নিয়োজিত হবেন। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ৫ বছর এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, ন্যূনতম CGPA ৩.০০।
চাকরির স্থান প্রশিকার সদর দপ্তর, ঢাকা, বয়সসীমা ৩৫ বছর, এবং ৬ মাসের প্রোবেশন পিরিয়ড রয়েছে।
আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫, আবেদন ফি ৫০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে।
একনজরে
পদ: সিনিয়র ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার
সংখ্যা: ২
যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, CGPA ৩.০০+
অভিজ্ঞতা: ৫ বছর (সিনিয়র), ২ বছর (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)
বয়স: ৩৫ বছর
আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন৩ ঘণ্টা আগেচাকরির স্থান: সদর দপ্তর, ঢাকা
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
আবেদন ফি: ৫০০ টাকা
যোগাযোগ: ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, মিরপুর-২, ঢাকা। ই–মেইল: [email protected]
আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫