সাবেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উপ প্রেস সচিব-১ থাকাকা‌লে ঘুষ দুর্নীতি ক‌রে আমেরিকায় বা‌ড়িসহ অঢেল সম্প‌দের মা‌লিক হয়েছেন মুহাম্মদ আশরাফুল আলম খোকন। প্রধানমন্ত্রী কার্যাল‌য়ের ক্ষমতার অপব‌্যবহার ক‌রে স্ত্রী‌ রেজওয়ানা নূরের না‌মেও গ‌ড়ে‌ছেন প্রায় ৩,০৮.৮১,০৫৬৬ টাকার অবৈধ সম্পদ।

দুর্নী‌তি দমন ক‌মিশ‌নের অনুসন্ধা‌নে এমন চাঞ্চল‌্যকর তথ‌্য বে‌রি‌য়ে এসেছে। ঘুষ দুর্নী‌তির প্রমাণ পে‌য়ে মুহাম্মদ আশরাফুল আলম খোকন ও তার স্ত্রীর বিরু‌দ্ধে পৃথক দু‌টি মামলা ক‌রে‌ছে দুর্নী‌তি দমন ক‌মিশন।

বৃহস্প‌তিবার (২৭ মার্চ) দুদক তা‌দের বিরু‌দ্ধে মামলা দু‌টি করে। কমিশনের মহাপ‌রিচালক আক্তার হো‌সেন এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আরো পড়ুন:

খুলনায় সীমা হত্যা নাটকে এসআই শাহ আলমের কারাদণ্ড

‘ক্লিন ইমেজের’ আড়ালে ‘কলঙ্ক’, দুদকের জালে জিএম কাদের

তা‌দের বিরু‌দ্ধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭/১) ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ০৪(৩) ধারায় অ‌ভি‌যোগ আনা হ‌য়ে‌ছে।

প্রথম মামলায় বলা হয়, আসা‌মি সাবেক প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব-১ মুহাম্মদ আশরাফুল আলম সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে অজ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩,৩৩,৯৮৮২৭ টাকার সম্পদের মালিকানা অর্জন ক‌রে ভোগ দখলে রেখেছেন।

তিনি ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থের উৎস গোপন বা আড়াল করার জন্য তার নামে ৩টি ব্যাংক হিসাবে ১,৩৪,৩৯,৫৭২ টাকার সন্দেহজনক লেনদেন করে তার রূপায়ন ও স্থানান্তরপূর্বক 3067 ira Road, Bellmore, NY 11710 আমিরকায় বাড়ি ক্রয় করে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭/১) ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ০৪(৩) ধারায় অপরাধ ক‌রে‌ছেন।

দ্বিতীয় মামলার এজাহারে বলা হয়, আসামি মিসেস রেজওয়ানা নূর এবং তার স্বামী মুহাম্মাদ আশরাফুল আলমের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত থাকাকালে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৩,০৮.

৮১,০৫৬৬ টাকাকে বৈধ করার লক্ষে তার স্ত্রীর নামে এবং নিজ ভোগ দখলে রেখে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা করেছেন।

এছাড়া তার নিজ নামে মোট ৬৩টি অ্যাকাউন্ট এর মাধ্যমে মোট ৬,১২,৪৯,৮৩৭ টাকা হস্তান্তর, রূপান্তর, স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক অসংখ্য লেনদেন করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১), দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২) ৩৪/৩) এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ ক‌রে‌ছেন।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর দ আশর ফ ল আলম দমন ক

এছাড়াও পড়ুন:

কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন

টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।

এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।

গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।

প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।

সম্পর্কিত নিবন্ধ