কিউদের বদলি অধিনায়ক ল্যাথামও চোটে পড়েছেন
Published: 27th, March 2025 GMT
একেই মনে হয় বলে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’। আইপিএলে অংশ নেওয়ায়, নিউ জিল্যান্ড একাদশের ৬-৭ জন ক্রিকেটার নেই স্কোয়াডে। নিয়মির অধিনায়ক মিচেল স্যান্টনারও পাকিস্তানের বিপক্ষে পুরো সিরিজেই আইপিএলে ব্যস্ত থাকবেন। বাধ্য হয়েই ওয়ানডেতে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল টম ল্যাথামকে। এবার চোটে পড়ে ছিটকে গেলেন সেই বদলি কাপ্তান লাথাম।
ক্রিকেট নিউ জিল্যান্ডের তরফ থেকে বলা হয়েছে, ল্যাথামের ডান হাতের হাড়ে চিড় ধরা পড়েছে। তাই, পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। অনুশীলনে ব্যাটিং করার ল্যাথামের হাতে একটি বল এসে তার হাতে লাগে। পরে এক্স-রেতে চিড় ধরা পড়ে। সাথে সাথেই প্লাস্টার করা হয়েছে। কমপক্ষে চার সপ্তাহ বিশ্রাম ও পুনর্বাসন প্রয়োজন হবে লাথামের।
কিউই স্কোয়াডে যুক্ত করা হয়েছেন ব্যাটসম্যান হেনরি নিকোলসকে। অন্যদিকে লাথামের পরিবর্তে মাইকেল ব্রেসওয়েলকে অধিনায়ক করা হয়েছে। এই বোলিং অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন।
আরো পড়ুন:
পাকিস্তানের বিপক্ষে না খেলে, আইপিএল খেলবেন স্যান্টনার-রাচিনরা
কিউইরা বহুজাতিক শিরোপা জিতল ২০ বছর পর
অন্যদিকে ব্ল্যাকক্যাপস ওপেনার উইল ইয়াং শেষ ২টি ওয়ানডে খেলতে পারবেন না। এই অভিজ্ঞ ওপেনার তাদের প্রথম সন্তান জন্ম দেওয়ার জন্য স্ত্রী'র পাশে থাকতে ছুটি চেয়েছেন বোর্ডের কাছে। তাই রিস মেরিউ প্রথমবারের মতো ডাক পেয়েছেন নিউ জিল্যান্ড দলে। রিস মেরিউ ১২টি লিস্ট ‘এ’ ম্যাচে খেলে ২৭.
নিউ জিল্যান্ড দলের পরিবর্তিত স্কোয়াড
মুহাম্মদ আব্বাস, আদি আশোক, মাইকেল ব্রেসওয়েল (সিরিজ ক্যাপ্টেন), হেনরি নিকোলস, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, মিচ হে (উইকেট কিপার), নিক কেলি, ড্যারেল মিচেল, উইল ও’রোর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, উইল ইয়াং (ম্যাচ ১), রিস মেরিউ।
ঢাকা/নাভিদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে