Samakal:
2025-11-03@08:21:51 GMT

ত্বরিত পদক্ষেপ কাম্য

Published: 27th, March 2025 GMT

ত্বরিত পদক্ষেপ কাম্য

দেশে নূতন করিয়া পক্ষী জ্বর তথা ‘বার্ড ফ্লু’ শনাক্তের খবর যথেষ্ট উদ্বেগজনক। বৃহস্পতিবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যশোরের সরকারি একটি মুরগির খামারে এই ভাইরাসে আক্রান্ত হইয়া দুই সহস্রাধিক মুরগির মৃত্যু হইয়াছে। সাত বৎসর পর পুনরায় এই ভাইরাসের সংক্রমণে স্বাভাবিক কারণেই খামারিরা উদ্বিগ্ন। ২০০৭ সালে দেশে প্রথমবার যখন বার্ড ফ্লু দেখা গিয়াছিল, ঐ বৎসর ১০ লক্ষাধিক মুরগি মারিয়া ফেলা হইয়াছিল। আমরা জানি, এই জ্বর মানবদেহেও সংক্রমিত হইতে পারে। যদিও প্রাণিসম্পদ অধিদপ্তর অভয় দিয়াছে– এইবারের ফ্লু প্রাথমিক অবস্থায় থাকিবার কারণে মানুষের আক্রান্ত হইবার আশঙ্কা কম। আমরা মনে করি, ইহাতে নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকিলে চলিবে না; বরং ফ্লু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

স্বস্তির বিষয় হইল, শনাক্তের অব্যবহিত পরই বার্ড ফ্লু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রস্তুতি গ্রহণ করিয়াছে সরকার। নাজুক পোলট্রি খামারিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়াছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সীমান্ত অঞ্চলে সতর্কতা, তৎসহিত কোনো মৃত বা সন্দেহজনক অসুস্থ হাঁস-মুরগি বা পাখি দৃষ্টিগোচর হইলে নমুনা সংগ্রহ করিয়া দ্রুত নিকটবর্তী গবেষণাগারে পরীক্ষা করিবার নির্দেশনা দেওয়া হইয়াছে। 

আমরা মনে করি, বার্ড ফ্লু মোকাবিলায় শুধু নির্দেশনাই যথেষ্ট নহে; উক্ত নির্দেশনা কতখানি প্রতিপালিত হইতেছে, উহার তদারকিও জরুরি। বিশেষত যশোরের আলোচ্য খামারে কীভাবে বার্ড ফ্লুর উদ্ভব হইল, উহার উৎস অনুসন্ধান প্রয়োজন। প্রাণীর মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয় বলিয়া ইহা উচ্চমাত্রার সংক্রামক।

কীটতত্ত্ববিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.

কবিরুল বাশার সমকালকে বলিয়াছেন, যেহেতু প্রাথমিকভাবে যশোরে বার্ড ফ্লু শনাক্ত হইয়াছে, তজ্জন্য তথা হইতে দেশের অন্যত্র ডিম বা মুরগি সরবরাহ বন্ধ করিতে হইবে। অঞ্চলভিত্তিক মুরগি পরীক্ষা-নিরীক্ষার উপরেও তিনি গুরুত্ব আরোপ করিয়াছেন। সেই সঙ্গে শনাক্ত মুরগি পুঁতিয়া ফেলিবার পরামর্শ দিয়াছেন। 
বার্ড ফ্লু শনাক্তে উদ্বিগ্ন প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বুধবার বিবৃতি দিয়া পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনয়নের তাগিদ দিয়াছে। বার্ড ফ্লুর সম্প্রসারণ ঘটিলে উহার প্রভাব শুধু পোলট্রি শিল্পেই সীমাবদ্ধ থাকিবে না; একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলিবে। শুধু তাহাই নহে; মানবকুলে উহার সংক্রমণ আরও ভয়াবহ হইতে পারে। তজ্জন্য প্রাথমিক অবস্থায় থাকা এই বার্ড ফ্লু প্রতিরোধী সকল ব্যবস্থা গ্রহণ কাম্য। 

আমরা জানি, দেশের প্রান্তিক পোলট্রি খামারিরা সাধারণত সংকটে রহিয়াছে। অভিযোগ, করপোরেট সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা সাশ্রয়ী মূল্যে মুরগির খাদ্য ও ছানা সংগ্রহ করিতে হিমশিম খাইয়া থাকে। খামারিদের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ঋণ সহায়তা, ভর্তুকি, তৎসহিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া; প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে সরবরাহের ব্যবস্থা করা, পোলট্রি খাতের জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরি এবং ‘কন্ট্রাক্ট ফার্মিং’ বন্ধ করিবার ন্যায় দাবিও সংগঠনটি জানাইয়াছে।
সাম্প্রতিক সময়ে যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে বার্ড ফ্লু শনাক্ত হইয়াছে, তাহার পরই বাংলাদেশে পোলট্রি খামারে উহার সংক্রমণ দেখা গেল। বস্তুত প্রাণিসম্পদ অধিদপ্তরের তরফ হইতে আরও পূর্বেই সীমান্তে সতর্কতা জারি জরুরি ছিল।
যশোর, তৎসহিত দেশের অন্যত্র বার্ড ফ্লুর সম্প্রসারণ ঘটা বিচিত্র নহে। এহেন দুর্বিপাক হইতে বিশেষজ্ঞদের পরামর্শের আলোকে ভাইরাসটি নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষাকরণের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস থ ত হইয় হইয় ছ

এছাড়াও পড়ুন:

বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার

বগুড়ার গাবতলী উপজেলার একটি বাড়িতে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার মশিপুর ইউনিয়নের ছোট ইতালি গ্রামে এ ঘটনা ঘটে।

বিস্ফোরণে আতাউর রহমান (৩৫) নামের একজন গুরুতর আহত হন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আতাউর কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।।

গতকালের ওই ঘটনার পরপরই ছোট ইতালি গ্রামের বিস্ফোরণস্থল ঘিরে ফেলেন সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও ডিবি সদস্যরা। উদ্ধার করা হয় বেশ কয়েকটি তাজা হাতবোমা। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে উদ্ধার হওয়া হাতবোমাগুলো নিষ্ক্রিয় করেন। পরে বাড়িটি সিলগালা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে আতাউর রহমানসহ কুমিল্লা থেকে আসা চার ব্যক্তি ছোট ইতালি গ্রামের মাদক ব্যবসায়ী মুক্তার হোসেনের বাড়িতে ওঠেন। মুক্তারের স্ত্রী নাছিমা আক্তার (৪৫) মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। গতকাল দুপুর ১২টার দিকে মুক্তারের বাড়ির ভেতরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের লোকজন আতঙ্কিত হন। পরে বাড়ির ভেতর প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় আতাউর রহমানকে উদ্ধার করা হয়। পুলিশকে খবর দেওয়ার পর মুক্তার হোসেনের তিন সহযোগী দ্রুত পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত আতাউরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত হাতবোমা ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বাগবাড়ি তদন্তকেন্দ্রের উপপরিদর্শক আবদুল্লাহ আল সাদিক বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে আগামী নির্বাচনে নাশকতার পরিকল্পনার যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ