Samakal:
2025-09-17@21:28:54 GMT

ত্বরিত পদক্ষেপ কাম্য

Published: 27th, March 2025 GMT

ত্বরিত পদক্ষেপ কাম্য

দেশে নূতন করিয়া পক্ষী জ্বর তথা ‘বার্ড ফ্লু’ শনাক্তের খবর যথেষ্ট উদ্বেগজনক। বৃহস্পতিবার সমকালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যশোরের সরকারি একটি মুরগির খামারে এই ভাইরাসে আক্রান্ত হইয়া দুই সহস্রাধিক মুরগির মৃত্যু হইয়াছে। সাত বৎসর পর পুনরায় এই ভাইরাসের সংক্রমণে স্বাভাবিক কারণেই খামারিরা উদ্বিগ্ন। ২০০৭ সালে দেশে প্রথমবার যখন বার্ড ফ্লু দেখা গিয়াছিল, ঐ বৎসর ১০ লক্ষাধিক মুরগি মারিয়া ফেলা হইয়াছিল। আমরা জানি, এই জ্বর মানবদেহেও সংক্রমিত হইতে পারে। যদিও প্রাণিসম্পদ অধিদপ্তর অভয় দিয়াছে– এইবারের ফ্লু প্রাথমিক অবস্থায় থাকিবার কারণে মানুষের আক্রান্ত হইবার আশঙ্কা কম। আমরা মনে করি, ইহাতে নিশ্চিন্ত হইয়া বসিয়া থাকিলে চলিবে না; বরং ফ্লু প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

স্বস্তির বিষয় হইল, শনাক্তের অব্যবহিত পরই বার্ড ফ্লু প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় প্রস্তুতি গ্রহণ করিয়াছে সরকার। নাজুক পোলট্রি খামারিদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়াছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সীমান্ত অঞ্চলে সতর্কতা, তৎসহিত কোনো মৃত বা সন্দেহজনক অসুস্থ হাঁস-মুরগি বা পাখি দৃষ্টিগোচর হইলে নমুনা সংগ্রহ করিয়া দ্রুত নিকটবর্তী গবেষণাগারে পরীক্ষা করিবার নির্দেশনা দেওয়া হইয়াছে। 

আমরা মনে করি, বার্ড ফ্লু মোকাবিলায় শুধু নির্দেশনাই যথেষ্ট নহে; উক্ত নির্দেশনা কতখানি প্রতিপালিত হইতেছে, উহার তদারকিও জরুরি। বিশেষত যশোরের আলোচ্য খামারে কীভাবে বার্ড ফ্লুর উদ্ভব হইল, উহার উৎস অনুসন্ধান প্রয়োজন। প্রাণীর মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হয় বলিয়া ইহা উচ্চমাত্রার সংক্রামক।

কীটতত্ত্ববিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড.

কবিরুল বাশার সমকালকে বলিয়াছেন, যেহেতু প্রাথমিকভাবে যশোরে বার্ড ফ্লু শনাক্ত হইয়াছে, তজ্জন্য তথা হইতে দেশের অন্যত্র ডিম বা মুরগি সরবরাহ বন্ধ করিতে হইবে। অঞ্চলভিত্তিক মুরগি পরীক্ষা-নিরীক্ষার উপরেও তিনি গুরুত্ব আরোপ করিয়াছেন। সেই সঙ্গে শনাক্ত মুরগি পুঁতিয়া ফেলিবার পরামর্শ দিয়াছেন। 
বার্ড ফ্লু শনাক্তে উদ্বিগ্ন প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বুধবার বিবৃতি দিয়া পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনয়নের তাগিদ দিয়াছে। বার্ড ফ্লুর সম্প্রসারণ ঘটিলে উহার প্রভাব শুধু পোলট্রি শিল্পেই সীমাবদ্ধ থাকিবে না; একই সঙ্গে দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলিবে। শুধু তাহাই নহে; মানবকুলে উহার সংক্রমণ আরও ভয়াবহ হইতে পারে। তজ্জন্য প্রাথমিক অবস্থায় থাকা এই বার্ড ফ্লু প্রতিরোধী সকল ব্যবস্থা গ্রহণ কাম্য। 

আমরা জানি, দেশের প্রান্তিক পোলট্রি খামারিরা সাধারণত সংকটে রহিয়াছে। অভিযোগ, করপোরেট সিন্ডিকেটের কারণে প্রান্তিক খামারিরা সাশ্রয়ী মূল্যে মুরগির খাদ্য ও ছানা সংগ্রহ করিতে হিমশিম খাইয়া থাকে। খামারিদের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে ঋণ সহায়তা, ভর্তুকি, তৎসহিত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া; প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে সরবরাহের ব্যবস্থা করা, পোলট্রি খাতের জন্য সুনির্দিষ্ট নীতিমালা তৈরি এবং ‘কন্ট্রাক্ট ফার্মিং’ বন্ধ করিবার ন্যায় দাবিও সংগঠনটি জানাইয়াছে।
সাম্প্রতিক সময়ে যখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে বার্ড ফ্লু শনাক্ত হইয়াছে, তাহার পরই বাংলাদেশে পোলট্রি খামারে উহার সংক্রমণ দেখা গেল। বস্তুত প্রাণিসম্পদ অধিদপ্তরের তরফ হইতে আরও পূর্বেই সীমান্তে সতর্কতা জারি জরুরি ছিল।
যশোর, তৎসহিত দেশের অন্যত্র বার্ড ফ্লুর সম্প্রসারণ ঘটা বিচিত্র নহে। এহেন দুর্বিপাক হইতে বিশেষজ্ঞদের পরামর্শের আলোকে ভাইরাসটি নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষাকরণের ব্যবস্থা থাকা অত্যাবশ্যক। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব যবস থ ত হইয় হইয় ছ

এছাড়াও পড়ুন:

জকসুসহ তিন দফা দাবি মেনে নিল প্রশাসন, ৩২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সম্পূরক বৃত্তিসহ আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনের আশ্বাসে ৩২ ঘণ্টা পর অনশন ভেঙে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার রাত দশটার দিকে প্রশাসনের পক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে আন্দোলন প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীদের ফলের রস খাইয়ে অনশন ভাঙানো হয়। শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করান করান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক ও সিন্ডিকেট সদস্য বিলাল হোসাইন।

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৭ নভেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই মোতাবেক নির্বাচনের রূপরেখাও ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী জানুয়ারি থেকে আবাসন ভাতা পাবেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে বৃত্তির জন্য উপযুক্ত শিক্ষার্থীদের নভেম্বরের মধ্যে যাচাই-বাছাই করার কাজ শেষ করা হবে।

অনশনকারী শিক্ষার্থীদের উদ্দেশে প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ২৭ নভেম্বরের আগেই কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপন করা হবে। ক্যাফেটেরিয়ার খাবারের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে।

আরও পড়ুনতিন দাবিতে ২৪ ঘণ্টা ধরে ৪ শিক্ষার্থীর অনশন, দুজন অসুস্থ১২ ঘণ্টা আগে

এ সময় অনশনে বসা উদ্ভিদ বিজ্ঞানের বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এ কে এম রাকিব বলেন, আমাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। জকসুর রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। আবাসন ভাতার জন্য প্রতিশ্রুত সময়ও দিয়েছে প্রশাসন। কেন্দ্রীয় পাঠাগারে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনশন ভেঙে আন্দোলন প্রত্যাহার করেছি।

সতর্ক করে দিয়ে এ কে এম রাকিব আরও বলেন, যদি প্রশাসন ঘোষিত সময়ের মধ্যে আমাদের দাবিগুলো পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে সমস্ত দায় মাথায় নিয়ে সম্পূর্ণ প্রশাসনকে পদত্যাগ করতে হবে।

এর আগে তিন দফা দাবি আদায়ে গত মঙ্গলবার বেলা দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে অনশন শুরু করেন চারজন শিক্ষার্থী। সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে অনশন কর্মসূচি শুরুর কথা জানানো হয়। অনশনে বসা চার শিক্ষার্থীর মধ্যে তিনজন বাগছাসের নেতা।

আরও পড়ুনজকসু নির্বাচনের রূপরেখা ঘোষণা, ভোট ২৭ নভেম্বর২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ