যুদ্ধবিরতির চুক্তি নিয়ে রাশিয়া ও ইউক্রেন কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। শান্তিচুক্তির জন্য একের পর এক শর্ত দিয়ে যাচ্ছে মস্কো। এখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন দাবি, ইউক্রেনের বর্তমান সরকারকে সরিয়ে সাময়িক একটি প্রশাসনকে ক্ষমতায় বসাতে হবে। ওই প্রশাসনের হাত ধরেই যুদ্ধ বন্ধ হবে।
আজ শুক্রবার রাশিয়ার উত্তরাঞ্চলের মুরমানস্ক বন্দর পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুতিন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় মাতেন তিনি। পুতিন বলেন, ‘আমার মতে, যুক্তরাষ্ট্রে নতুনভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট বিভিন্ন কারণে এ সংঘাত শেষ করার বিষয়ে সচেতন।’
ইউক্রেনে সাময়িক প্রশাসন ক্ষমতায় এলে তাঁদের অধীন নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যুদ্ধ বন্ধ হবে উল্লেখ করে পুতিন বলেন, এ যুদ্ধসহ যেকোনো যুদ্ধে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে রাশিয়া। তবে এমন কোনো সমাধানের জন্য মস্কো কোনো ছাড় দিতে পারবে না। যুদ্ধের সম্মুখসারিতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা কৌশলগতভাবে এগিয়ে রয়েছেন।
তিন বছরের বেশি সময় ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। যুদ্ধ শুরুর পর দেশটিতে সামরিক শাসন জারি করা হয়। স্থগিত হয় নির্বাচন। ফলে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মেয়াদ শেষ হলেও এখনো তিনি ক্ষমতায় রয়েছেন। এ নিয়ে সম্প্রতি আপত্তি তুলেছিলেন ট্রাম্পও। তিনি সরাসরি জেলেনস্কিকে ‘স্বৈরশাসক’ আখ্যা দিয়েছিলেন।
আসলে ট্রাম্প ক্ষমতায় বসার পর থেকে বড় বিপত্তিতে পড়েছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট যেভাবে তাদের এককাট্টা সমর্থন দিয়ে যাচ্ছিলেন, তা থেকে সরে এসেছেন ট্রাম্প। শান্তিচুক্তির প্রচেষ্টার পাশাপাশি কিয়েভের ওপর একপ্রকার চড়াও হয়েছেন তিনি। তবে গতকালের পুতিনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে সরাসরি কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের একজন মুখপাত্র বলেন, ইউক্রেনে ক্ষমতায় কে থাকবে, তা দেশটির সংবিধানের মাধ্যমে নির্ধারিত হবে।
কুরস্কের আরও এলাকা মস্কোর নিয়ন্ত্রণে২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের এক–পঞ্চমাংশ এলাকা এখন রাশিয়ার দখলে। দেশটিতে ইউক্রেন বাহিনীর বিপরীতে ভালো অবস্থানে রয়েছে রুশ বাহিনী। এরই মধ্যে রাশিয়ার কুরস্ক অঞ্চলের আরও একটি গ্রাম ইউক্রেনের হাত থেকে মুক্ত করেছে তারা। গত আগস্টে অতর্কিত অভিযান চালিয়ে অঞ্চলটির বড় অংশ দখল করে নেয় ইউক্রেন বাহিনী।
রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া গ্রামটির নাম জোগোলেভকা। আজ গ্রামটি মুক্ত করা হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে গত তিন সপ্তাহে কুরস্ক অঞ্চলের আরও বেশ কয়েকটি এলাকা নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী। ইউক্রেনের হাতে এখন শুধু এ অঞ্চলে সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।
ধীরে ধীরে কুরস্কের নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে কিয়েভের অবস্থান আরও দুর্বল হয়ে পড়ল। এ অঞ্চলকে চুক্তির জন্য দর–কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছিলেন ভলোদিমির জেলেনস্কি। সে কথা ভেবেই হয়তো চলতি মাসের শুরুর দিকে কুরস্ক সফরে গিয়ে পুতিন বলেছিল, যেকোনো মূল্যে অঞ্চলটি দখলমুক্ত করতে।
আরও পড়ুনসি–পুতিনের মধ্যে শত্রুতা বাধাতে গিয়ে উল্টো বিপদে ট্রাম্প!২৬ মার্চ ২০২৫খনিজ সম্পদ চুক্তির শর্ত চূড়ান্ত হয়নিএদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে যে খনিজ সম্পদ চুক্তি হওয়ার কথা রয়েছে, তার শর্তগুলো এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে ওয়াশিংটন। আজ ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এর আগে চুক্তি নিয়ে ইউক্রেনের কাছে নতুন একটি প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র সরকার।
ওই প্রস্তাবের নথিটি রয়টার্সের হাতে এসেছে। তাতে দেখা গেছে, চুক্তি অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদ থেকে আয় যুক্তরাষ্ট্রকে দিতে হবে। এভাবে বিগত তিন বছর ধরে কিয়েভকে যে পরিমাণ অর্থ ওয়াশিংটন দিয়েছে পরিশোধ করতে হবে। এর সঙ্গে যুক্ত হবে সুদও।
ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী উইলিয়া এসভিরিদেঙ্কো দেশটির আইনপ্রণেতাদের বলেন, যুক্তরাষ্ট্রে নতুন করে যে চুক্তির খসড়া দিয়েছে, সে বিষয়ে ঐকমত্য হলেই ইউক্রেনের অবস্থান সম্পর্কে জানানো হবে। এর আগে এ নিয়ে জনসম্মুখে আলোচনা ক্ষতিকর হতে পারে। আর প্রেসিডেন্ট জেলেনস্কির কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, এখনো চুক্তির কোনো চূড়ান্ত খসড়া হয়নি। বিভিন্ন মন্ত্রণালয়ের নানা পর্যায়ে এখনো আলোচনা চলছে।
আরও পড়ুনকৃষ্ণসাগরে হামলা বন্ধে রাশিয়া–ইউক্রেন সমঝোতা২৫ মার্চ ২০২৫পুতিন–এরদোয়ান ফোনালাপইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে পুতিনের ফোনালাপ হয়েছে। সেখানে এরদোয়ান বলেছেন, আঞ্চলিক সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মস্কো ও আঙ্কারা।
ফোনালাপে ইউক্রেন যুদ্ধের পাশপাশি সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুজন।
দিন কয়েক আগে কৃষ্ণসাগরে নৌযানে হামলা বন্ধ করতে রাজি হয় ইউক্রেন ও রাশিয়া। এ কৃষ্ণসাগরের বিষয়টিও পুতিন ও এরদোয়ানের আলোচনায় উঠে এসেছে। ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার খাবার ও সার রপ্তানির ক্ষেত্রের বাধা দূর করতে এবং নিরাপদে নৌযানের চলাচল নিশ্চিত করতে কৃষ্ণসাগর–সংক্রান্ত উদ্যোগ চালু করা নিয়ে দুই পক্ষের কথা হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ইউক র ন র এরদ য় ন ক ষমত য় ক রস ক
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।