স্প্যানিশ লা লিগায় রোববার (৩০ মার্চ) রাতে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। তারা ৪-১ গোলে হারিয়েছে জিরোনাকে। এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৬ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়িয়েছে বার্সা। সমান ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে রিয়াল আছে দ্বিতীয় স্থানে।
ঘরের মাঠে অবশ্য গোল পেতে বেশ বেগ পেতে হয় কাতালানদের। ম্যাচের ৪৩ মিনিটে আত্মঘাতি খাত থেকে প্রথম গোল পায় তারা। এ সময় জিরোনার লাদিসলাভ ক্রেজসি নিজেই নিজেদের জালে বল জড়িয়ে দেন। প্রথমার্ধে এই একটি গোলই হয়।
বিরতির পর অবশ্য সমতা ফেরায় জিরোনা। ৫৩ মিনিটে তাদের আরনাউত দানজুমা গোল করেন। এরপরের গল্পটুকু অবশ্য কেবলই বার্সার। ম্যাচের ৬১ মিনিটে রবার্ত লেভানডোফস্কি গোল করে এগিয়ে নেন দলকে। ৭৭ মিনিটে তার জোড়া গোল পূর্ণ করলে বার্সা লিড নেয় ৩-১ ব্যবধানে। আর ৮৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় তাদের।
আরো পড়ুন:
উয়েফা, ফিফা ও লা লিগা কর্তৃপক্ষকে ধুয়ে দিলেন কুন্দে
জয়ের পর আনচেলত্তি জানালেন, নজর কেবল ‘তিন পয়েন্টে’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল ব যবধ ন
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে