ঈদের রাতে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কারখানায় ডাকাতি
Published: 1st, April 2025 GMT
ঈদের দিন রাতে ঢাকার ধামরাইয়ে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে একটি কারখানায় ডাকাতি করা হয়েছে।
সোমবার (৩১ মার্চ) রাত ৩টার দিকে বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকওয়া কনজুমার ফুড লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “কারখানার মালিক মো. ওসমান মাহমুদ ধামরাই থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্তে কাজ চলছে।”
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৭ থেকে ১০ জনের অস্ত্রধারী ডাকাতদল কারখানায় ঢুকে নিরাপত্তাকর্মীদের জিম্মি করে। এরপর সাড়ে ৩ লাখ নগদ টাকা ও কম্পিউটারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুট করে।
কারখানার পরিচালক ওসমান মাহমুদ বলেন, “রাতে ডাকাতরা ঢুকে নিরাপত্তাকর্মীদের মারধর করে হাত-পা মুখ বেধে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। পরে সকালে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
ঢাকা/সাব্বির/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।
বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।
ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫