আশাশুনির বিছট এলাকার খোলপেটুয়া নদীর ভেঙে যাওয়া বাঁধে ৪৮ ঘণ্টা পর আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে ভাটার সময় ধীরগতিতে শুরু হয়েছে রিং বাঁধ (বিকল্প বাঁধ) দেওয়ার কাজ। কাজ তদরক করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও সেনাবাহিনীর সদস্যরা। বাঁধ ভেঙে যাওয়ায় আনুলিয়া ইউনিয়নের ১০টি গ্রাম নদীর পানিতে তলিয়ে ২৫ থেকে ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পাঁচ শতাধিক পরিবার ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। কয়েক শ কাঁচা ঘরবাড়ি ধসে পড়েছে।

আরও পড়ুনহঠাৎ বাঁধ ভেঙে আশাশুনিতে ডুবছে একের পর এক গ্রাম০১ এপ্রিল ২০২৫

সাতক্ষীরা থেকে আশাশুনির দূরত্ব ২৫ কিলোমিটার। সেখান থেকে আরও ২৫ কিলোমিটার গেলে আনুলিয়া ইউনিয়ন পরিষদ। পরিষদের দক্ষিণে আরও তিন কিলোমিটার গেলে বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন খোলপেটুয়া নদীর ভাঙনকবলিত এলাকা। সরেজমিনে দেখা যায়, ভাঙনকবলিত এলাকায় যত দূর চোখ যায়, সব পানিতে টইটম্বুর। ভাটায় গ্রামগুলো থেকে পানি নেমে নদীতে যাচ্ছে। বিছট গ্রামের উত্তর-পশ্চিম পাশ দিয়ে রিং বাঁধ দেওয়ার কাজ শুরু করা হয়েছে। সব মিলিয়ে ৩০ থেকে ৩৫ জন রিং বাঁধ দেওয়ার জন্য কাজ করছেন। পাউবোর তত্ত্বাবধানে স্থানীয় ইউপির চেয়ারম্যান ও সেনাবাহিনীর সদস্যরা কাজের তদারক করছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে জোয়ারের পানিতে কয়েকটি গ্রামের ঘরবাড়ি তলিয়ে ভয়াবহ রূপ নিয়েছে। এলাকায় কোনো আশ্রয়কেন্দ্র না থাকায় কয়েক শ পরিবার বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। গবাদিপশু নিয়ে বিড়ম্বনায় পড়েছে তারা। বিছট গ্রামের আবদুল সবুর গাজী (৭৩) তাঁর বাড়ি দেখিয়ে বলেন, বাড়িঘর ছেড়ে দিয়েছেন। গত রোববার রাতে ভাত খেয়েছিলেন। তারপর শুকনা খাবার খেয়ে কোনোরকমে বেঁচে আছেন। প্রতিবেশী লিয়াকত আলীর গাজীর দোতলা বাড়ি দেখিয়ে বলেন, ওই বাড়িটিও ঝুঁকিতে পড়েছে।

একই গ্রামের শ্রমিক আবদুল করিম জানান, কোথাও শুকনা জায়গা নেই যে চুলা জ্বালিয়ে বাচ্চাকাচ্চাদের খাবার রান্না করে দেবেন। প্রতিবেশীদের একই অবস্থা উল্লেখ করে তিনি বলেন, মুড়ি–চিড়া খেয়ে দিন কাটাচ্ছেন। শিশুদের নিয়ে সবাই সমস্যায় রয়েছেন।

বল্লভপুর গ্রামের বাসুদেব দাস জানান, তাঁদের স্বপ্ন ভেঙে গেছে। শ্রমিকের কাজ করে মাটির গাঁথুনি দিয়ে একটি ঘর করেছিলেন। জোয়ারের পানিতে ঘরটি ভেঙে পড়েছে। বাড়ির জিনিসপত্রও সরানো যায়নি। গরু-ছাগলগুলো কোনোরকমে ছেড়ে দিয়েছিলেন। এগুলো বেঁচে আছে কি না জানেন না।

আনুলিয়া গ্রামের পুষ্প রানী মণ্ডলকে (৬০) দেখা যায়, পানির মধ্যে দিয়ে দুটি গরু নিয়ে ডাঙায় আসছেন। তিনি বলেন, ‘বাড়িঘর সব পানিতে ডুবে গেছে। জিনিসপত্র ঘর থেকে নিতে পারিনি। গরু দুডোনে কোনোরকমে বার হতে পারেছি।’ পুষ্প রানীর অসুস্থ স্বামী প্রতিবাস মণ্ডল বলেন, ‘সব শেষ। ৬০ বছরের মধ্যে এমন ভাঙন আর জল দেখেনি। বুঝে ওঠার আগেই সব তলিয়ে গেল।’

বাসুদেবপুর গ্রামের রমজান মোড়ল পানিতে তলিয়ে যাওয়ার কাঁচা ধান কাটচ্ছিলেন। তিনি জানান, তিন বিঘা জমিতে ধান লাগিয়েছিলেন ধান ভালোই হয়েছিল। ৬০ থেকে ৭০ মন ধান হবে বলে আসা করছিলেন। বাধ্য হয়ে কাঁচা ধান কেটে নিচ্ছেন, যদি দু–চার বস্তা ধান পাওয়া যায়, এ আশায়।

পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে আনুলিয়া ইউপির চেয়ারম্যান মো.

রুহুল কুদ্দুস জানান, গত সোমবার রাত থেকে তাঁর ইউনিয়নের মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছে। ঈদে তাঁর ইউনিয়নের মানুষ আনন্দ করতে পারেনি। ইতিমধ্যে বিছট, নয়াখালী, বাসুদেবপুর, বল্লভপুর, আনুলিয়া, চেঁচুয়া, কাকবাশিয়া, চেওটিয়া, কপসান্ডা ও পারবিছট গ্রাম পানিতে তলিয়ে প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। পাঁচ শতাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। চার শতাধিক মাছের ঘের ভেসে গেছে। পাঁচ শতাধিক বিঘার বোরো ধানের খেত তলিয়ে গেছে। কয়েক শ কাঁচা ঘরবাড়ি ধসে গেছে।

আজ সকাল আটটার দিকে রিং বাঁধ দেওয়ার কাজ শুরু করা হয়েছে জানিয়ে ইউপি চেয়ারম্যান বলেন, জিওটিউব দিয়ে আধুনিক পদ্ধতিতে কাজ শুরু করা হয়েছে। তবে ন্যূনতম পাঁচটি বাল্কহেড দরকার, সেখানে পানি উন্নয়ন বোর্ড সরবরাহ করেছে মাত্র দুটি। এ জন্য কাজ চলছে ধীরগতিতে। যত সময়ক্ষেপণ হবে, ততই বাঁধের ভাঙন বাড়বে।

আশাশুনির দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম বলেন, বাল্কহেড পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না দক্ষ শ্রমিক। তারপরও আজ সকাল সাড়ে সাতটার দিকে রিং বাঁধ দেওয়ার কাজ শুরু করেছেন। আধুনিক পদ্ধতির জিওটিউব দিয়ে বাঁধের কাজ চলছে। এটি সফল হলে তিন থেকে চার দিনের মধ্যে পানি আটকানো সম্ভব হবে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ শত ধ ক ঘরব ড়

এছাড়াও পড়ুন:

কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন

টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।

এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।

গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।

প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।

সম্পর্কিত নিবন্ধ