নারী ওয়ানডে বিশ্বকাপে একবারই খেলেছে বাংলাদেশ। বাছাই টুর্নামেন্ট থেকে ২০২২ সালের বিশ্বকাপে উন্নীত হয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। দেশের নারী ক্রিকেটারদের কাছে বিশ্বকাপ খেলা ছিল স্বপ্নপূরণ। আরেকটি বিশ্বকাপ খেলার হাতছানি আছে জ্যোতিদের সামনে। এ জন্য বাংলাদেশ নারী দলকে ৯ এপ্রিল থেকে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট শেষ করতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে। বিশ্বকাপে কোয়ালিফাই করার স্বপ্ন নিয়েই আজ সকাল সোয়া ১০টায় পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন নারী ক্রিকেটাররা।
দেশ ছাড়ার আগমুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধান কোচ সারোয়ার ইমরান বলেন, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’
বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট নিয়ে জ্যোতিদের প্রত্যাশা অনেক। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম। সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড-স্কটল্যান্ডের সঙ্গে খেলব। প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি, তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি, তাহলে ভালো হবে।’
নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ছন্দটা হারিয়ে ফেরে। অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল গড়ায় ভালো করতে পারছিল না। সরাসরি বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জয়। সেটিও হাতছাড়া হয় ২-১ ব্যবধানে সিরিজ পরাজয়ে। বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টেও ওয়েস্ট ইন্ডিজ বড় প্রতিপক্ষ।
বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ডকে নিয়ে লাহোরে অনুষ্ঠিত হবে বাছাই টুর্নামেন্ট। পাকিস্তানের এই ভেন্যু বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাটিংবান্ধব বলে জানান জ্যোতি, ‘পাকিস্তানের উইকেট ব্যাটিংবান্ধব, আবার আমাদের বোলাররাও সব সময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সব সময়। ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি, সেটাই লক্ষ্য থাকবে।’
জ্যোতি ইকোনমি বোলিংয়ের ওপর জোর দেন, ‘দেশের উইকেটে খেলার সময় ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে। কিন্তু দেশের বাইরে উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বোলারদের সঙ্গে এভাবে কথা হয়েছে যেন উইকেটের পেছনে না ছুটে ইকোনমিক্যাল বল করতে পারি।’
টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে। জ্যোতির মতে, ‘প্রস্তুতির জন্য আমরা ঈদে বাসায় যেতে পারিনি। ঈদের আগের দিনও অনুশীলন করতে হয়েছে। সবাই জানে, দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট। কারণ, একটা দল যখন আইসিসির বড় আসর খেলে, মানুষ তখন ভিন্ন দৃষ্টিতে তা দেখে।’
বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ইশমা তানজিম, শারমিন আক্তার সুপ্তা, সুভানা মুসতারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম ত্রিশনা, ফারজানা হক, শানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব শ বক প আম দ র উইক ট
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির।
আরো পড়ুন:
শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪
ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন
পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান, অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।
গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়।
তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”
নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।
ঢাকা/ইভা