Samakal:
2025-05-01@12:04:05 GMT

স্বপ্ন নিয়ে পাকিস্তান যাত্রা

Published: 3rd, April 2025 GMT

স্বপ্ন নিয়ে পাকিস্তান যাত্রা

নারী ওয়ানডে বিশ্বকাপে একবারই খেলেছে বাংলাদেশ। বাছাই টুর্নামেন্ট থেকে ২০২২ সালের বিশ্বকাপে উন্নীত হয়েছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। দেশের নারী ক্রিকেটারদের কাছে বিশ্বকাপ খেলা ছিল স্বপ্নপূরণ। আরেকটি বিশ্বকাপ খেলার হাতছানি আছে জ্যোতিদের সামনে। এ জন্য বাংলাদেশ নারী দলকে ৯ এপ্রিল থেকে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট শেষ করতে হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে। বিশ্বকাপে কোয়ালিফাই করার স্বপ্ন নিয়েই আজ সকাল সোয়া ১০টায় পাকিস্তানের উদ্দেশে রওনা হয়েছেন নারী ক্রিকেটাররা।

দেশ ছাড়ার আগমুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের প্রধান কোচ সারোয়ার ইমরান বলেন, ‘পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’

বিশ্বকাপ বাছাই টুর্নামেন্ট নিয়ে জ্যোতিদের প্রত্যাশা অনেক। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। সে তুলনায় ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কম। সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খেলে এসেছি। তাদের আগে কিন্তু আমরা থাইল্যান্ড-স্কটল্যান্ডের সঙ্গে খেলব। প্রথম দিকে আমরা যদি একটা মোমেন্টাম ক্রিয়েট করতে পারি, তাহলে ভালো হবে। আমাদের ব্যাটিং যদি ভালো করতে পারি, তাহলে ভালো হবে।’ 

নারী চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালোই ছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে ছন্দটা হারিয়ে ফেরে। অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দিয়ে তারুণ্যনির্ভর দল গড়ায় ভালো করতে পারছিল না। সরাসরি বিশ্বকাপ খেলার শেষ সুযোগ ছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জয়। সেটিও হাতছাড়া হয় ২-১ ব্যবধানে সিরিজ পরাজয়ে। বিশ্বকাপ বাছাই টুর্নামেন্টেও ওয়েস্ট ইন্ডিজ বড় প্রতিপক্ষ।

বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ডকে নিয়ে লাহোরে অনুষ্ঠিত হবে বাছাই টুর্নামেন্ট। পাকিস্তানের এই ভেন্যু বেশির ভাগ ক্ষেত্রেই ব্যাটিংবান্ধব বলে জানান জ্যোতি, ‘পাকিস্তানের উইকেট ব্যাটিংবান্ধব, আবার আমাদের বোলাররাও সব সময় অনেক দুর্দান্ত (পারফর্ম করছে)। ব্যাকআপ দেয় তারা সব সময়। ব্যাটিং উইকেটে যেন আমরা আরও ভালো করতে পারি, সেটাই লক্ষ্য থাকবে।’ 

জ্যোতি ইকোনমি বোলিংয়ের ওপর জোর দেন, ‘দেশের উইকেটে খেলার সময় ভালো জায়গায় বল করলে উইকেট চলে আসে। কিন্তু দেশের বাইরে উইকেট নেওয়ার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়। বোলারদের সঙ্গে এভাবে কথা হয়েছে যেন উইকেটের পেছনে না ছুটে ইকোনমিক্যাল বল করতে পারি।’ 

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে। জ্যোতির মতে, ‘প্রস্তুতির জন্য আমরা ঈদে বাসায় যেতে পারিনি। ঈদের আগের দিনও অনুশীলন করতে হয়েছে। সবাই জানে, দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট। কারণ, একটা দল যখন আইসিসির বড় আসর খেলে, মানুষ তখন ভিন্ন দৃষ্টিতে তা দেখে।’

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ইশমা তানজিম, শারমিন আক্তার সুপ্তা, সুভানা মুসতারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদৌস সুমনা, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম ত্রিশনা, ফারজানা হক, শানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বক প আম দ র উইক ট

এছাড়াও পড়ুন:

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।

নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

‘বি’  ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

সম্পর্কিত নিবন্ধ