অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কন্টিনিউইং এডুকেশন বিভাগ ২০২৫–২৬ ও ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য ভিজিটিং ফেলোশিপ দিচ্ছে। এই ফেলোশিপের কেতাবি নাম ‘OUDCE Visiting Fellows Scheme’। এর জন্য চলছে আবেদন। অফিশিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ভিজিটিং ফেলোশিপ এমন ব্যক্তিদের জন্য তৈরি, যাঁরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুযোগগুলো কাজে লাগানোর অবস্থানে আছেন এবং যাঁরা সমৃদ্ধ শিক্ষার পরিবেশে স্বতন্ত্র কিছু যোগ করতে পারবেন।

আরও পড়ুনআইপিসিসি স্কলারশিপ, বছরে ১৫ হাজার ইউরোর সঙ্গে নানা সুযোগ০১ এপ্রিল ২০২৫

ফেলোশিপের অংশ হিসেবে ভিজিটিং ফেলোরা নিজেদের দক্ষতা অন্যদের সঙ্গে শেয়ার করার সুযোগ পাবেন। ফেলোদের ডিপার্টমেন্টের লার্নিং রিসার্চ ফোরামে গবেষণা ও অনুশীলনের ওপর এক বা একাধিক বক্তৃতা প্রদান করতে হবে। উপরন্তু তাঁরা তাঁদের পছন্দের বিষয়ের ওপর একটি কর্মশালা বা সেমিনারের আয়োজন করবেন।

ফাইল ছবি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ডিএইচএস মোটরস দেশে আনল চীনের ‘জিএসি’ ব্র্যান্ডের গাড়ি

ডিএইচএস মোটরস লিমিটেড তার পোর্টফোলিওতে যুক্ত করেছে আরেকটি আন্তর্জাতিক ব্র্যান্ড চীনের ‘জিএসি’। জিএসি চীনের পঞ্চম বৃহত্তম অটোমোবাইল নির্মাতা। নিজস্ব গাড়ির পাশাপাশি জিএসি চীনে হোন্ডা এবং টয়োটা গাড়ির যৌথ উদ্যোগ অংশীদার।

বৃহস্পতিবার (১ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকা মোটর শোতে এ খ্যাতনামা ব্র্যান্ড উদ্বোধন করা হয়।

বাংলাদেশে জিএসির যে মডেলগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো হলো— কমপ্যাক্ট এসইউভি জিএসি EMKOO, ছোট ও স্পোর্টি এসইউভি জিএসি EMZOOM এবং বিলাসবহুল এমপিভি জিএসি E9।

বাংলাদেশের বাজারে জিএসি উদ্বোধনের মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পকে আরো শক্তিশালী করল ডিএইচএস মোটরস লিমিটেড।

অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যতে ডিএইচএস মোটরস লিমিটেড জিএসির ইভি মডেল যুক্ত করে তাদের মডেল লাইনআপ বাড়ানোর পরিকল্পনা করছে। এছাড়া, ডিএইচএস খুব শিগগিরই দেশে জিএসি গাড়ির অ্যাসেম্বলি শুরু করার পরিকল্পনা করছে।

অনুষ্ঠানে ডিএইচএস মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান জামান খান, জেনারেল ম্যানেজার আরমান রশীদ ও ফারহান সামাদ, জিএসির কান্ট্রি ম্যানেজার ড্যানিয়েল ঝাউ, রেমন ওয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ