যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের প্রতি ফরাসি প্রেসিডেন্টের আহ্বান
Published: 4th, April 2025 GMT
যুক্তরাষ্ট্রে পরিকল্পিত বিনিয়োগ স্থগিত করতে ইউরোপের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর বিশ্বজুড়ে উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পরিপ্রেক্ষিতে ফরাসি প্রেসিডেন্ট এমন আহ্বান জানান।
শুক্রবার (৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের শিল্প প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে ম্যাক্রোঁ এ আহ্বান জানান।
তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বিষয়গুলো স্পষ্ট না হওয়া পর্যন্ত সম্প্রতি ঘোষিত বিনিয়োগসমূহ স্থগিত করা উচিত।”
ফরাসি শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম যুক্তরাষ্ট্রে শিপিং লজিস্টিকস প্রদান ও টার্মিনাল নির্মাণে ২ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করার কয়েক সপ্তাহ পর এ মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট। এর আগে ডোনাল্ড ট্রাম্প ওই পরিকল্পনার প্রশংসা করেছিলেন।
গত মাসের শেষ দিকে ফরাসি বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রে ৭০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়।
তবে বৈঠকে ম্যাক্রোঁর বিনিয়োগ স্থগিতের প্রস্তাবের পর তাৎক্ষণিক কেউ মন্তব্য করেনি।
ট্রাম্প আরোপিত শুল্ককে ‘কঠোর ও ভিত্তিহীন’ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি ধাক্কা বলে আখ্যায়িত করেছেন ফরাসি প্রেসিডেন্ট।
ঢাকা/ইভা
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন