সাফের গঠনতন্ত্র সংশোধন, সালাউদ্দিনকে মনোনয়ন দেবে বাফুফে?
Published: 5th, April 2025 GMT
শ্রীলঙ্কার কলম্বোতে গতকাল হয়ে গেল সাফের বিশেষ সাধারণ সভা। সেখানে এ অঞ্চলের ফুটবলের উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে সবাই। বিশেষ সাধারণ সভার উদ্দেশ্য ছিল মূলত গঠনতন্ত্র সংশোধন।
সর্বসম্মতিক্রমে সে সংশোধনী আনা হয়েছে। এখন থেকে সাফের নির্বাচনে অংশগ্রহণের বয়সসীমা থাকছে না। বিদ্যমান গঠনতন্ত্রে সাফের নির্বাচনের সময় বয়স ৭০ বছরের নিচে থাকা বাধ্যতামূলক ছিল। বয়সের সীমা উঠে যাওয়ায় সাফের বর্তমান সভাপতি সালাউদ্দিনের আগামী নির্বাচনে অংশগ্রহণের পথে বাধা দূর হয়ে গেল। অবশ্য সালাউদ্দিনকে সাফের নির্বাচনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মনোনয়ন দেবে কিনা সেটি বড় প্রশ্ন।
দক্ষিণ এশিয়ার ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু দিন ধরে সাফে শক্তিশালী ও দীর্ঘস্থায়ী নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করছিল সদস্য রাষ্ট্রগুলো। সে লক্ষ্যে গঠনতন্ত্রের আর্টিক্যাল ৩১.
গতকালের সভায় সংশোধন ছিল কেবল সময়ের ব্যাপার। এ সংশোধনের ফলে সাফের বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন পুনরায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। ১৯৫৪ সালে জন্মগ্রহণ করা সালাউদ্দিনের বয়স আগামী বছর হতে যাওয়া নির্বাচনের সময় হবে ৭২। আগের গঠনতন্ত্রে তিনি অযোগ্য ছিলেন। ২০০৮ সালে বাফুফে সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন। এর পরের বছর সাফের সভাপতি হন তিনি। ২০০৯ সাল থেকে টানা চার বার সাফের সভাপতি পদে রয়েছেন তিনি।
সাফের গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের ৪ নম্বর ধারায় রয়েছে, নির্বাহী কমিটির যেকোনো পদ সভাপতিসহ টানা তিনবার বা সব মিলিয়ে তিন বার বা ১২ বছরের অধিক সময়কাল কেউ অধিষ্ঠিত থাকতে পারবেন না। এ সংশোধনী আনা হয় ২০২২ সালে। ফলে সালাউদ্দিনের ২০১৮-২০২২ সালের দায়িত্ব পালনের মেয়াদ এ আওতায় পড়েনি। ফলে ২০২৬ সালে পুনরায় সভাপতি নির্বাচন করতে পারবেন তিনি। তখন নির্বাচিত হলে এ আইনের আলোকে সেটি হবে তাঁর শেষ মেয়াদ।
অবশ্য সুযোগ সৃষ্টি হলেও সালাউদ্দিনের আগামী নির্বাচনে অংশ নেওয়াটা নির্ভর করছে বাফুফের বর্তমান নেতৃবৃন্দের ওপর। কারণ সাফের নির্বাচন করতে হলে সংশ্লিষ্ট ফেডারেশনের মনোনয়ন লাগে। বাফুফের মনোনয়ন না পেলে তিনি প্রার্থী হতে পারবেন না। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সালাউদ্দিনকে বাফুফের বর্তমান কমিটি মনোনয়ন দেওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। অবশ্য বর্তমান সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সালাউদ্দিনের বেশ সখ্য রয়েছে। সেই সম্পর্কের সুবাদে মনোনয়ন পেয়েও যেতে পারেন।
গতকালের বিশেষ সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন এএফসি সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। তিনি এ অঞ্চলের ফুটবলের উন্নয়নের জন্য স্কুল ফুটবলের ওপর গুরুত্ব আরোপ করেছেন। উপস্থিত বিভিন্ন দেশের নেতৃবৃন্দ তাঁর সঙ্গে একমত হয়েছেন। এ বিশেষ সভায় আগামী জুনের শেষ সপ্তাহে হতে যাওয়া সিনিয়র সাফ চ্যাম্পিয়নশিপের ভেন্যু নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। শ্রীলঙ্কা আগ্রহ প্রকাশ করলেও সাফের মার্কেটিং পার্টনার এখনও সম্ভাব্যতা যাচাই করে দেখছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: স ফ চ য ম প য়নশ প ক জ স ল উদ দ ন গঠনতন ত র প রব ন ফ টবল
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত