নিরিবিলি নির্জন সৈকত। তেমন ভিড় নেই বললেই চলে। সৈকতের বালুতটে আছড়ে পড়ছে নীল ঢেউ। অপরূপ এই সৈকত কক্সবাজারের টেকনাফে। পৃথিবীর দীর্ঘতম কক্সবাজার সৈকতের শেষ প্রান্তে এর অবস্থান। ভিড়ে গিজগিজ করা কক্সবাজারের সুগন্ধা আর কলাতলী সৈকতে না গিয়ে অনেক পর্যটক এবার ছুটে এসেছেন টেকনাফের এই সৈকতে।

কক্সবাজার শহরের সুগন্ধা, কলাতলী ও লাবণী পয়েন্টের ৫ কিলোমিটারে এখন পর্যটকদের ভিড়ে পা ফেলার জো নেই। আজ শনিবার বিকেল পর্যন্ত ঈদের ছুটির ৫ দিনে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছেন অন্তত ৮ লাখ পর্যটক। শহরের ৫ শতাধিক হোটেল–মোটেল–রিসোর্ট–কটেজের কোনো কক্ষ এখন খালি নেই। হোটেলগুলোর দৈনিক ধারণক্ষমতা ১ লাখ ৮৭ হাজার। জায়গার সংকুলান না হওয়ায় দুজন থাকার একটি কক্ষে গাদাগাদি করে পাঁচ-সাতজনও থাকছেন। এমন পরিস্থিতিতে বহু পর্যটক দূরের নিরিবিলি ও নির্জন এলাকা বেছে নিচ্ছেন।

অনেক পর্যটক ছুটছেন দৃষ্টিনন্দন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ ধরে টেকনাফের দিকে। ৮৪ কিলোমিটার মেরিন ড্রাইভের শেষ প্রান্ত টেকনাফ সৈকত যেন রূপের বাহার নিয়ে সেজেছে।

আজ দুপুর ১২টায় টেকনাফ সৈকতে গিয়ে দেখা গেছে, সৈকতে প্রায় হাজারখানেক পর্যটক। পাশাপাশি টেকনাফের বিভিন্ন বিনোদনকেন্দ্রেও ছিল উপচে পড়া ভিড়। স্থানীয় পুলিশ ও হোটেল-রেস্তোরাঁমালিকদের দেওয়া তথ্যমতে, আজ টেকনাফ সৈকতে এসেছেন প্রায় ৩০ হাজার পর্যটক। আগের দিন শুক্রবার এই সংখ্যা ছিল ৬০ হাজারের বেশি। সমুদ্রসৈকতে গোসল সেরে পর্যটকেরা ছুটছেন টেকনাফ থানার অভ্যন্তরে ঐতিহাসিক মাথিনের কূপ দেখতে।

মাথিনের কূপ দেখে অনেকে নাফ নদীর তীরে নেটং (দেবতা) পাহাড়ে গেছেন। সেখানে দাঁড়িয়ে নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য এবং নাফ নদীর বুকে জেগে ওঠা দ্বীপ ‘জালিয়ার দিয়া’ দেখা যায়। জালিয়ার দিয়ার পাশে টেকনাফ স্থলবন্দর। তার কিছুটা উত্তরে বন বিভাগের নেচার পার্ক এবং চার শ বছরের পুরোনো হোয়াইক্যং পাহাড়ের প্রাকৃতিক কুদুমগুহা।

মেরিন ড্রাইভের সর্বশেষ প্রান্তে তৈরি হচ্ছে সাবরাং ট্যুরিজম পার্ক। পার্কের পূর্ব পাশে সাবরাং ইউনিয়ন, পশ্চিম পাশে সমুদ্রসৈকত। পার্কের ঘড়ি ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে পর্যটকেরা ছবি তুলেছেন। দেখেছেন সাগরের নীল ঢেউ।

ভাস্কর্যের সামনে কথা হয় ঢাকার মালিবাগের নজরুল ইসলামের সঙ্গে। তাঁর সঙ্গে আছেন মা–বাবাসহ পরিবারের ৬ সদস্য। গত বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে তাঁরা কক্সবাজার শহরে পৌঁছান। নজরুল (৩৪) বলেন, গতকাল শুক্রবার বিকেলে সুগন্ধা পয়েন্টে নেমে লাখো মানুষের উপস্থিতি দেখে সবাই হতবাক হয়েছেন। এত কোলাহল পছন্দ নয় তাঁদের। তাই নিরিবিলি পরিবেশ খুঁজতে মাইক্রো নিয়ে আজ সকালে মেরিন ড্রাইভে এসেছেন। সেখান থেকে টেকনাফ সৈকতে।

তাঁর বোন কামরুন্নেছা (২২) বলেন, মেরিন ড্রাইভের এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্রসৈকত। এত সুন্দর সড়ক দেশের অন্য কোথাও আছে কি না জানা নেই। মেরিন ড্রাইভের টেকনাফ অংশ আরও সুন্দর। এখানে শত শত রঙিন নৌকা পড়ে আছে। সমুদ্রের পানিও বেশ স্বচ্ছ। মেরিন ড্রাইভের পাশে শিশুপার্ক। সেখানে স্থানীয়দের পাশাপাশি পর্যটকেরাও শিশুদের নিয়ে আনন্দে মেতেছে।

পার্কের দক্ষিণ পাশে দুটি রেস্তোরাঁ। সেখানে ঘরোয়া পরিবেশে মিলছে মাছ, মাংস, সবজি আর ভর্তা। দামটাও হাতের নাগালে। মেরিন ড্রাইভের উন্মুক্ত পরিবেশেও চেয়ার-টেবিল বসিয়ে ফুচকা, চটপটি, ছোলা, সেদ্ধ ডিম, নুডলস, চা, কফি বিক্রি করছে কিছু ভ্রাম্যমাণ দোকান। সেখানেও ভিড় করছিলেন পর্যটকেরা।

টেকনাফ সৈকতের দৃষ্টিনন্দন রঙিন নৌকার পাশে দাঁড়িয়ে অনেকে ছবি তুলেছেন, কেউ কেউ ভিডিও চিত্র ধারণ করেছেন। ঢাকার কমলাপুর থেকে স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে টেকনাফ সৈকত ঘুরতে এসেছিলেন স্কুলশিক্ষক সাজ্জাদুল হক (৪৭)। তিনি বলেন, মেরিন ড্রাইভে দেখার অনেক কিছু আছে। টেকনাফ সৈকত অনেক সুন্দর।

টেকনাফের সাতটি হোটেলের কোনোটিতেই কক্ষ খালি নেই বলে জানালেন হোটেলমালিকেরা। এসব হোটেলে দৈনিক ৭ শতাধিক মানুষের রাতযাপনের ব্যবস্থা আছে। হোটেল দ্বীপ প্লাজার একজন কর্মচারী বলেন, বেশির ভাগ পর্যটক কক্সবাজার থেকে সকালে রওনা দিয়ে দুপুরে টেকনাফ পৌঁছান। দর্শনীয় স্থান ঘুরে বিকেল পাঁচটার দিকে টেকনাফ ত্যাগ করেন।

হোটেলমালিকেরা জানান, ঈদের ছুটির গত ৫ দিনে অন্তত দেড় লাখ পর্যটক টেকনাফ সৈকত ভ্রমণ করেছেন। ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত পর্যটকের সমাগম লেগে থাকবে। রঙিন নৌকা আর নিরিবিলি সৈকত এখানকার প্রধান আকর্ষণ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স কত র এস ছ ন

এছাড়াও পড়ুন:

ট্রাম্পের সঙ্গে তাল মেলাতে আইএমএফ-বিশ্বব্যাংককে যা করতে হবে

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক এখন কঠিন এক অবস্থায় রয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে এই দুই সংস্থা বৈশ্বিক নিয়মনীতির রক্ষক এবং উন্নয়নের সহযোগী হিসেবে কাজ করেছে। কিন্তু আজ তারা একদিকে যুক্তরাষ্ট্রের মতো জাতীয়তাবাদী ও ক্ষমতাধর অংশীদারের মুখোমুখি, অন্যদিকে রয়েছে বাকি বিশ্ব।

তারা যদি সত্য কথা বলে, তাহলে ট্রাম্প প্রশাসনের রোষানলে পড়তে পারে; আর চুপ থাকলে তাদের নিজেদের বৈধতা ও দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠবে। এই দ্বিধার বাস্তব উদাহরণ দেখা গেছে আইএমএফ ও বিশ্বব্যাংকের সাম্প্রতিক বসন্তকালীন বৈঠকে।

আইএমএফের কাজ হলো দেশগুলোর মুদ্রা বিনিময় হার এবং এমন নীতিগুলো নজরে রাখা, যেগুলো বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতায় প্রভাব ফেলে। যেসব দেশ প্রতিবেশীদের ক্ষতি করে, তাদের দায়ী করাই সংস্থাটির নীতিগত দায়িত্ব।

এখন পর্যন্ত আইএমএফ যুক্তরাষ্ট্রকে প্রকাশ্যে নিয়মভঙ্গকারী বলেনি। তবে আইএমএফের প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা যুক্তরাষ্ট্রের শুল্কনীতিকে ‘অত্যধিক অনিশ্চয়তা’ তৈরি করছে বলে মন্তব্য করেছেন এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা রক্ষার প্রয়োজনীয়তার কথা বলেছেন।

আরও পড়ুনট্রাম্পের দুনিয়া যখন বিভিন্ন ‘দুর্গের এক সমাবেশ’২৭ এপ্রিল ২০২৫

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গাও বলেন, বিশ্বব্যাংক তার মূল লক্ষ্য-উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস নিয়ে কাজ করছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইউএসএআইডি বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পে বড় আঘাত এসেছে। কারণ, ইউএসএআইডি ছিল এসব প্রকল্পের প্রধান সহায়ক।

বঙ্গা এ বিষয়ে কিছু না বলে কর্মসংস্থান এবং প্রযুক্তিনিরপেক্ষ জ্বালানি নিয়ে কথা বলেছেন, যা মার্কিন প্রশাসনের জলবায়ুবিরোধী অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে কীভাবে আইএমএফ ও বিশ্বব্যাংক সম্পর্ক বজায় রাখবে, সেটিই ঠিক করে দেবে তাদের ভবিষ্যৎ কার্যকারিতা। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম ১০০ দিনেই বোঝা গেছে, এদের জন্য সামনে কী ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

প্রথমত, এই সংস্থাগুলো সরাসরি টার্গেটে পড়তে পারে। ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টারসহ অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যেই ট্রাম্পের নিয়ন্ত্রণে চলে গেছে। বড় এনজিও ও দাতব্য সংস্থাগুলোও তহবিল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুনডলারের সিংহাসন কি কেঁপে উঠছে২৮ এপ্রিল ২০২৫

আইএমএফ ও বিশ্বব্যাংকের নামও এসেছে প্রজেক্ট ২০২৫-এ, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের নীতির খসড়া। পাশাপাশি, গত ৪ ফেব্রুয়ারি ট্রাম্প আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ১৮০ দিনের মধ্যে পর্যালোচনার আদেশ দেন। যদিও এই টিম বরখাস্ত হয়ে গেছে, তবে ট্রাম্প প্রশাসনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত গ্রহণের ধারা দেখে মনে হয়, এটা তাদের পথে বাধা হবে না।

দ্বিতীয়ত, ভিত্তিহীন হুমকিকে গুরুত্ব না দেওয়াই ভালো। উদাহরণ হিসেবে, মার্চে কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি ট্রাম্পকে সরাসরি জানান, কানাডার সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রকে সম্মান করতে হবে। ট্রাম্প আগের প্রধানমন্ত্রী ট্রুডোকে প্রায়ই ‘গভর্নর’ বলতেন। কিন্তু কার্নির দৃঢ় অবস্থানে সেই হুমকি কার্যকর হয়নি, কারণ, এতে রাজনৈতিক সমর্থন ছিল না।

তবে আইএমএফ ও বিশ্বব্যাংকের জন্য বিষয়টি আরও জটিল। বসন্তকালীন বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট দুই সংস্থাকে সমালোচনা করলেও বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের নেতৃত্বে থাকবে ও বৈশ্বিক প্রভাব বাড়াবে।

এখন অন্য দেশগুলোর ভাবতে হবে, তারা কতটা প্রস্তুত, যদি একটিমাত্র দেশ এককভাবে এমন সংস্থাগুলোর ভবিষ্যৎ নির্ধারণ করতে চায়—যদিও এগুলো সব দেশের টাকায় চলে।

যদিও ট্রাম্প ইউএসএআইডি বন্ধ করে দিয়েছেন, যার ফলে লাখ লাখ শিশু চিকিৎসা পাবে না, বহু মানুষ ম্যালেরিয়ায় মারা যাবে এবং পোলিওতে পঙ্গু হয়ে পড়বে; তারপরও আমেরিকানদের বড় অংশ বিদেশি সহায়তার পক্ষে।

তৃতীয়ত, কেউই একা নয়। আইএমএফ ও বিশ্বব্যাংক কেবল নিজেদের সিদ্ধান্তে নয়, বরং বৈশ্বিক একটি ব্যবস্থার অংশ হিসেবে কাজ করে। যেমন কিছু মার্কিন আইনজীবী প্রতিষ্ঠান ট্রাম্পের বেআইনি আদেশ মানতে গিয়ে বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে। এমনটাই হয়েছে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও, যারা সরকারি হস্তক্ষেপে একাডেমিক স্বাধীনতা হারিয়েছে।

আইএমএফের কার্যকারিতা নির্ভর করে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক ও নীতিনির্ধারকদের আস্থার ওপর। সেই আস্থা বজায় রাখতে হলে নিরপেক্ষ বিশ্লেষণ ও তথ্য উপস্থাপন করতে হবে। বিশ্বব্যাংকের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তারা যে অবকাঠামো বা জ্বালানি প্রকল্প করে, তা উন্নয়নশীল দেশগুলোর মান নির্ধারণে বড় ভূমিকা রাখে।

চতুর্থত, ট্রাম্প ব্যক্তি–সম্পর্ককে অনেক গুরুত্ব দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি থেকে শুরু করে ব্রিটেনের কিয়ার স্টারমার ও ইতালির মেলোনির মতো নেতারা ট্রাম্পকে সন্তুষ্ট রাখতে সৌজন্য দেখিয়েছেন। তবে বড় প্রতিশ্রুতি দেননি।

আইএমএফ ও বিশ্বব্যাংকের মতো সংস্থার জন্য এটি নতুন অভিজ্ঞতা, কারণ, তারা সাধারণত কাজ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর ও কংগ্রেসের সঙ্গে। এখন তাদের হোয়াইট হাউসের সঙ্গে সরাসরি কৌশলী সম্পর্ক গড়তে হবে।

আরও পড়ুনট্রাম্পের শুল্কনীতি কি যুক্তরাষ্ট্রের শিল্প উৎপাদনের সুদিন ফেরাবে২৬ এপ্রিল ২০২৫

সবশেষে, এই সংস্থাগুলোর মনে রাখা দরকার, শুধু মার্কিন প্রশাসন নয়, যুক্তরাষ্ট্রের জনগণও তাদের গুরুত্বপূর্ণ অংশীদার। ১৯৯০-এর দশকে দারিদ্র্যপীড়িত দেশের ঋণ মওকুফে মার্কিন ধর্মীয় সংগঠনগুলোর সমর্থন আইএমএফ ও বিশ্বব্যাংকের পক্ষেও সহায়ক হয়েছিল।

যদিও ট্রাম্প ইউএসএআইডি বন্ধ করে দিয়েছেন, যার ফলে লাখ লাখ শিশু চিকিৎসা পাবে না, বহু মানুষ ম্যালেরিয়ায় মারা যাবে এবং পোলিওতে পঙ্গু হয়ে পড়বে; তারপরও আমেরিকানদের বড় অংশ বিদেশি সহায়তার পক্ষে।

অর্ধেকের বেশি মানুষ প্রতিবছর দান করেন, চারজনের একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন এবং ১৯৬১ সাল থেকে প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষ পিস কর্পসে অংশ নিয়েছেন।

সুতরাং, আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বের উচিত—কখন প্রতিবাদ জানাতে হবে আর কখন কৌশলী হতে হবে, সেই ভারসাম্য বজায় রাখা। শুধু ট্রাম্পকে খুশি রাখলেই হবে না, তাদের দায়িত্ব রয়েছে গোটা বিশ্বের প্রতিও।

নাইরি উডস অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাভাটনিক স্কুল অব গভর্নমেন্টের ডিন

স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট, অনুবাদ: সারফুদ্দিন আহমেদ

সম্পর্কিত নিবন্ধ