চট্টগ্রামের ফটিকছড়ির বারোমাসিয়া খালের গতি পরিবর্তন করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পানি উত্তোলন করেছে হালদা ভ্যালি চা বাগান কর্তৃপক্ষ। এ অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্প বসিয়ে একতরফা পানি উত্তোলন না করতে বাগান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিল পাউবো। কিন্তু তারা কোনো সাড়া দেয়নি। অবশেষে গত শুক্রবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং কৃষি সচিব ড.

মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের নির্দেশে হালদা ভ্যালি চা বাগানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় খালের দুই পাশের বাঁধ খুলে দেওয়া এবং পানি উত্তোলনে ব্যবহৃত পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এতে এলাকার ৫০০ একর বোরো ফসল ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে। পর্যাপ্ত পানি পেয়ে কৃষকের মাঝে স্বস্তি ফিরে এসেছে। 
প্রান্তিক কৃষকদের চাষাবাদের সুবিধার্থে ১৯৮০ সালে ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইদিলপুর এলাকায় একটি মাঝারি ধরনের স্লুইসগেট স্থাপন করে সরকার। প্রতিবছর শুষ্ক মৌসুমে এটি ব্যবহার করে শত শত কৃষক বোরো ধান আবাদ করেন। কিন্তু প্রতিবছরই চা বাগান কর্তৃপক্ষের একতরফা পানি উত্তোলনের কারণে চাহিদামতো চাষাবাদ করতে পারেন না কৃষক। এ বিষয়ে সম্প্রতি সমকালে সংবাদ প্রকাশ হয়। 
এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, বাগান কর্তৃপক্ষের একতরফা পানি উত্তোলনের কারণে কৃষকের ক্ষতির বিষয়টি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আমাদের জানিয়েছিলেন। পরবর্তী সময়ে আমি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিলাম। বাগান কর্তৃপক্ষকে ১১ মার্চ তিন দিনের সময় বেঁধে দিয়েছিল পাউবো, কিন্তু তারা আমলে নেয়নি। গত শুক্রবার উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও কৃষি বিভাগের কর্মকর্তাদের নেতৃত্ব পানির ডাইভারশন বন্ধ করা হয় এবং ছয়টি পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ভবিষ্যতে একতরফা পানি উত্তোলন করা হলে হালদা ভ্যালি চা বাগানের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।
বারোমাসিয়া পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুল করিম বলেন, কৃষকরা বোরো ধানে পানি দিতে না পারায় জমি শুকিয়ে যাচ্ছে। ধানগাছ মরে যাচ্ছে। বাগান কর্তৃপক্ষকে বারবার বিষয়টি বলার পরও তারা মানেনি। তাদের স্বেচ্ছাচারিতার কারণে ধান উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ে। অবশেষে খালের পানি খুলে দিয়ে সেচ পাম্প বন্ধ করায় শত শত কৃষক আনন্দিত। এই মৌসুমে বোরো চাষিদের আর সমস্যা হবে না।
 

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

দলগুলো ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে ব্যর্থ হলে সরকার নিজের মতো সিদ্ধান্ত নেবে

জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তাতে উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে অন্তর্বর্তী সরকারকে ঐক্যবদ্ধ দিক-নির্দেশনা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে না পারে, তাহলে সরকার তার মতো করে সিদ্ধান্ত নেবে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের ‘জরুরি সভায়’ এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে সেখানে এক সংবাদ সম্মেলনে সরকারের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সংবাদ সম্মেলনে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে বলা হয়েছে, সনদের সংবিধান-সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে।

তবে গণভোট কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার ভার সরকারের ওপর ছেড়ে দিয়েছে ঐকমত্য কমিশন। সরকার সিদ্ধান্ত নেবে গণভোট কি জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে হবে, নাকি আগে হবে। এসব সুপারিশ জমা দেওয়ার পর রাজনৈতিক দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে। এ রকম পরিস্থিতিতে আজ জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।

সংবাদ সম্মেলনে কথা বলছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

সম্পর্কিত নিবন্ধ