গুগলের কুইক শেয়ার অ্যাপ ব্যবহার করে তারের সংযোগ ছাড়াই আশপাশে থাকা নির্দিষ্ট স্মার্টফোন, ল্যাপটপ বা কম্পিউটারে দ্রুত ফাইল আদান-প্রদান করা যায়। তাই অনেকেই নিয়মিত অ্যাপটির মাধ্যমে তথ্য আদান-প্রদান করেন। ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়তা পেলেও অ্যাপটির উইন্ডোজ সংস্করণে ভয়ংকর এক নিরাপত্তাত্রুটির সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সেফব্রিচ ল্যাবসের গবেষকেরা।

সেফব্রিচ ল্যাবসের তথ্যমতে, কুইক শেয়ার অ্যাপের উইন্ডোজ সংস্করণে ‘সিভিই-২০২৪-১০৬৬৮’ নামের ত্রুটি শনাক্ত হয়েছে। এই ত্রুটির কারণে ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই যেকোনো ল্যাপটপ বা কম্পিউটারে ফাইল পাঠানো যায়। এর ফলে ম্যালওয়্যারযুক্ত ফাইল পাঠিয়ে দূর থেকে নির্দিষ্ট ল্যাপটপ বা কম্পিউটার অকার্যকর করার পাশাপাশি সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে সাইবার অপরাধীরা।

আরও পড়ুনফোন থেকে কম্পিউটারে ছবি নেবেন যেভাবে০১ জানুয়ারি ২০২৩

কুইক শেয়ার অ্যাপে যখন কোনো ফাইলের নাম একটি ইউটিএফ-৮ বাইট দিয়ে শুরু হয়, তখন ডিনায়েল অব সার্ভিস বা ডিওএস ঘরানার ত্রুটিটি সক্রিয় হয়। ত্রুটিটির বিষয়ে সেফব্রিচের গবেষক ওর ইয়ার বলেন, 'এ গবেষণা শুধু কুইক শেয়ার অ্যাপের ওপর করা হলেও এর প্রভাব পুরো সফটওয়্যার খাতের জন্যই গুরুত্বপূর্ণ। সফটওয়্যার যত জটিলই হোক, মূল কারণ চিহ্নিত করে দ্রুত সমাধান করা জরুরি।’

আরও পড়ুনফোন থেকে ফোনে নম্বর স্থানান্তর করবেন যেভাবে২৫ জুন ২০২৩

প্রসঙ্গত, সেফব্রিচ ল্যাবস গত বছরের আগস্টে গুগলকে কুইক শেয়ার অ্যাপে ‘কুইকশেল’ নামের একটি ত্রুটিসহ ১০টি নিরাপত্তা–দুর্বলতা থাকার বিষয়ে সতর্ক করেছিল। এরপর গুগল নিরাপত্তাত্রুটিগুলোর সমাধান করে কুইক শেয়ার ফর উইন্ডোজের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করে। তবে সেফব্রিচের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, আগে শনাক্ত হওয়া দুটি ত্রুটি পুরোপুরি সমাধান হয়নি।

সূত্র: দ্য হ্যাকার নিউজ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স স করণ ব যবহ র

এছাড়াও পড়ুন:

বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ

বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

নিয়োগপ্রাপ্তরা ওয়েব ও মোবাইল ভিত্তিক সফটওয়্যার, ডেটাবেজ পরিচালনা, রিপোর্টিং ব্যবস্থা ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে নিয়োজিত হবেন। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ৫ বছর এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, ন্যূনতম CGPA ৩.০০।

চাকরির স্থান প্রশিকার সদর দপ্তর, ঢাকা, বয়সসীমা ৩৫ বছর, এবং ৬ মাসের প্রোবেশন পিরিয়ড রয়েছে।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫, আবেদন ফি ৫০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে।

একনজরে

পদ: সিনিয়র ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার

সংখ্যা: ২

যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, CGPA ৩.০০+

অভিজ্ঞতা: ৫ বছর (সিনিয়র), ২ বছর (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)

বয়স: ৩৫ বছর

আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন৩ ঘণ্টা আগে

চাকরির স্থান: সদর দপ্তর, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

আবেদন ফি: ৫০০ টাকা

যোগাযোগ: ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, মিরপুর-২, ঢাকা। ই–মেইল: [email protected]

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ