মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বাণে রীতিমতো ক্ষতবিক্ষত হতে শুরু করেছে বাজার। এই ধাক্কায় গত তিন দিনে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজার, মুদ্রা, তেল ও সোনার বাজার পড়ে গেছে। শেয়ারের দাম কমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদমূল্য অনেকটা কমে গেছে।

এর মধ্যেও কিছু ধনীর সম্পদমূল্য বেড়েছে। তবে দেখা গেছে, বিশ্বের শীর্ষ ১০ ধনীর কারও সম্পদমূল্য আজও বাড়েনি। এর মধ্যে ছয় জনের সম্পদ মূল্য অপরিবর্তিত আছে আর বাকি চার জনের কমেছে। এই ১০ জনের মধ্যে আছেন ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, জেফ বেজোস, ওয়ারেন বাফেট প্রমুখ।

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় গতকাল বিকেল পাঁটটা থেকে আজ রোববার দুপুর পর্যন্ত সবচেয়ে বেশি সম্পদমূল্য বেড়েছে ইতালির ধনী সান্দ্রো ভেরনোসি অ্যান্ড ফ্যামিলির। গতকাল তাঁর সম্পদমূল্য বেড়েছে ১১০ মিলিয়ন বা ১১ কোটি ডলার। সার্বিকভাবে তাঁর সম্পদমূল্য ১ দশমিক ৭ বিলিয়ন বা ১৭০ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় ১ হাজার ৯৯৯। অর্থাৎ বেশ নিচের দিকেই তাঁর অবস্থান। ইতালিতে তাঁর হোসিয়ারি ও ল্যানজারি বিক্রির খুচরা বিক্রয় চেইন আছে, যার নাম ওনিভার্স। বিশ্বের ৫৭টি দেশে এই চেইনের ৫ হাজার ৬০০টি দোকান আছে।

সম্পদমূল্য বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন অ্যালিস শোয়ার্তজ। ওষুধের প্রয়োজনীয় উপকরণ বিক্রি করেন তিনি। গতকাল তাঁর সম্পদমূল্য বেড়েছে ৬২ মিলিয়ন বা ৬ কোটি ২০ লাখ ডলার। তাঁর মোট সম্পদমূল্য ১ দশমিক ৭ বিলিয়ন বা ১৭০ কোটি ডলার। সামগ্রিকভাবে ফোর্বস ম্যাগাজিনের ধনীদের তালিকায় তাঁর অবস্থান ২০১১তম।

সম্পদমূল্য বৃদ্ধির দিক থেকে তৃতীয় স্থানে আছেন আলেসান্দ্রো বেইলার্স গল অ্যান্ড ফ্যামিলি। গতকাল তাঁর সম্পদমূল্য বেড়েছে ৪৮ মিলিয়ন বা ৪ কোটি ৮০ লাখ ডলার। আলেসান্দ্রোর সঙ্গে তাঁর পাঁচ ভাইও এই সম্পদের মালিক। তাঁরা মূলত পিতার পারিবারিক ব্যবসার উত্তরাধিকারী হয়েছেন। আলেসান্দ্রো গ্রুপ ব্যালের প্রেসিডেন্ট। এই গোষ্ঠী বিমা, পেনশন তহবিলসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে থাকে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড শাওমির সহপ্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লেই জুন আছেন তালিকায় চতুর্থ স্থানে। অর্থাৎ গতকাল সম্পদ বৃদ্ধির দিক থেকে তিনি ছিলেন চতুর্থ। গতকাল তাঁর সম্পদমূল্য বেড়েছে ৩৪ মিলিয়ন বা ৩ কোটি ৪০ লাখ ডলার। তাঁর মোট সম্পদমূল্য ৩৮ দশমিক ৮ বিলিয়ন বা ৩ হাজার ৬৮০ কোটি ডলার। সম্পদমূল্যের দিক থেকে ফোর্বস ম্যাগাজিনের তালিকায় তাঁর অবস্থান সামগ্রিকভাবে ৩৯তম।

প্লাস্টিক পুনর্ব্যবহার উপযোগী করা, যৌগ উপকরণ প্রস্তুতকারক থিও রুসিসের সম্পদমূল্য বেড়েছে ২ দশমিক ৯ বিলিয়ন বা ২৯০ কোটি ডলার। সম্পদমূল্য বৃদ্ধির নিরিখে তাঁর অবস্থান পঞ্চম। সামগ্রিকভাবে তাঁর সম্পদমূল্য ২ দশমিক ৯ বিলিয়ন বা ২৯০ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিনের তালিকায় সামগ্রিকভাবে তাঁর অবস্থান ১ হাজার ২৫৪তম।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষে শুল্ক আরোপের পর বৈশ্বিক বাজারে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ২ এপ্রিল এই শুল্ক আরোপের পর বিশ্বের শীর্ষ ৫০০ ধনী গত বৃহস্পতিবার মোট ২০ হাজার ৮০০ কোটি ডলারের সম্পদ হারিয়েছেন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে এটি এক দিনে চতুর্থ বৃহৎ পতন। কোভিড-১৯ মহামারির পর এত বড় পতন আর হয়নি। ব্লুমবার্গের সম্পদ সূচক অনুসারে, ব্লুমবার্গ যাঁদের সম্পদের হিসাব রাখে, তাঁদের অর্ধেকের বেশি ব্যবসায়ীর এই পরিণতি হয়েছে সেদিন। গড়ে তাঁদের সম্পদমূল্য ৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

ধনীদের সম্পদমূল্য প্রতি মুহূর্তেই বাড়ে বা কমে। মূলত শেয়ারের দামের ওপর নির্ভর করেই প্রতিদিনই তাঁদের সম্পদমূল্যে পরিবর্তন আসে। ফলে বৃহস্পতিবার সম্পদমূল্য হ্রাসের পর আজ আবারও সম্পদমূল্য বেড়েছে এই ধনীদের।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র অবস থ ন গতক ল ত দশম ক

এছাড়াও পড়ুন:

হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ

আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নইলে হোয়াইট হাউসের প্রেস অফিসের মূল অংশে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করে বলেছে, ‘সংবেদনশীল উপকরণ’ সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এ নিষেধাজ্ঞার অর্থ, এখন থেকে যেসব সাংবাদিকের অ্যাপয়েন্টমেন্ট থাকবে না, তাঁরা হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের ‘আপার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। এ অংশে প্রেস সচিব ক্যারোলিন লেভিটের কার্যালয় অবস্থিত।

নতুন এক চিঠিতে বলা হয়েছে, সাংবাদিকদের ‘লোয়ার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশের অনুমতি রয়েছে। এটি হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষের পাশে অবস্থিত। এখানে জুনিয়র প্রেস কর্মকর্তারা কাজ করেন।

এ সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চুয়াং বলেন, সাংবাদিকেরা ওই এলাকায় মন্ত্রিসভার সদস্যদের হঠাৎ ঘিরে ধরেন এবং গোপনে ভিডিও-অডিও ধারণ করেন। যদিও তিনি তাঁর এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) একটি চিঠিতে বলা হয়েছে, নির্দেশ জারি করা হচ্ছে যে প্রেস পাসধারীরা আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওভাল অফিসের পাশে অবস্থিত আপার প্রেসে প্রবেশ করতে পারবেন না।

আরও পড়ুনহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ২৭ বছরের ক্যারোলিনকে বেছে নিলেন ট্রাম্প১৬ নভেম্বর ২০২৪

চিঠিটি লেভিট ও চুয়াংকে পাঠানো হয়েছে। সেখানে আরও বলা হয়, এ পদক্ষেপের লক্ষ্য আপার প্রেসের সংবেদনশীল উপকরণ অননুমোদিত প্রকাশ থেকে রক্ষা করা।

তবে সাংবাদিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নানা বিধিনিষেধ আরোপের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।

হোয়াইট হাউসের ওয়েস্ট উইং। এখানেই ‘আপার প্রেস’ অবস্থিত

সম্পর্কিত নিবন্ধ

  • হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ