Samakal:
2025-11-03@06:57:37 GMT

বৃষ্টির জন্য প্রার্থনা

Published: 6th, April 2025 GMT

বৃষ্টির জন্য প্রার্থনা

আমার কর্মক্ষেত্রের পাশে কিছু দিন ধরে এক রাখালকে দেখছি এক পাল মহিষ দেখভাল করছেন। কৌতূহল নিয়ে এগিয়ে গেলাম। আলাপচারিতায় জানলাম, তাঁর বয়স ৫০ বছর, নাম মো. হেলাল। ছোট ১৪ এবং বড় ১৭টি মিলে ৩১টি  মহিষ দেখাশোনার জন্য তাঁর মালিক তাঁকে প্রতি মাসে ১৭ হাজার টাকা বেতন দেন; সেই সঙ্গে আছে তিনবেলা খাওয়ার ব্যবস্থা। মহিষগুলোর স্থায়ী অবস্থান ছিল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে। সেখানে মহিষগুলোর মালিকের খামারবাড়ি। দীর্ঘদিন বৃষ্টি নেই। নতুন ঘাস গজাচ্ছে না। তা ছাড়া আগের মতো বিস্তীর্ণ গো-চারণভূমি এখন কোথাও নেই। দখল বা অপরিকল্পিত বাড়িঘর নির্মাণের কারণে উন্মুক্ত স্থান শহরে যেমন কমেছে, তেমনি গ্রামেও। সবুজ ঘাসের অভাব তাই সর্বত্র। এ অবস্থা রাখাল হেলাল মালিকের নির্দেশে মহিষগুলো নিয়ে ঘাসের সন্ধানে নানা জায়গায় ঘুরছেন।  এখন মহিষগুলো নিয়ে তিনি আছেন নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল গ্রামের গণি মিয়ার মোড়-সংলগ্ন খালি মাঠে। মাঠের এক প্রান্তেই আমার অফিস।
এর আগে এক মাস ছিলেন সদর উপজেলার চরজব্বার ইউনিয়নের  চর রশীদ গ্রামে। এখন যেখানে আছেন সেই জালিয়াল গ্রামেও ঘাস প্রায় শেষ। তাই অচিরেই যাত্রা করতে হবে নতুন জায়গার সন্ধানে। আপাতত পৌরসভার একই ওয়ার্ডের টাকপুকুর পাড়ের উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন হেলাল।

ঘাসের সন্ধানে মহিষের সঙ্গে রাখাল হেলালকেও পরিবার-পরিজন ছেড়ে যাযাবর জীবন-যাপন করতে হচ্ছে। চাকরিটা তাঁর সার্বক্ষণিক। বাঁধা শ্রম বললেও ভুল হবে না। কারণ ছুটিছাটার কোনো বালাই নেই।
এক প্রশ্নের জবাবে হেলাল জানালেন, ‘স্বাভাবিক সময়ে দিনে ৩০ লিটার দুধ পাওয়া যেত। পানি এবং ঘাসস্বল্পতার কারণে এখন দিনে দুধ পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ছয় লিটার।’
আমাদের অফিস সহকারী পলাশ জানাল, রাখাল দুই দিন তাকে বিনামূল্যে মহিষের দুধ খেতে দিয়েছে। প্রতিদিন আধা লিটার। তার মতে, তাজা দুধ খেতে অনেক সুস্বাদু। তবে দুধ কমে যাওয়াও হেলালের জন্য এক শঙ্কার কারণ। দুধ বেচে মালিকের যদি না পোষে, তবে হেলালকে তিনি রাখবেনই বা কেন! এই রাখালের চাকরি করেই হেলাল দুই মেয়েকে বড় করেছেন, বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলেকে স্কুলে পড়াতে পারছেন। চাকরিটা তার ভারী প্রয়োজন। তবে হেলাল চান না, তাঁর ছেলে এ পেশায় আসুক। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করতে হয়। তার সঙ্গে বোনাসে অনিশ্চয়তা। তাই তিনি তাঁর ছেলেকে এই পেশায় আনতে চান না। ইচ্ছা থাকলেও নিজে এ চাকরি ছাড়তে পারছেন না। বিকল্প কিছু নেই তাঁর সামনে।
আপাতত ভবিষ্যৎ নিয়ে চিন্তা করার অবকাশ নেই হেলালের। তাঁর বর্তমানই যেখানে ধূসর, ভবিষ্যতের চিন্তা করবেন কীভাবে? তাই আগামী দিনের ভার নিয়তির ওপর ছেড়ে দিয়ে বর্তমানের অনিশ্চয়তাই তাঁকে ভাবায় বেশি।

আপাতত তিনি চান বৃষ্টি। ঝমঝম করে বৃষ্টি। গরমে মানুষের যত কষ্ট হয়, মহিষের কষ্ট তার চেয়ে অনেক বেশি। যথেষ্ট বৃষ্টিপাত মহিষগুলোকে  স্বস্তি দিতে পারে; একই সঙ্গে কষ্ট লাঘব করতে পারে হেলালের। বৃষ্টি হলে সবুজ ঘাস গজাবে। হেলাল মহিষসহ ফিরে যেতে পারবেন মূল চাকরিস্থলে। এতে ঘটতে পারে পরিবারের সঙ্গে তাঁর সম্মিলন। 
তাই চলুন, বৃষ্টির জন্য প্রার্থনা আমরাও করি।

মোহাম্মদ মুনতাসির আজিজ: সমাজকর্মী,নোয়াখালী 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

নিয়োগবিধির প্রজ্ঞাপন : প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতিতে

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা, ২০২৫–এ পরিবর্তন এনেছে সরকার। নতুন সংশোধন অনুযায়ী, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগের যোগ্যতা ও বয়সসীমায় কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শক্রমে এই সংশোধনী জারি করা হয়েছে গতকাল রোববার (২ নভেম্বর)।

নতুন বিধিমালায় বলা হয়েছে, প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে হবে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মৌলিক প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে।

আরও পড়ুনইউরোপে পাইলটদের বেতন কোন দেশে কত ৪ ঘণ্টা আগে

সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পদেই প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। এ ছাড়া তফসিল–২ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনকুয়েতে ডেপুটেশনে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বেতন ৩ লাখ ৪৮ হাজার টাকা০২ নভেম্বর ২০২৫

নতুন বিধিমালার মাধ্যমে ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্যূন’ শব্দটি যুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে বিজ্ঞান বিষয়ের প্রার্থীরাও সরাসরি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশোধিত বিধিমালার ফলে শিক্ষক নিয়োগের মান আরও উন্নত হবে এবং বিজ্ঞান শিক্ষায় দক্ষ প্রার্থীরা সুযোগ পাবেন। এর মাধ্যমে সরকার প্রাথমিক শিক্ষা পর্যায়ে দক্ষ ও যোগ্য শিক্ষক নিয়োগে নতুন ধারা আনতে চায়।

সম্পর্কিত নিবন্ধ