ইউরোপিয়ান পরাশক্তিদের তালিকায় ওপরের দিকেই থাকে আর্সেনালের নাম। আর্সেন ওয়েঙ্গারের অধীন খেলার সময় নামের পাশে জুটেছিল ‘ইনভিন্সিবল’ বা ‘অপরাজেয়’ খেতাবও। মাঝে লম্বা সময়ের ব্যর্থতার পর কয়েক মৌসুম ধরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ক্লাবটি। মিকেল আরতেতার অধীন চেষ্টা করছে অতীত গৌরব পুনরুদ্ধারেরও।

তবে অতীত গৌরব বলতে যা বোঝায়, আর্সেনালের সবটুকুই কিন্তু ঘরোয়া ফুটবলে। ইউরোপিয়ান পারফরম্যান্স বিবেচনায় আর্সেনাল যে বড্ড সাদামাটা এক দল। শিরোপা দূরে থাক, ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে আর্সেনাল ফাইনালই খেলেছে একবার।

আজ রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে আর্সেনাল। এমিরেটসের প্রথম লেগে আর্সেনালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের নাম শুনেই অবশ্য আর্সেনাল–সমর্থকদের মন খারাপ হয়ে যাওয়ার কথা। ইতিহাস নিজেই যে প্রতিপক্ষ হয়ে ‘গানার’দের চোখ রাঙাচ্ছে।

আরও পড়ুনইউরোপে রিয়াল মাদ্রিদই শেষ কথা০১ জুন ২০২৪

রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফলতম দল। যাদের দখলে চ্যাম্পিয়নস লিগের ১৫টি শিরোপা। মাঠে নামার আগেই রিয়ালের চেয়ে মানসিকভাবে অনেকটা পিছিয়ে থাকবে লন্ডনের ক্লাবটি।

লন্ডনের পথে ভিনিসিয়ুস.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর স ন ল র ইউর প য় ন

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ