সাদামাটা আর্সেনালের সামনে ইতিহাস–সেরা রিয়াল মাদ্রিদ
Published: 8th, April 2025 GMT
ইউরোপিয়ান পরাশক্তিদের তালিকায় ওপরের দিকেই থাকে আর্সেনালের নাম। আর্সেন ওয়েঙ্গারের অধীন খেলার সময় নামের পাশে জুটেছিল ‘ইনভিন্সিবল’ বা ‘অপরাজেয়’ খেতাবও। মাঝে লম্বা সময়ের ব্যর্থতার পর কয়েক মৌসুম ধরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে ক্লাবটি। মিকেল আরতেতার অধীন চেষ্টা করছে অতীত গৌরব পুনরুদ্ধারেরও।
তবে অতীত গৌরব বলতে যা বোঝায়, আর্সেনালের সবটুকুই কিন্তু ঘরোয়া ফুটবলে। ইউরোপিয়ান পারফরম্যান্স বিবেচনায় আর্সেনাল যে বড্ড সাদামাটা এক দল। শিরোপা দূরে থাক, ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে আর্সেনাল ফাইনালই খেলেছে একবার।
আজ রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে আর্সেনাল। এমিরেটসের প্রথম লেগে আর্সেনালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের নাম শুনেই অবশ্য আর্সেনাল–সমর্থকদের মন খারাপ হয়ে যাওয়ার কথা। ইতিহাস নিজেই যে প্রতিপক্ষ হয়ে ‘গানার’দের চোখ রাঙাচ্ছে।
আরও পড়ুনইউরোপে রিয়াল মাদ্রিদই শেষ কথা০১ জুন ২০২৪রিয়াল মাদ্রিদ ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে সফলতম দল। যাদের দখলে চ্যাম্পিয়নস লিগের ১৫টি শিরোপা। মাঠে নামার আগেই রিয়ালের চেয়ে মানসিকভাবে অনেকটা পিছিয়ে থাকবে লন্ডনের ক্লাবটি।
লন্ডনের পথে ভিনিসিয়ুস.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর স ন ল র ইউর প য় ন
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক