ভিডিও ফুটেজ দেখে শনাক্ত, এক তরুণ আটক
Published: 8th, April 2025 GMT
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের পাঁচটি রেস্তোরাঁয় ভাঙচুরের ঘটনায় পুলিশ এক তরুণকে আটক করেছে। তাঁর নাম মো. হাশিম (২৫)। তিনি কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বানিয়াপাড়ার আবদুল হকের ছেলে।
আজ মঙ্গলবার দুপুরে শহরের একটি আস্তানায় অভিযান চালিয়ে হাশিমকে আটক করা হয়। পুলিশ জানায়, গতকাল সোমবার দুপুরে ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে ‘ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বড় একটি মিছিল বের করা হয় কক্সবাজার শহরে। দুপুর ১২টার দিকে মিছিলটি কলাতলী সৈকত সড়কে পৌঁছালে কিছু উচ্ছৃঙ্খল তরুণ-যুবক আশপাশের কয়েকটি রেস্তোরাঁয় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান। হামলাকারীদের মধ্যে আটক হাশিমও ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
পর্যটন শহরের রেস্তোরাঁয় উচ্ছৃঙ্খল কিছু লোকের হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হোটেল-রেস্তোরাঁমালিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ। তাঁদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে লেখালেখি হচ্ছে।
কক্সবাজার নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম বলেন, ফিলিস্তিনি মুসলমানদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বের হওয়া ওই মিছিলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছিল। কিন্তু সুবিধাবাদী ব্যক্তিরা মিছিল থেকে কয়েকটি রেস্তোরাঁতে ভাঙচুর চালিয়ে কক্সবাজারকে অশান্ত করার চেষ্টা চালিয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের শীর্ষ ১০ আইকনিক ফুটবল স্টেডিয়াম
১সিগনাল ইদুনা পার্ক | ডর্টমুন্ড, জার্মানি সিগনাল ইদুনা পার্ক