বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের রাম নবমী উৎসব উপলক্ষে ‘রামায়ণ’ নাটক প্রদর্শন বন্ধ করে দিয়েছে পুলিশ। হিন্দুদের ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার নগরীর কাউনিয়া শ্রীশ্রী মনসা মন্দিরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রদর্শন হতো নাটকটি। আয়োজকরা বলছেন, হামলার হুমকি ও নিরাপত্তার অজুহাত দেখিয়ে পুলিশ তাদের ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে। তবে পুলিশ বলছে, অনুমতি না নেওয়ায় নাটক প্রদর্শন বন্ধ রাখতে বলা হয়েছে।

মনসা মন্দির পূজা কমিটির কার্যনির্বাহী সদস্য প্রীতম দাস জানান, ভগবান শ্রীরাম চন্দ্রের আবির্ভাব দিবস উপলক্ষে বরিশাল বিভাগে সর্ববৃহৎ অনুষ্ঠান হয় এই মন্দিরে। রীতি অনুযায়ী চার দিনব্যাপী অনুষ্ঠান হয়। ৫ এপ্রিল ভগবান রাম চন্দ্রের প্রতিমা আনা হয় মন্দিরে। পরদিন পূজা, যজ্ঞ, পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যা আরতি হয়। মঙ্গলবার সন্ধ্যায় ছিল প্রদীপ প্রজ্বালন ও ভগবান শ্রীরাম চন্দ্রের জীবন কাহিনি নিয়ে ‘রামায়ণ’ নাটকের মঞ্চায়ন। কিন্তু পুলিশ সদস্যরা সকাল থেকে অনুষ্ঠানে বাধার সৃষ্টি করেন। আজ ৯ এপ্রিল সন্ধ্যা আরতি, নগর পরিক্রমা ও বিসর্জনের অনুষ্ঠান রয়েছে।

কমিটির আরেক সদস্য হৃদয় দাস জানান, পুলিশকে অনেক অনুরোধ করার পরও তারা বলেছে, হুমকি আছে, তাই অনুষ্ঠান করা যাবে না। মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে, তারা শুধু রামায়ণ নাটক নিয়ে সমস্যার কথা বলেছেন।

নাটক মঞ্চস্থের দায়িত্ব পাওয়া তিলকস গ্রুপ অ্যান্ড থিয়েটারের পরিচালক তিলক বসু অনিম বলেন, দীর্ঘ দুই মাস ধরে আমরা রামায়ণ নাটক মঞ্চস্থ করার প্রস্তুতি নিয়েছি। মঙ্গলবার বিকেলের দিকে সাউন্ড সিস্টেম, ডেকোরেটর মালপত্রসহ সব সামগ্রী চাপের মুখে খুলে ফেলা হয়। পুলিশের এ সিদ্ধান্তে আমরা মর্মাহত।

এ বিষয়ে কাউনিয়া মনসা মন্দিরে উপস্থিত কাউনিয়া থানার এসআই মো.

জিসান জানান, মন্দিরে অনুষ্ঠান করার জন্য নগর পুলিশের  অনুমতি নেওয়া হয়নি। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে আয়োজকদের অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।  

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আইচ জানান, সামনে এসএসসি পরীক্ষা থাকায় নাটকটির প্রদর্শন বন্ধ রাখার জন্য অনুরোধ করা হয়েছে। তবে পূজা এবং নগর পরিক্রমাসহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান স্বাভাবিকভাবে চলবে। আর নাটক যেহেতু পূজার অংশ নয়, তাই পরে কখনো এটি মঞ্চস্থ করার কথা বলা হয়েছে। তখন পুলিশ আয়োজকদের সুরক্ষা দেবে।  

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) রিয়াজ হোসেন, আমি বিষয়টি জানি না। ধারণা করছি, ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে যে অস্থির পরিবেশ তৈরি হয়েছে, সে জন্যই নাটকটি ঝুঁকিপূর্ণ মনে করে পুলিশ সেটি বন্ধ করেছে।   

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল অন ষ ঠ ন ন বন ধ মন দ র নগর প

এছাড়াও পড়ুন:

সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব 

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”

আরো পড়ুন:

মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা

শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ১ নভেম্বর, ২০২৫ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সকল সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

তিনি বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ আমরা অনায়াসে করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।”

প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম।”

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”

প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। খবর বাসসের। 

ঢাকা/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • বর্ণিল আয়োজনে ১৯তম সিকৃবি দিবস উদযাপন
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির 
  • মিথ্যা প্রচার দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে: মির্জা ফখরুল
  • বাংলাদেশের শত্রুতারা আবার মাথা মাথাচারা দিয়ে উঠতে শুরু করেছে: মির্জা ফখরুল
  • বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন রাইজিংবিডির রুমন চক্রবর্তী
  • ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
  • ইসমাইল হোসেন (মুরুব্বী) এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া 
  • যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি
  • সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
  • সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব