বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ‘গালফ অব মেক্সিকো’ লেখা হবে, নাকি ট্রাম্পের ‘গালফ অব আমেরিকা’—এ নিয়ে বিরোধের সূত্র ধরে বার্তা সংস্থা এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে আদালতে গেছে এপি।

গতকাল মঙ্গলবার ডিস্ট্রিক্ট বিচারক ট্রেভোর ম্যাকফাডেন তাঁর আদেশে বলেছেন, ট্রাম্প প্রশাসন এপির সাংবাদিকদের ওপর যে বিধিনিষেধ আরোপ করেছে, তা যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, সংবিধানে বাক্‌স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রেখেছেন। কিন্তু এপি তাদের সংবাদে ‘গালফ অব আমেরিকা’ লিখতে অস্বীকৃতি জানায়। এরপরই এপির সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

মঙ্গলবার ওই নিষেধাজ্ঞা তুলে নিতে বলেছেন বিচারক ম্যাকফাডেন। তবে এই আদেশ বাস্তবায়ন আগামী রোববার পর্যন্ত স্থগিত করেছেন তিনি। এ সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসনের আইনজীবীরা আপিল করার সুযোগ পাবেন। ট্রাম্প নিজের প্রথম মেয়াদে ম্যাকফাডেনকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

ম্যাকফাডেন তাঁর আদেশে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী এই আদালত খুব সাধারণভাবে বিশ্বাস করে, যদি সরকার কিছু সাংবাদিকের জন্য তার দরবার খোলা রাখে, সেটা হতে পারে ওভাল অফিস, ইস্ট রুম অথবা অন্য কোথাও, তাহলে শুধু ভিন্ন মতাদর্শের কারণে অন্য সাংবাদিকদের জন্য সরকার নিজের দরজা বন্ধ রাখতে পারে না। সংবিধান সে অধিকার দেয় না।’

এপি বলেছে, শুধু তাদের ভাষার সঙ্গে একমত হতে না পেরে হোয়াইট হাউসে তাদের প্রবেশাধিকারে বাধা দিয়ে ট্রাম্প প্রশাসন তাদের বাক্‌স্বাধীনতার সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করেছে।

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে এপি আদালতে যাওয়ার পর ফেব্রুয়ারিতে বিচারপতি ম্যাকফাডেন তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। মঙ্গলবারের রায়ের পর এপির মুখপাত্র লরেন ইস্টন বলেছেন, তাঁরা আদালতের সিদ্ধান্তে সন্তুষ্ট।

আরও পড়ুনগুগল মানচিত্রে ‘গালফ অব মেক্সিকো’ এখন ‘গালফ অব আমেরিকা’১১ ফেব্রুয়ারি ২০২৫

এক বিবৃতিতে ইস্টন আরও বলেন, ‘আজকের (মঙ্গলবারের) রায় সরকারের প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের ভয় ছাড়াই সংবাদমাধ্যম ও জনসাধারণের স্বাধীনভাবে কথা বলার মৌলিক অধিকারকে নিশ্চিত করেছে। এটি যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীন আমেরিকার সব নাগরিকের স্বাধীনতার নিশ্চয়তা।’

জানুয়ারিতে শপথ গ্রহণ করার কয়েক দিনের মধ্যে ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করে ‘গালফ অব মেক্সিকো’-এর নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ করেন। কিন্তু এপি জানায়, ট্রাম্প প্রশাসনের নাম পরিবর্তনের বিষয়টি জানার পরও তারা ‘গালফ অব মেক্সিকো’ ব্যবহার করে যাবে।

জবাবে হোয়াইট হাউসে এপির সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন।

আরও পড়ুনগুগল ম্যাপসে ‘গালফ অব মেক্সিকো’র বদলে দেখা যাবে ‘গালফ অব আমেরিকা’, কারণ কী২৯ জানুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রব শ বল ছ ন

এছাড়াও পড়ুন:

বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা হবে না মার্টিনেজের 

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ৩-৩ গোলের সমতা করেছে ইন্টার মিলান। বার্সার মাঠ থেকে সমতা করে যাওয়ায় কিছুটা হলেও এগিয়ে আছে ইতালির জায়ান্টরা। তবে অলিখিত ওই ফাইনালে আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজকে না পাওয়ার শঙ্কায় আছে দ্য হিরোনসরা। 

বার্সার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় লাওতারো মার্টিনেজের। প্রথমার্ধ চলাকালে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তাকে বদলি করে মেহদি তারিমিকে মাঠে নামান ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি। 

আগামী ৬ মে রাতে দ্বিতীয়ার্ধের ম্যাচ খেলতে নামবে ইন্টার ও বার্সা। ওই ম্যাচে মার্টিনেজের খেলা হবে না। বিষয়টি পুরোপুরি নিশ্চিত না করলেও এক প্রকার জানিয়ে দিয়েছেন ইন্টার কোচ, ‘লাওতারো পায়ে অস্বস্তি বোধ করছিল। আমরা কাল তার আরও কিছু পরীক্ষা করানোর পর পরিস্থিতি বুঝতে পারবো। তবে দ্বিতীয় লেগে আমাদের জন্য অলিখিত ফাইনালে সে খুবই অনিশ্চিত।’

সাবেক ইতালি স্ট্রাইকার ইনজাঘি দ্বিতীয় লেগে বার্সার বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী। সান সিরোর ৭৫ হাজার দর্শকের সমর্থন বড় পার্থক্য গড়ে দেবে বলে মনে করেন তিনি, ‘আশা করছি, আমরা দ্বিতীয় লেগে বেঞ্জামিন পাভার্ডকে (রাইট ব্যাক) পাবো। কিন্তু দূর্ভাগ্যবশত লাওতারোর ক্ষেত্রে একই আশা করছি পারছি না। দ্বিতীয় লেগ আমাদের জন্য ফাইনালের সমান এবং আমি ঘরের মাঠের ৭৫ হাজার দর্শককে গোনায় ধরছি। আমাদের ভক্তরা এই অর্জনে আমাদের সাহায্য করবে।’

চলতি মৌসুমে ইন্টার মিলানের সামনে ট্রেবল জয়ের সুযোগ ছিল। তবে কোপা ইতালিয়ায় এসি মিলানের বিপক্ষে হেরে ট্রেবলের সুযোগ শেষ হয়েছে তাদের। টিকে আছে ডাবল জয়ের সুযোগ। তবে পথে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে জিততে হবে। ওদিকে ইতালির সিরি আ’তে সমান ম্যাচে ৩ পয়েন্টে এগিয়ে ইন্টারের শীর্ষস্থান কেড়ে নিয়েছে নাপোলি। 

সম্পর্কিত নিবন্ধ