ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুরের বিরুদ্ধে ইচ্ছাকৃত ম্যাচ হারের গুরুতর অভিযোগ উঠেছে। ওদিকে পারটেক্স স্পোর্টিং ক্লাব পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বর্জন ঘোষণা দিয়েছিল। ঘোষণা প্রত্যাহার করলেও গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ১৭০ রানের বিশাল ব্যবধানে হেরেছে দলটি। দিনের অন্য ম্যাচে রূপগঞ্জ টাইগার্সকে ৫ উইকেটে হারিয়েছে ধানমন্ডি ক্রিকেট ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও বৃষ্টি আইনে ১০ রানে জিতেছে রূপগঞ্জ।

বৃহস্পতিবার বিকেএসপির চার নম্বর মাঠে পারটেক্সের বিপক্ষে শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ৩০২ রানের বড় সংগ্রহ তোলে গাজী গ্রুপ। অধিনায়ক এনামুল হক ৯০ বলে নয় চারের শটে ৭৮ রানের ইনিংস খেলেন। সাব্বির  শিকদার ৬৫ বলে ৬৪ রান যোগ করেন। শামীম মিয়া ৫৩ বলে চারটি চার ও দুই ছক্কায় খেলেন ৫৩ রানের ইনিংস।

জবাব দিতে নেমে ৩১.

৫ ওভারে ৯ উইকেটে ১৩২ রানে থামে পারটেক্স স্পোর্টিং ক্লাব। বোলিং করলেও ব্যাটিংয়ের সময় মোহর শেখ মাঠে না থাকায় অ্যাবসেন্ট হার্ট হন তিনি। পারটেক্সের ওপেনার ও উইকেটরক্ষক আদি ৫৩ রানের হার না মানা ইনিংস খেলেন। গাজী গ্রুপের হয়ে শামীম মিয়া, ওয়াসি সিদ্দিকী ও তোফায়েল আহমেদ দুটি করে উইকেট নেন।

বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স শুরুতে ব্যাট করে ৭ উইকেটে ২৮০ রান তোলে। দলটির হয়ে আসাদুল্লাহ আল গালিব ৬৫ রান করেন। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ডিপিএলে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা নাসির হোসেন ৮৪ বলে ৭৭ রানের ইনিংস খেলেন। আটটি চারের সঙ্গে তিনটি ছক্কা মারেন তিনি। এছাড়া আরিফুল হক ৪৮ রান যোগ করেন।

জবাবে ১৭ বল থাকতে জয় তুলে নেয় ধানমন্ডি। সেঞ্চুরি মিস করেন দলটির অধিনায়ক নুরুল হাসান সোহান। ধানমন্ডির ওপেনার আজমির ৩০ বলে ৪০ রানের ইনিংস খেলেন। অন্য ওপেনার হাবিবুর রহমান ২৪ বলে ৩৩ রান যোগ করেন। তিনে নামা ফজলে রাব্বি ৪৭ রান করেন। অধিনায়ক সোহান ৯৫ বলে ৯৭ রানের ইনিংস খেলে আউট হন। তার ব্যাট থেকে নয়টি চার ও দুটি ছক্কা আসে। ৪০ বলে ৫৫ রানের হার না মানা ইনিংস খেলেন ইয়াসির আলী রাব্বি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটি আকর্ষণীয় হয়ে উঠেছিল। লিজেন্ডসরা শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ২৭৭ রান তোলে। তিনে ব্যাট করা সৌম্য সরকার ৭৯ বলে ৮০ রান করেন। তিনি আটটি চার ও দুটি ছক্কা মারেন। চারে নামা মাহমুদুল হাসান ৫৯ রান করেন। জাকের আলী খেলেন ৪৪ রানের ইনিংস।

জবাবে ব্রাদার্স ইউনিয়ন ৪৮.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৬০ রান তোলে। শেষ ৮ বলে ১৮ রান দরকার ছিল তাদের। পেসার সুমন খান ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের আশাও দিচ্ছিলেন। কিন্তু রাজধানীতে ঝড় শুরু হলে ম্যাচের শেষ অংশ খেলানো সম্ভব হয়নি। বৃষ্টি আইনে লিজেন্ডস অব রূপগঞ্জকে জয়ী ঘোষণা করা হয়। ব্রাদার্সের হয়ে ওপেনার মাহফিজুর ইসলাম ৭৬ রান করেন। আইস মোল্লা ৪৭ ও মাইসুকুর ৪৬ রান করেন। লিজেন্ডসদের পেসার শরিফুল ইসলাম ১০ ওভারে ৪০ রান দিয়ে ৬ উইকেট নেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ড প এল র ন র ইন ব য ট কর র ন কর ন র পগঞ জ উইক ট

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ