বাইরের যেকোনো হুমকির জবাবে ইরান থেকে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটি।

তেহরান এমন সময় এ সতর্কবার্তা দিল, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য শনিবার (আগামীকাল) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে।

তেহরান এমন সময় এ সতর্কবার্তা দিল, যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য শনিবার (আগামীকাল) ওমানে যুক্তরাষ্ট্র ও ইরান সরাসরি আলোচনা করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে ইরানকে আবারও ‘সর্বোচ্চ চাপের’ মুখে ফেলার কথা বলার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্ক নতুন মাত্রায় উত্তপ্ত হয়ে উঠেছে।

ইতিমধ্যে গত বুধবার ট্রাম্প বলেছেন, কোনো চুক্তি ছাড়া ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও মধ্যপ্রাচ্য–বিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফের মধ্যে আলোচনা শেষ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘পুরোপুরি’ সম্ভব। তিনি আরও বলেন, ইসরায়েল অবশ্যই এতে অনেক বেশি জড়াবে ও সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে চাইবে।

পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। তবে ইরান বারবারই এ অভিযোগ অস্বীকার করেছে।
গতকাল বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন জ্যেষ্ঠ উপদেষ্টা সতর্ক করেন, বাইরের যেকোনো হুমকির প্রতিক্রিয়ায় জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার পরিদর্শকদের বহিষ্কার করতে পারে তেহরান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি বলেছেন, ‘অব্যাহত বাইরের হুমকি ও ইরান সামরিক হামলার ঝুঁকিতে থাকলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) থেকে পরিদর্শকদের বহিষ্কার এবং সংস্থাটিকে সহযোগিতা বন্ধ করাসহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।’

ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কথা উল্লেখ করে আলী শামখানি বলেন, ‘সমৃদ্ধ উপকরণ নিরাপদ স্থানে স্থানান্তরের বিষয়টিও বিবেচনা করা যেতে পারে।’

অব্যাহত বাইরের হুমকি ও ইরান সামরিক হামলার ঝুঁকিতে থাকলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) থেকে পরিদর্শকদের বহিষ্কার এবং সংস্থাটিকে সহযোগিতা বন্ধ করাসহ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।আলী শামখানি, আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা

তবে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস ইরানকে ভুল পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের পদক্ষেপের হুমকি অবশ্যই ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দাবির সঙ্গে অসংগতিপূর্ণ। এ ছাড়া ইরান থেকে আইএইএ পরিদর্শকদের বহিষ্কার করা হলে উত্তেজনা বাড়বে এবং এটি হবে ইরানের ভুল হিসাব।’

আরও পড়ুনইরানের সঙ্গে ‘সরাসরি’ আলোচনার ঘোষণা ট্রাম্পের, ব্যর্থ হলে ‘মহাবিপদ’০৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনযুক্তরাষ্ট্র সামরিক হুমকি বন্ধ করলে পারমাণবিক চুক্তি সইয়ে প্রস্তুত ইরান০৯ এপ্রিল ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পরর ষ ট র পদক ষ প বল ছ ন সতর ক

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ