পঞ্চগড়ে মুক্তা চাষে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মিরগড় ইকোপার্কের উদ্যোগে জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এ সময় জেলা প্রশাসক জানান, ইকোপার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করা হবে।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবেত আলী, সদরের ইউএনও জাকির হোসেনসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সফল উদ্যোক্তা এবং প্রশিক্ষক হিসেবে নজরুল ইসলাম মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ দেন।

কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন বেকার তরুণ-তরুণী অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের মাশরুম ও মুক্তা চাষের কৌশল শেখানোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও স্বনির্ভর করার জন্য এ আয়োজন বলে জানান আয়োজকরা। আজ শনিবার মিরগড় ইকোপার্কে প্রশিক্ষণার্থীদের মাশরুম ও মুক্তা চাষে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, জেলা প্রশাসন ইকোপার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করবে। এখান থেকে যুবকদের কর্মসংস্থানে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে জেলায় মাশরুম ও মুক্তা চাষের বিকাশের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি হবে। এতে বেকাররা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে বলে আশা তাঁর। 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান বলেন, রাতারাতি কিছু হয় না। যেকোনো উদ্যোগ নিলে লোকসানও হতে পারে। ধৈর্য ধরে চেষ্টা করে গেলে একদিন সফল হবেন। ধৈর্যের সঙ্গে মাথা খাটিয়ে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে মাশরুম ও মুক্তা চাষ করে সফলতা আসতে পারে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

লঞ্চ হলো পালসার F250

বাজাজ পালসার সিরিজের Pulsar F250 বাংলাদেশের বাজারে লঞ্চ হলো। বৃহস্পতিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বাইকটি লঞ্চ করা হয়।

২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুল্ড ইঞ্জিনের এই বাইকটি সর্বোচ্চ ২৪ দশমিক ৫ হর্সপাওয়ার এবং ২১ দশমিকি এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকটিতে রয়েছে পাঁচ স্পিড গিয়ারবক্স।

ফিচার্সের মধ্যে রয়েছে  ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার,ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে এতে রয়েছে ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটির সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পেছনে মনোশক। বাইকটির সিটের উচ্চতা ৭৯৫ মিমি, ওজন ১৬৪ কেজি এবং সর্বোচ্চ গতি ১৩০ কিমি/ঘণ্টা। বাইকটিতে রয়েছে তিনটি মোড- রেইন, রোড এবং স্পোর্টস।

আরো পড়ুন:

বাংলাদেশ লঞ্চ হলো সিএফ মটোর ৩ বাইক

বাইক ডেলিভারি নেওয়ার আগেই এগুলো দেখে নিন, নইলে ঠকবেন

বাইকটির দাম ধরা হয়েছে তিন লাখ ৬৫ হাজার টাকা।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ