ইকোপার্কে হচ্ছে মাশরুম ও মুক্তা চাষের কর্নার
Published: 11th, April 2025 GMT
পঞ্চগড়ে মুক্তা চাষে নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মিরগড় ইকোপার্কের উদ্যোগে জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। এ সময় জেলা প্রশাসক জানান, ইকোপার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করা হবে।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান। এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক সাবেত আলী, সদরের ইউএনও জাকির হোসেনসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। সফল উদ্যোক্তা এবং প্রশিক্ষক হিসেবে নজরুল ইসলাম মাশরুম ও মুক্তা চাষ বিষয়ে প্রশিক্ষণ দেন।
কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন বেকার তরুণ-তরুণী অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের মাশরুম ও মুক্তা চাষের কৌশল শেখানোর মাধ্যমে উদ্যোক্তা তৈরি ও স্বনির্ভর করার জন্য এ আয়োজন বলে জানান আয়োজকরা। আজ শনিবার মিরগড় ইকোপার্কে প্রশিক্ষণার্থীদের মাশরুম ও মুক্তা চাষে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক সাবেত আলী বলেন, জেলা প্রশাসন ইকোপার্কে একটি মাশরুম ও মুক্তা চাষ কর্নার করবে। এখান থেকে যুবকদের কর্মসংস্থানে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে জেলায় মাশরুম ও মুক্তা চাষের বিকাশের পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি হবে। এতে বেকাররা আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠবে বলে আশা তাঁর।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান বলেন, রাতারাতি কিছু হয় না। যেকোনো উদ্যোগ নিলে লোকসানও হতে পারে। ধৈর্য ধরে চেষ্টা করে গেলে একদিন সফল হবেন। ধৈর্যের সঙ্গে মাথা খাটিয়ে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে মাশরুম ও মুক্তা চাষ করে সফলতা আসতে পারে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
হীরার গয়না, সৌরবিদ্যুৎ প্যানেল, কোটি টাকা—বিশ্বকাপজয়ী ভারতের মেয়েদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা
বিশ্বকাপ জেতার সুবাদে প্রাইজমানি হিসেবে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে এখানেই শেষ নয়, একের পর এক আসছে আরও পুরস্কারের ঘোষণা।
ভারতের সুরাটের শিল্পপতি ও রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়াও ভারতীয় নারী ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হীরার গয়না আর সৌরবিদ্যুতের প্যানেল—এই দুই উপহার পৌঁছে যাবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের ঘরে।
ঢোলাকিয়া শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস। ফাইনালের আগেই তিনি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানান, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তিনি ‘হাতে তৈরি প্রাকৃতিক হীরার গয়না’ দিতে চান। তাঁর ভাষায়, এটি হবে ক্রিকেটারদের মেধা আর দৃঢ়তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন।
শুধু তা–ই নয়, ঢোলাকিয়া চিঠিতে আরও লিখেছেন, প্রতিটি খেলোয়াড়ের বাড়ির ছাদে বসানোর জন্য সৌরবিদ্যুতের প্যানেলও উপহার দিতে চান তিনি—‘যেন দেশের জন্য যে আলো তারা ছড়িয়েছে, সেই আলো সব সময় তাদের জীবনেও জ্বলতে থাকে।’
প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতল ভারত