৪০ বছর বয়সে কী করা যায়? আপনি বলবেন, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হওয়া যায়। তাঁর মতো মাঠ দাপিয়ে খেলা যায়। গোটা দুনিয়া যখন ‘চল্লিশে চালশে’ প্রবাদে বিশ্বাস করে, তখন রোনালদোর মতো ‘অতিমানব’ হয়ে ওঠা যায়। অবশ্য এমন ‘মানব’ তো তিনি বহু আগে থেকে। কিন্তু অতিমানব বিষয়টিকেও রোনালদো যেন দিন দিন অন্য মাত্রায় নিয়ে যাচ্ছেন। ত্রিশ পর্যন্ত যে খেলোয়াড়ের ক্যারিয়ার গোলসংখ্যা ৪৬৩, সেই খেলোয়াড়েরই ত্রিশ পেরিয়ে চল্লিশ পর্যন্ত গোলসংখ্যা ৪৭০!

ফুটবলারদের ক্যারিয়ারের সেরা সময় ত্রিশের আগে—রোনালদোকে দেখলে বহুল চর্চিত এ কথা আপনার মিথ্যা মনে হবেই। তবে শুধু এটাই নয়, রোনালদোকে দেখে আরও অনেক কিছুই মিথ্যা মনে হয়।

আরও পড়ুনট্রফিতে হাত লিভারপুলের, স্পেন–ইতালি–জার্মানিতে রোমাঞ্চের অপেক্ষা ৫ ঘণ্টা আগে

যেমন ধরুন, গোল করার দক্ষতা। চল্লিশেও খেলে যাওয়া একমাত্র খেলোয়াড় নন রোনালদো। তাঁর আগেও এমন দেখা গেছে, বর্তমানেও আছেন। কিন্তু এই বয়সেও রোনালদোর মতো গোলক্ষুধা কজনের আছে? গোলের গন্ধ খুঁজে বেড়ান সব সময়। পরশু রাতেই যেমন সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে তাঁর দল আল নাসরের ২-১ গোলের জয়ে দুটি গোলই তাঁর। এর মধ্যে একটি গোল আবার পুসকাস পুরস্কার পাবে কি না, তা নিয়ে বিশ্লেষক থেকে সমর্থকদের আলোচনার টেবিল দখল করে নিয়েছে। সেসব আলোচনায় উঠে এসেছে আরও একটি বিষয়। চল্লিশেও দাপিয়ে খেলে যাওয়ার উদাহরণ তো রোনালদো তৈরি করেছেনই, তবে এ মৌসুমে যেটা হচ্ছে, সেটা রীতিমতো অবিশ্বাস্য।

সৌদি প্রো লিগ, পর্তুগাল জাতীয় দল এবং আল নাসর—চলতি মৌসুমে সব কটি জায়গাতেই রোনালদো সর্বোচ্চ গোলদাতা! এই পরিসংখ্যান চল্লিশে শুধু খেলে যাওয়ার উদাহরণ নয়, এই বয়সেও কীভাবে উৎকর্ষের শীর্ষে থাকা যায় তার জ্বলজ্বলে প্রমাণও।

রোনালদোর পায়ের তুলিতে অবশ্য এমন সব প্রমাণ তাঁর যৌবনে নতুন কিছু মনে হলেও এখন অবিশ্বাস্য লাগাই স্বাভাবিক। যেমন পরশু রাতে আল রিয়াদের বিপক্ষে তাঁর দ্বিতীয় গোলটি। বাঁ প্রান্তে পাসটি দেওয়ার পর রোনালদো গোলের গন্ধ শুঁকতে শুঁকতে বক্সের সামনে চলে এসেছিলেন। কারণ, ততক্ষণে সাদিও মানে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে আল রিয়াদের বক্সে ঢুকে ক্রস করেন, আর বহু বছরের অভিজ্ঞতা থেকে রোনালদো হয়তো বুঝতে পেরেছিলেন বক্সে বলটি ‘ক্লিয়ার’ করা হলে তাঁর কাছে আসতে পারে এবং ঘটলও ঠিক সেটাই! আল রিয়াদের ডিফেন্ডার বল ক্লিয়ার করলেন, বল বাতাসে ভেসে পড়ল ঠিক রোনালদোর পায়ে; ডান পায়ের চোখ জুড়ানো ভলিতে সেটাই দূরের পোস্ট দিয়ে জালে! ধারাভাষ্যকারের কণ্ঠে অবিশ্বাসের সুর, ‘রোনালদো! হাউ অ্যাবাউট দ্যাট! সিম্পলি আনস্টপেবল!’।

আরও পড়ুনএই গায়কের নামেই মেসির নাম রেখেছিলেন তাঁর মা৬ ঘণ্টা আগে

চলতি মৌসুমে রোনালদো কিন্তু এমন অপ্রতিরোধ্যই। জাতীয় দল ও ক্লাবের হয়ে টানা ৬ ম্যাচে গোল করলেন আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ ম্যাচে করেছেন ৩২ গোল। গোল বানিয়েছেন ৪টি। আল নাসরের হয়ে এ মৌসুমে গোল করায় তাঁর ধারেকাছেও কেউ নেই। দ্বিতীয় সাদিও মানে ৩৯ ম্যাচে ৯ গোল নিয়ে বিস্তর ব্যবধানে পিছিয়ে। রোনালদো গত মৌসুমেও সৌদি প্রো লিগের ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা।

সৌদি প্রো লিগের এবারের মৌসুমে ২৬ ম্যাচে ২৩ গোল রোনালদোর। ২২ ম্যাচে ২০ গোল নিয়ে দুইয়ে আল শাবাবের ফরোয়ার্ড আবদের রাজ্জাক হামদাল্লাহ। গত মৌসুমেও লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন রোনালদো। এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের চলতি মৌসুমে অবশ্য এখনই সর্বোচ্চ গোলদাতার জায়গাটি নিতে পারেননি। ৬ ম্যাচে ৭ গোল নিয়ে তৃতীয় পর্তুগিজ কিংবদন্তি। গুয়াংজু ফরোয়ার্ড জাসির আসানি ও ইয়োকোহামার অ্যান্ডারসন ৯ গোল নিয়ে শীর্ষে। কে জানে মৌসুম শেষে হয়তো দেখা যেতে পারে রোনালদো এশিয়ার চ্যাম্পিয়নস লিগেও গোল করায় শীর্ষে!

সৌদি প্রো লিগে এবারও গোল করায় শীর্ষে রোনালদো.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আল র য় দ র গ ল কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ