বুয়েনস এইরেসে গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪–১ গোলে বিধ্বস্ত করে আর্জেন্টিনা। সেদিন মাঠে আলভারেজ–ফার্নান্দেজদের কাছে ভিনিসিয়ুস–রাফিনিয়ারা অপদস্ত তো হয়েছেনই, মনুমেন্তাল স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া ব্রাজিল সমর্থকেরাও অপমানিত হন।

ব্রাজিলিয়ান সমর্থকদের পক্ষ থেকে দাবি করা হয়, ম্যাচ চলাকালে আর্জেন্টাইনরা তাঁদের উদ্দেশ করে ঘৃণা ও বর্ণবাদী স্লোগান দিয়েছেন। সমর্থকদের দাবি আমলে নিয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে ফিফায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। ব্রাজিলিয়ানদের এই অভিযোগ প্রমাণিত হলে নিষেধাজ্ঞায় পড়তে পারে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন ম্যাচের সময় ব্রাজিলিয়ান সমর্থকেরা স্টেডিয়ামে এক আর্জেন্টাইন সমর্থককে বানরের অনুকরণ করতে এবং নানা ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করতে দেখেছেন। এ ধরনের আচরণ ও অঙ্গভঙ্গির ভিডিও ফুটেজও ব্রাজিলিয়ানদের কাছে আছে। সিবিএফের কর্মকর্তারা সেটির ওপর ভিত্তি করে ফিফার কাছে অভিযোগ করার কথা ভাবছেন।

সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকেরা একাধিকবার স্টেডিয়ামে সংঘর্ষে জড়িয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে চড়াও পর্যন্ত হতে হয়েছে। এতে রক্তপাতের মতো ঘটনাও ঘটেছে। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (কনমেবল) এ ধরনের ঘটনায় অনেক দিন হলো কঠোর অবস্থানে রয়েছে। তবু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের মধ্যে রেষারেষি ঠেকানো যাচ্ছে না।

ফিফার কাছে সিবিএফ অভিযোগ জানালেই এএফএকে নতুন করে শাস্তির মুখোমুখি হতে হবে। গত বছর নিজেদের মাঠে ইকুয়েডর ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের সময় আর্জেন্টিনার সমর্থকেরা বৈষম্যমূলক স্লোগান দেওয়ায় এএফএকে শাস্তি দেয় ফিফার শৃঙ্খলা কমিটি।

শাস্তিস্বরূপ মনুমেন্তাল স্টেডিয়ামে ধারণক্ষমতার ৭৫ শতাংশ দর্শক নিয়ে আর্জেন্টিনাকে খেলতে হয়। একই সঙ্গে ফিফা এই বলে এএফএকে সতর্কবার্তা দেয় যে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে দর্শক ধারণক্ষমতা ৫০ শতাংশে নামিয়ে আনতে হবে।

দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। নিজেদের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের পরের ম্যাচ আগামী ৯ জুন কলম্বিয়ার বিপক্ষে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আর জ ন ট ন ধরন র

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ