মুম্বাইয়ে পৌরসভার সাইনবোর্ড থেকে উর্দু সরাতে দিলেন না সুপ্রিম কোর্ট
Published: 16th, April 2025 GMT
ভাষা কোনো ধর্ম নয়। মুসলিম অর্থই উর্দুভাষী এমন মনে করারও কারণ নেই। এই ধারণা বৈচিত্র্যময় ঐক্য ও বাস্তবতা থেকে করুণ বিচ্যুতি। বিজেপিশাসিত মহারাষ্ট্রের এক পৌরসভার সাইনবোর্ড থেকে উর্দু সরিয়ে দেওয়ার আবেদন নাকচ করে সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছেন।
আবেদনকারীর দাবি ছিল, পৌরসভার বিভিন্ন সাইনবোর্ড থেকে উর্দু সরিয়ে দেওয়া দরকার। পৌরসভার কাজকর্মও পরিচালিত হওয়া উচিত শুধু মারাঠি ভাষায়। উর্দু ব্যবহারের অনুমতি নিষিদ্ধ করা প্রয়োজন।
আবেদনকারীর নাম বর্ষাতাই সঞ্জয় বাগাড়ে। তিনি মহারাষ্ট্রের আকোলা জেলার পাতুর পৌরসভার সাবেক কাউন্সিলর। তাঁর রাজনৈতিক আদর্শ ও নীতি প্রকাশ করা না হলেও আবেদনের চরিত্র থেকে বোঝা যায়, তিনি উর্দু ভাষাবিরোধী। উর্দু তাঁর কাছে মুসলিমের ভাষা। মামলার সওয়াল–জবাব ও সুপ্রিম কোর্টের রায় থেকে এটুকু বোঝা যায়, আবেদনকারী মনে করেন উর্দু ভাষা ভারতীয় নয়, বিদেশি।
বর্ষাতাই বাগাড়ের আবেদন পৌরসভা খারিজ করে দিয়েছিল। তিনি প্রত্যাখ্যাত হয়েছিলেন মুম্বাই হাইকোর্টেও। পরে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্টও তাঁর আবেদন খারিজ করে দিলেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি কে বিনোদ চন্দ্রন গতকাল মঙ্গলবার আবেদন খারিজ করে বলেছেন, কোনো ভাষাই কোনো বিশেষ ধর্মের নয়। ভাষা ধর্মের প্রতিনিধিত্বও করে না। সম্প্রদায় বিশেষ, অঞ্চল ও আঞ্চলিক মানুষজনের পরিচয় পাওয়া যায় ভাষার মধ্য দিয়ে। ধর্মের নয়। তাঁরা বলেন, ভাষা সংস্কৃতির অঙ্গ। সম্প্রদায়, অঞ্চল ও সেখানকার মানুষজনের সভ্যতার মাপকাঠির হদিস পাওয়া যায় ভাষার মধ্য দিয়ে। এ দেশে ‘গঙ্গা-যমুনি তেহজিব’ বা হিন্দুস্তানি সংস্কৃতির সুন্দরতম নমুনা হলো উর্দু ভাষা। ভাষা হলো মনের ভাব আদান-প্রদানের অঙ্গ।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, পৌরসভা তার কাজকর্ম ও সাইনবোর্ডে উর্দু ভাষা ব্যবহার করেছে কারণ, ওই অঞ্চলে বহু উর্দুভাষী বসবাস করেন। তাঁদের পৌরসভার কাজকর্ম সম্পর্কে অবহিত করার জন্যই মারাঠির পাশাপাশি উর্দু ভাষা ব্যবহার করা হয়েছে, যাতে যোগাযোগ সহজতর হয়।
বিচারপতিরা রায়ে বলেছেন, উর্দু বিরোধিতার একটা সম্ভাব্য কারণ এই ভ্রান্ত ধারণা যে ভাষাটি বিদেশি। কিন্তু তা ঠিক নয়। হিন্দি ও মারাঠির মতো উর্দুও ভারতীয়-আর্য ভাষা। এই দেশ এই জল-হাওয়াতেই উর্দুর জন্ম। ক্রমেই শত শত বছর ধরে সভ্যতার বিকাশ ও মানুষের সঙ্গে যোগাযোগের প্রয়োজনে অন্য ভাষার মতো উর্দুও বিকশিত হয়েছে। পরিশীলিত হয়েছে। এই ভাষা মোটেই বিদেশি নয়।
বিচারপতিরা রায়ে বলেন, বিচারালয়ের কাজকর্মেও উর্দুর ব্যবহার প্রবল। আদালত, হলফনামা, পেশি, দাস্তি কিংবা ওকালতনামার মতো শব্দগুলো উর্দু। ফৌজদারি বা দেওয়ানি যেকোনো মামলায় অজস্র উর্দুর ব্যবহার নিত্য হচ্ছে। আমাদের শক্তি কখনো আমাদের দুর্বলতা নয়। আসুন, উর্দুসহ সব ভাষার সঙ্গেই বন্ধুত্ব করি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ক জকর ম স ইনব র ড ব যবহ র ব চ রপত প রসভ র
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইকোলজিতে প্রফেশনাল এমএস কোর্স, আবেদনের সময় বৃদ্ধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞান বিভাগে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমএস কোর্সে আবদনের সময় বাড়ানো হয়েছে। তৃতীয় ব্যাচের ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনপত্র গ্রহণ ও জমাদানের সর্বশেষ তারিখ ২২ মে ২০২৫। ভর্তি পরীক্ষা ২৩ মে ২০২৫, সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫