Samakal:
2025-04-30@20:24:42 GMT

আজ জিতলেই বিশ্বকাপে জ্যোতিরা

Published: 17th, April 2025 GMT

আজ জিতলেই বিশ্বকাপে জ্যোতিরা

তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। তাদের সমান পয়েন্ট স্বাগতিক পাকিস্তান নারী দলের। শ্রেয়তর রান রেটের কারণে টেবিলের এক নম্বরে নিগার সুলতানা জ্যোতিরা। সবার আগে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ বাংলাদেশের। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে লাহোরে আজ উইন্ডিজকে হারালে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

ছয় দলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। এখান থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে সেপ্টেম্বর-অক্টোবর ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে। বাছাইপর্বে বাংলাদেশ খেলেছে তিন ম্যাচ। থাইল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডকে হারানো বাংলাদেশ নারী দলের জন্য মূল পর্বে ওঠার বড় সুযোগ আজ উইন্ডিজের বিপক্ষের ম্যাচে। 

তিন ম্যাচে ক্যারিবীয় মেয়েদের পয়েন্ট মাত্র ২। স্বাগতিক পাকিস্তান এবং স্কটল্যান্ডের কাছে হেরেছে উইন্ডিজ। একমাত্র জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে। আজ জিতলে মূল পর্ব যেমন নিশ্চিত, তেমনি করে হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে হবে অথবা কম ব্যবধানে হারতে হবে। এই সব অঙ্কে না গিয়ে আত্মবিশ্বাসী জ্যোতিরা ক্যারিবীয় মেয়েদের হারিয়ে বৃহস্পতিবারই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে চান।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ বক প ম ল পর ব

এছাড়াও পড়ুন:

পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, হামলার শঙ্কায় সতর্ক ইসলামাবাদ

কাশ্মীর হামলা ঘিরে ভারত–পাকিস্তানের মধ্যে উত্তেজনা অব্যাহতভাবে বাড়ছে। মঙ্গলবার দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছাকাছি এলাকা থেকে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমানকে পিছু হটিয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদের আশঙ্কা, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাতে পারে ভারত। তাই পরিস্থিতি মোকাবিলায় নিজেদের আকাশসীমার নিরাপত্তা ও বিমানবন্দরগুলোয় সতর্কতা জারি করেছে দেশটি। এরই মধ্যে বুধবার পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ভারত।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বুধবার ইসলামাবাদে এক যৌথ সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন, ‘পাকিস্তান আগবাড়িয়ে উসকানিমূলক কোনো পদক্ষেপ নেবে না। তবে উসকানি দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে।’ মঙ্গলবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটেও তিনি একই ধরনের কথা বলেছিলেন।

ভারতের অমৃতসরে ভারত-পাকিস্তান সীমান্তের আতারি-ওয়াঘা ক্রসিংয়ে দাঁড়িয়ে আছেন ভারতের সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ২৫ এপ্রিল ২০২৫

সম্পর্কিত নিবন্ধ