প্রায় ১৫ বছর পর ঢাকা ও ইসলামাবাদের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা ফরেন অফিস কনসাল্টেশন (এফওসি) অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মা’য় আয়োজিত এফওসিতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ তাদের নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন।

বৈঠকে উভয়পক্ষ দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বিষয়সমূহের সামগ্রিক দিক বিশেষ করে বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করেন। খবর বাসসের।

এদিকে আজ বিকেলে প্রধান উপদেষ্টা ড.

মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ এফওসি অনুষ্ঠিত হয়েছিল।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই মাসের শেষের দিকে ঢাকা সফর করবেন বলে আশা করা হচ্ছে। ২০১২ সালের পর এটি হবে পাকিস্তানি কোনও পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

প্রধান উপদেষ্টার জাপান সফরে প্রাধান্য পাবে যেসব বিষয়

চীন ও কাতার সফরের পর আগামী মে মাসের শেষের দিকে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার জাপান সফরে অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক ইস্যু, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক নিরাপত্তার মতো বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারপ্রধানের সফর নিয়ে আলোচনা করতে আগামী মাসের মাঝামাঝিতে টোকিও সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

ঢাকা-টোকিও’র নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্র জানায়, আগামী ১৫ মে জাপানের রাজধানী টোকিওতে পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনা, ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ ও জাপান। ওই বৈঠকে প্রধান উপদেষ্টার জাপান সফর নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

আরো পড়ুন:

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

বাংলাদেশে লাইসেন্স পেল ইলন মাস্কের স্টারলিংক

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রধান উপদেষ্টার ২৯-৩১ মে জাপান সফর করার পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে তিনি জাপানের রাজধানী টোকিওতে দুইদিন এবং ওসাকায় একদিন অবস্থান করতে পারেন। জাপানের টোকিওতে ২৯ ও ৩০ মে নিক্কেই ফোরাম অনুষ্ঠিত হবে। সেই ফোরামে অংশগ্রহণ করবেন সরকারপ্রধান।

পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। জাপান সফরকালে সরকারপ্রধান দেশটির সম্রাট যুবরাজ নারুহিতোর সাক্ষাৎ পেতে পারেন। এছাড়া, অধ্যাপক ইউনূসের ওসাকা এক্সপো পরিদর্শন করার কথা রয়েছে।

টোকিওতে আসন্ন এফওসি বৈঠক নিয়ে স্থানীয় কূটনীতিকরা জানিয়েছেন, আগামী ১৫ মে টোকিওতে ষষ্ঠ পররাষ্ট্রসচিব পর্যায়ের আলোচনায় বসবে বাংলাদেশ ও জাপান। সেখানে ঢাকার পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন। অন্যদিকে, টোকিও’র পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকিশি। আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় থাকবে। 

টোকিওতে আসন্ন এফওসি বৈঠক নিয়ে পররাষ্ট্রসচিবের সভাপতিত্বে চলতি সপ্তাহে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে জাপানের প্রস্তাবিত এবং বাংলাদেশের এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ার পর তিনি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে অধ্যাপক ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসর সফর করেন। 

এছাড়া, প্রধান উপদেষ্টার চীনে প্রথম দ্বিপাক্ষিক সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে। গত সপ্তাহে আর্থনা সামিট-২০২৫ উপলক্ষে চার দিনের সফরে কাতারে যান প্রধান উপদেষ্টা।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • প্রধান উপদেষ্টার জাপান সফরে প্রাধান্য পাবে যেসব বিষয়