হাইকোর্টের ৪৮টি বেঞ্চ গঠন, রোববার থেকে বিচারকাজ
Published: 17th, April 2025 GMT
বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৪৮টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের অনুমোদনক্রমে নবগঠিত এই বেঞ্চের তালিকা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ২০ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিচার কাজ পরিচালনার জন্য উল্লিখিত বেঞ্চগুলো গঠন করা হলো। তালিকা পর্যালোচনায় দেখা যায়, এই বেঞ্চের মধ্যে ৩০টি দ্বৈত বেঞ্চ, আর ১৮টি একক বেঞ্চ রয়েছে।
উল্লেখ্য, অবকাশকালীন ও ঈদের ছুটি শেষে ২০ এপ্রিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারকাজ শুরু হবে। এ লক্ষ্যে বিচারকাজে গতি আনতে হাইকোর্টের বেঞ্চগুলো পুনর্গঠন করা হয়েছে। এর ফলে সাধারণত বেঞ্চের বিচারপতিদের এখতিয়ার পুনর্বিন্যাস করা হয়। জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে কনিষ্ঠ বিচারপতিদের নিয়ে এসব বেঞ্চ পুনর্গঠন করা হয়ে থাকে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন