টানা তিন ম্যাচ জয়ের পর নারী বিশ্বকাপ বাছাইপর্বে আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে নিগারদের সামনে এখন কী হিসাব—এই প্রশ্ন হয়তো অনেকের মনেই উঁকি দিচ্ছে।

এই প্রশ্নের উত্তর খুঁজতে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চোখ বোলাতে হবে সবার আগে। ছয় দলের বাছাইপর্বে প্রতিটি দলের পাঁচটি করে ম্যাচ। বাংলাদেশ চার ম্যাচ খেলে তিন জয়ে পেয়েছে ৬ পয়েন্ট। পাকিস্তান আজ খেলছে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া থাইল্যান্ডের বিপক্ষে। এই প্রতিবেদন লেখার সময় টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান তাদের ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেটে তুলেছে ২০৫ রান।

ধরে নেওয়া যাক, এ ম্যাচ পাকিস্তান জিতবে। সেই অনুযায়ী হিসাব করলে টানা চার জয়ে ৮ পয়েন্ট পাওয়া পাকিস্তান বিশ্বকাপে জায়গা করে নেবে এক ম্যাচ হাতে রেখেই। ছয় দলের মধ্যে যেহেতু বিশ্বকাপের টিকিট পাবে দুটি দল, তাই বিশ্বকাপে যেতে হলে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রতিযোগিতার আরেক দল আয়ারল্যান্ড চার ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপে যাওয়ার লড়াই থেকে এরই মধ্যে ছিটকে গেছে।

স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের পয়েন্টই চার ম্যাচ শেষে ৪ করে। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চেয়ে নেট রান রেটেও পিছিয়ে তারা। বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামী পরশু সেই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। হেরে গেলেও সুযোগ থাকবে নিগার সুলতানাদের।

আরও পড়ুননিগারদের বিশ্বকাপ–অপেক্ষা বাড়াল ওয়েস্ট ইন্ডিজ২ ঘণ্টা আগে

পাকিস্তানের কাছে হারলে সেই হার যদি খুব বড় না হয়, তাহলে নেট রান রেট ধনাত্মকই (‍+) থাকবে বাংলাদেশের। এই মুহূর্তে বাংলাদেশের নেট রান রেট ‍+১.

০৩৩। স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে স্কটল্যান্ড হেরে গেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই থেকে ছিটকে যাবে। আর যদি খুব বড় ব্যবধানে না জেতে, তাহলেও হয়তো নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকবে স্কটিশরা (‍+০.১৩৬)। স্কটল্যান্ড–আয়ারল্যান্ড ম্যাচটি আগামীকাল।

বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে থাকা আরেক দল ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচটি খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। আগামী পরশুর সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতবে বলে যদি ধরে নেওয়া হয়, তাহলেও বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে থাকতে দলটিকে জিততে হবে বড় ব্যবধানে। কারণ, এই মুহূর্তে নেট রান রেটে সবচেয়ে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজই (–০.২৮৩)।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প র ট ক ট প স কটল য ন ড

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ