টানা তিন ম্যাচ জয়ের পর নারী বিশ্বকাপ বাছাইপর্বে আজ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারার পর এ বছরের সেপ্টেম্বর–অক্টোবরে হতে যাওয়া মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা পেতে নিগারদের সামনে এখন কী হিসাব—এই প্রশ্ন হয়তো অনেকের মনেই উঁকি দিচ্ছে।

এই প্রশ্নের উত্তর খুঁজতে বাছাইপর্বের পয়েন্ট তালিকায় চোখ বোলাতে হবে সবার আগে। ছয় দলের বাছাইপর্বে প্রতিটি দলের পাঁচটি করে ম্যাচ। বাংলাদেশ চার ম্যাচ খেলে তিন জয়ে পেয়েছে ৬ পয়েন্ট। পাকিস্তান আজ খেলছে এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া থাইল্যান্ডের বিপক্ষে। এই প্রতিবেদন লেখার সময় টসে জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান তাদের ইনিংসে ৫০ ওভারে ৬ উইকেটে তুলেছে ২০৫ রান।

ধরে নেওয়া যাক, এ ম্যাচ পাকিস্তান জিতবে। সেই অনুযায়ী হিসাব করলে টানা চার জয়ে ৮ পয়েন্ট পাওয়া পাকিস্তান বিশ্বকাপে জায়গা করে নেবে এক ম্যাচ হাতে রেখেই। ছয় দলের মধ্যে যেহেতু বিশ্বকাপের টিকিট পাবে দুটি দল, তাই বিশ্বকাপে যেতে হলে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। প্রতিযোগিতার আরেক দল আয়ারল্যান্ড চার ম্যাচের তিনটিতে হেরে বিশ্বকাপে যাওয়ার লড়াই থেকে এরই মধ্যে ছিটকে গেছে।

স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলের পয়েন্টই চার ম্যাচ শেষে ৪ করে। ৬ পয়েন্ট পাওয়া বাংলাদেশের চেয়ে নেট রান রেটেও পিছিয়ে তারা। বাংলাদেশ তাদের শেষ ম্যাচটি খেলবে পাকিস্তানের বিপক্ষে। আগামী পরশু সেই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই বিশ্বকাপের টিকিট পাবে বাংলাদেশ। হেরে গেলেও সুযোগ থাকবে নিগার সুলতানাদের।

আরও পড়ুননিগারদের বিশ্বকাপ–অপেক্ষা বাড়াল ওয়েস্ট ইন্ডিজ২ ঘণ্টা আগে

পাকিস্তানের কাছে হারলে সেই হার যদি খুব বড় না হয়, তাহলে নেট রান রেট ধনাত্মকই (‍+) থাকবে বাংলাদেশের। এই মুহূর্তে বাংলাদেশের নেট রান রেট ‍+১.

০৩৩। স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। সেই ম্যাচে স্কটল্যান্ড হেরে গেলে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াই থেকে ছিটকে যাবে। আর যদি খুব বড় ব্যবধানে না জেতে, তাহলেও হয়তো নেট রান রেটে বাংলাদেশের চেয়ে পিছিয়েই থাকবে স্কটিশরা (‍+০.১৩৬)। স্কটল্যান্ড–আয়ারল্যান্ড ম্যাচটি আগামীকাল।

বাংলাদেশের সঙ্গে বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে থাকা আরেক দল ওয়েস্ট ইন্ডিজ তাদের শেষ ম্যাচটি খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। আগামী পরশুর সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতবে বলে যদি ধরে নেওয়া হয়, তাহলেও বিশ্বকাপের টিকিট পাওয়ার লড়াইয়ে থাকতে দলটিকে জিততে হবে বড় ব্যবধানে। কারণ, এই মুহূর্তে নেট রান রেটে সবচেয়ে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজই (–০.২৮৩)।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব শ বক প র ট ক ট প স কটল য ন ড

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ