‘গোল্ডেন ডোম’ তৈরি করছে যুক্তরাষ্ট্র, কাজ পেতে পারে মাস্কের প্রতিষ্ঠান
Published: 17th, April 2025 GMT
শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষায় তৎপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসার পর ইতিমধ্যেই ‘গোল্ডেন ডোম’ নামের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল তৈরির জন্য নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। এই কাজ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সসহ আরও দুটি প্রতিষ্ঠান। ভিন্ন ছয়টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর দেওয়া তথ্য অনুযায়ী স্পেসএক্স বাদে বাকি দুটি প্রতিষ্ঠান হলো সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ‘প্যালান্টিয়ার’ ও ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যান্ডুরিল’। তিনটি প্রতিষ্ঠানের উদ্যোক্তারাই ট্রাম্পের বড় রাজনৈতিক সমর্থক। তাঁদের মধ্যে ইলন মাস্ক গত প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিপুল পরিমাণ অর্থসহায়তা দিয়েছেন। তিনি বর্তমানে ট্রাম্পের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্পেসএক্সের গোল্ডেন ডোমের কাজ পাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে। তারপরও কয়েকটি সূত্র জানিয়েছে যে এই প্রতিরক্ষাব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এখনো শুরুর দিকে রয়েছে। প্রতিরক্ষাব্যবস্থাটির কাঠামো শেষ পর্যন্ত কেমন হবে এবং এটি তৈরির কাজে কাকে নির্বাচন করা হবে, তা আগামী মাসগুলোয় নাটকীয়ভাবে পরিবর্তিত হতে পারে।
নিজেদের পরিকল্পনা তুলে ধরতে বিগত সপ্তাহগুলোয় ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সূত্র জানিয়েছে, গোল্ডেন ডোম প্রতিরক্ষাব্যবস্থায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও সেগুলোর গতিবিধি শনাক্ত করার জন্য ৪০০ থেকে ১ হাজারের বেশি স্যাটেলাইট তৈরি করে পৃথিবীর কক্ষপথে পাঠানো হতে পারে।
এ ছাড়া গোল্ডেন ডোমের আওতায় হামলা চালানোর জন্য আলাদা ২০০টি স্যাটেলাইটের বহর কক্ষপথে পাঠানো হতে পারে। স্যাটেলাইটগুলোয় ক্ষেপণাস্ত্র বা লেজার মোতায়েন থাকবে বলে জানিয়েছে তিনটি সূত্র। তবে স্যাটেলাইটে অস্ত্র মোতায়েনের কাজের সঙ্গে স্পেসএক্সকে যুক্ত করা হবে না বলে ধারণা করা হচ্ছে।
গোল্ডেন ডোমের কাজ পাওয়া নিয়ে স্পেসএক্স, প্যালান্টিয়ার, অ্যান্ডুরিল ও হোয়াইট হাউসের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি তারা। রয়টার্সকে বিস্তারিত কিছু জানায়নি পেন্টাগনও। শুধু বলেছে যে নির্বাহী আদেশ ও হোয়াইট হাউসের নীতিমালা মেনে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের তালিকা মার্কিন প্রেসিডেন্টের কাছে দেবে। সেখান থেকে কাদের বেছে নেওয়া হবে, সে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট।
উল্লেখ্য, ইসরায়েলের তৈরি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোম। অত্যাধুনিক এ ব্যবস্থা দিয়ে দেশটি হাজার হাজার রকেট আকাশেই ধ্বংস করে দেয়। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বারবার ইসরায়েলের আয়রন ডোমৈর মতো একটিআকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নির্মাণ করার কথা বলেছিলেন।
গোল্ডেন ডোমের ‘গ্রাহক হবে’ সরকার
সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সরকারকে দেওয়া স্পেসএক্সের প্রস্তাবে বলা হয়েছে, তারা গোল্ডেন ডোম তৈরির পর তা ব্যবহারের জন্য মার্কিন সরকারকে এর গ্রাহক হতে হবে। অর্থাৎ, অর্থ দিয়ে এই প্রতিরক্ষাব্যবস্থার সুবিধা নিতে পারবে সরকার। তবে এতে করে গোল্ডন ডোম নির্মাণ ও মূল্য নির্ধারণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারাতে পারে সরকার।
গ্রাহকভিত্তিক গোল্ডেন ডোম প্রতিরক্ষাব্যবস্থার ওপর নির্ভরশীলতা নিয়ে পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন বলে জানিয়েছে দুটি সূত্র। এ ধরনের বিশাল ও গুরুত্বপূর্ণ প্রতিরক্ষাব্যবস্থায় এ ধরনের নির্ভরশীলতা অস্বাভাবিক বলে মনে করেন ওই কর্মকর্তারা।
গোল্ডেন ডোমের আংশিক মালিকানা বা পরিচালনার দায়িত্ব স্পেসএক্সকে দেওয়া হবে কি না, তা নিয়ে আলোচনা করছেন মার্কিন মহাকাশ বাহিনীর জেনালের মাইকেল গুয়েটলাইন। এ ছাড়া অন্য বিকল্পের কথাও ভাবা হচ্ছে। যেমন যুক্তরাষ্ট্র সরকারই এর মালিকানা ও পরিচালনার দায়িত্বে থাকবে অথবা সরকার এর মালিকানায় থাকবে আর পরিচালনার দায়িত্ব দেওয়া হবে অন্য প্রতিষ্ঠানকে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন যে প্রতিরক্ষাব্যবস্থাটি তৈরির জন্য পেন্টাগনের কাছে ১৮০টির বেশি প্রতিষ্ঠান আগ্রহের কথা জানিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এপিরাস, উরসা মেজর, আর্মাডার ইত্যাদি। সূত্র জানিয়েছে, কিছু প্রতিষ্ঠান এরই মধ্যে নিজেদের সক্ষমতা হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাছে তুলে ধরেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স য ট ল ইট স প সএক স কর মকর ত র র জন য সরক র
এছাড়াও পড়ুন:
কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন
টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।
এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।
গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।
প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।