বয়স ৩৩ পেরিয়ে গেছে। সাধারণত এই বয়সের ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন করতে বেশ দর–কষাকষি করে ক্লাবগুলো। ভার্জিল ফন ডাইকের ক্ষেত্রে অবশ্য হয়েছে উল্টোটা। তাঁকে যেভাবেই হোক রেখে দিতে মরিয়া ছিল লিভারপুল। নেদারল্যান্ডসের এই ডিফেন্ডারও ভালোবাসার ক্লাব ছেড়ে যেতে চাননি। তবে তাঁকে রাখতে গিয়ে বড় অঙ্কের খরচা করতে হচ্ছে লিভারপুলকে। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন ফন ডাইক। ব্রিটিশ একাধিক পত্রিকা জানাচ্ছে, চুক্তি নবায়নের পর সপ্তাহে চার লাখ পাউন্ড বেতন পাবেন ফন ডাইক।

নতুন চুক্তির পর ফন ডাইক এখন শুধু লিভারপুলেরই নন, ইউরোপের সবচেয়ে বেশি বেতন পাওয়া ডিফেন্ডার। প্রশ্ন হচ্ছে, তিনিই কি বিশ্বে সবচেয়ে বেশি বেতনের ডিফেন্ডার? উত্তরটা হচ্ছে, না। সৌদি প্রো লিগের এত পেট্রো-ডলারের ছড়াছড়ি যে তাদের সঙ্গে বেতন-ভাতায় পাল্লা দেওয়া এখন ইউরোপের ক্লাবগুলোর জন্য কঠিন হয়ে গেছে।

বিশ্বের সবচেয়ে দামি ডিফেন্ডার কালিদু কুলিবালি সপ্তাহে বেতন পান ৫ লাখ ৫৩ হাজার ২২৫ পাউন্ড!.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সবচ য়

এছাড়াও পড়ুন:

লিটারে এক টাকা কমলো জ্বালানি তেলের দাম

জ্বালানি তেলের দাম  লিটারে ১ টাকা কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা আগামী ১ মে থেকে কার্যকর হবে।

বুধবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৫ সালের মে মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার ১২২ টাকা থেকে কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ১২৬ টাকা থেকে কমিয়ে ১২৫ টাকা করা হয়েছে।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করে আসছে সরকার।

এর আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়ানো হয়েছিল।

ঢাকা/হাসান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ