ঢাকায় ডেঙ্গুতে এক কিশোরের মৃত্যু
Published: 19th, April 2025 GMT
দেশে আজ শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টা সময় ডেঙ্গু আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে চার ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। অন্য তিনজন ছিলেন মধ্যবয়সী। তাঁদের মধ্যে দুজন ছিলেন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একটি হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে চলতি মাসের প্রথম মৃত্যুও হয়ে ছিল এই এলাকার হাসপাতালে গত ৫ এপ্রিল। অন্য দুজনের মৃত্যু হয়েছিল ১২ এপ্রিল বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন রয়েছেন বরিশাল বিভাগে। এর বাইরে চট্টগ্রাম ও খুলনা বিভাগের রয়েছেন ৪ জন ও ৩ জন। ঢাকা উত্তর সিটির ও দক্ষিণ সিটির হাসপাতালগুলো ভর্তি হয়েছেন যথাক্রমে ৫ ও ৭ জন।
চলতি বছরে এ পর্যন্ত ১৭ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে ৩ জন এবং জানুয়ারিতে ১০ জন মারা যান। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯ জনসহ হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৫ রোগীর মধ্যে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশু রয়েছে দুটি। দুটিই মেয়ে শিশু। অন্যদিকে সত্তোরোর্ধ্ব ব্যক্তি রয়েছেন ১ জন, তিনি পুরুষ। বয়সের স্তর বিবেচনায় সর্বোচ্চ ৫ জন রয়েছেন ১৬ থেকে ২০ বছর বয়সী। তাঁদের মধ্যে চারজন তরুণী। ৩৫ রোগীর মধ্যে ১৬ জন পুরুষ, ১৯ জন নারী। আর চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৫৪ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ৭ শতাংশ নারী। এ বছর মারা যাওয়া ১৭ রোগীর মধ্যে পুরুষের সংখ্যা বেশি, শতাংশের হিসেবে এ হার ৬১ দশমিক ২।
দেশে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। আর গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়, হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন।
আরও পড়ুনডেঙ্গুতে দুজনের মৃত্যু, দুজনই বরিশালের১২ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//