ঢাকায় ডেঙ্গুতে এক কিশোরের মৃত্যু
Published: 19th, April 2025 GMT
দেশে আজ শনিবার সকাল ৮টা থেকে আগের ২৪ ঘণ্টা সময় ডেঙ্গু আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে চার ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। অন্য তিনজন ছিলেন মধ্যবয়সী। তাঁদের মধ্যে দুজন ছিলেন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত দেওয়া সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একটি হাসপাতালে ওই কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে চলতি মাসের প্রথম মৃত্যুও হয়ে ছিল এই এলাকার হাসপাতালে গত ৫ এপ্রিল। অন্য দুজনের মৃত্যু হয়েছিল ১২ এপ্রিল বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ১৬ জন রয়েছেন বরিশাল বিভাগে। এর বাইরে চট্টগ্রাম ও খুলনা বিভাগের রয়েছেন ৪ জন ও ৩ জন। ঢাকা উত্তর সিটির ও দক্ষিণ সিটির হাসপাতালগুলো ভর্তি হয়েছেন যথাক্রমে ৫ ও ৭ জন।
চলতি বছরে এ পর্যন্ত ১৭ ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে ৩ জন এবং জানুয়ারিতে ১০ জন মারা যান। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২২৭ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৯ জনসহ হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ৮৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩৫ রোগীর মধ্যে শূন্য থেকে ৫ বছর বয়সী শিশু রয়েছে দুটি। দুটিই মেয়ে শিশু। অন্যদিকে সত্তোরোর্ধ্ব ব্যক্তি রয়েছেন ১ জন, তিনি পুরুষ। বয়সের স্তর বিবেচনায় সর্বোচ্চ ৫ জন রয়েছেন ১৬ থেকে ২০ বছর বয়সী। তাঁদের মধ্যে চারজন তরুণী। ৩৫ রোগীর মধ্যে ১৬ জন পুরুষ, ১৯ জন নারী। আর চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ৫৪ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৪৫ দশমিক ৭ শতাংশ নারী। এ বছর মারা যাওয়া ১৭ রোগীর মধ্যে পুরুষের সংখ্যা বেশি, শতাংশের হিসেবে এ হার ৬১ দশমিক ২।
দেশে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। আর গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়, হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন।
আরও পড়ুনডেঙ্গুতে দুজনের মৃত্যু, দুজনই বরিশালের১২ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ঢাবি থেকে ড. জাকির নায়েককে ডক্টরেট দেওয়ার দাবি শিক্ষার্থীদের
তুলনামূলক ধর্মতত্ত্বের ওপর বিশ্ববরেণ্য ইসলামী বক্তা ড. জাকির নায়েককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ দেওয়ার দাবি জানিয়েছেন একদল শিক্ষার্থী।
সোমবার (৩ নভেম্বর) এ দাবিতে ঢাবি উপ-উপাচার্যের (প্রশাসন) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। স্মারকলিপি প্রদান শেষে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথা জানান তারা।
আরো পড়ুন:
বিএনপি ক্ষমতার একচ্ছত্র দখলদারি বহাল রাখতে চায়: ডাকসু
ঢাবি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে ২ কমিটি
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ড. জাকির নায়েক একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী চিন্তাবিদ ও মানবতাবাদী সংগঠক। তিনি শুধু ইসলাম প্রচারই করেননি, বরং মানবকল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তার প্রতিষ্ঠিত ‘ইউনাইটেড এইড’ নামের সংগঠনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হাজারো শিক্ষার্থী বৃত্তি ও সহযোগিতা পাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে মানবতার প্রতিনিধি হিসেবে স্বীকৃতি পেয়েছেন।
তারা বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের ষড়যন্ত্রে তাকে দেশত্যাগে বাধ্য করা হলেও মালয়েশিয়া তাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে গ্রহণ করেছে। এমন একজন মানবতাবাদী ও জ্ঞানচর্চার প্রতীক ব্যক্তিত্বকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করে, তাহলে তা দেশের মর্যাদাকে আরো উজ্জ্বল করবে।
এ সময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশেষ সমাবর্তনের মাধ্যমে ড. জাকির নায়েককে ডিগ্রি প্রদান করে দাবি জানান।
এছাড়া তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের প্রতি ক্রমবর্ধমান বুলিং, হ্যারাসমেন্ট ও ধর্মীয় উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানচর্চার স্থানে নারী শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণ ও অনলাইন বুলিং উদ্বেগজনকভাবে বাড়ছে। আমরা উপাচার্যের সঙ্গে আলোচনায় জেনেছি, ইতোমধ্যেই হ্যারাসমেন্ট ও সাইবার ট্যাগিং প্রতিরোধে কমিটি গঠন করা হয়েছে। তবে এসব কমিটি দ্রুত কার্যকর করতে হবে, যাতে অপরাধীরা শাস্তির আওতায় আসে।
ঢাকা/সৌরভ/মেহেদী