সুনামগঞ্জ মেডিকেল কলেজে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস (হাতে-কলমে শিক্ষা) নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা আজ রোববার সকাল ১০টা থেকে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন।

পুলিশ প্রথমে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে বেলা সাড়ে ১১টার সময় তাঁদের সড়ক থেকে সরিয়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা তাঁদের ওপর লাঠিপেটা করেছেন। কারও কারও গায়ে হাত তোলা হয়েছে। তবে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেজবাহ উদ্দিন বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিক। কিন্তু যেহেতু তারা রাস্তা বন্ধ করে রেখেছিল এবং সরতে চায়নি, তাই কিছুটা বল প্রয়োগ করে আমরা তাদের ক্যাম্পাসের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। এর বেশি কিছু হয়নি এখানে।’

বিভিন্ন দাবিতে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন। বিক্ষোভ, মানববন্ধন, সড়ক অবরোধ এবং স্বাস্থ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন।

আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ১০টায় কলেজের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে সড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরির মাধ্যমে সড়ক অবরোধ করে তাঁদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। তখন সড়কের দুই দিকে অনেক যানবাহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে পার্শ্ববর্তী শান্তিগঞ্জ থানার পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, কিন্তু তাঁরা অবরোধ তুলতে রাজি হননি। পরে সেনাবাহিনীর সদস্যরা তাঁদের জোর করে সড়ক থেকে সরিয়ে দেন।

কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভূঁইয়া বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে মন্ত্রণালয়ে আলোচনা করেছি। তারা মূলত দাবিগুলো নিয়েই সড়কে গিয়েছিল। আমরা সব শিক্ষকেরাই তাদের বোঝানোর চেষ্টা করছি।’

২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এরপর ২০২৩ সালে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয়। ২০২৪ সালে ক্যাম্পাসে ৫০০ শয্যার হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পরও এখনো হাসপাতালের কার্যক্রম শুরু হয়নি। এখন বলা হচ্ছে ২০২৬ সালে হবে।
হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস করতে পারছেন না। ওয়ার্ড সেবা না থাকায় হাতে–কলমে শিক্ষা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছেন। চলতি বছরের জুনের মধ্যে প্রয়োজনীয় লোকবল নিয়োগ দিয়ে হাসপাতাল চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত, এর আগে প্রয়োজনীয় ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ দিয়ে জেলা সদর হাসপাতালে সপ্তাহে ছয় দিন ক্লিনিক্যাল ক্লাসের ব্যবস্থা করা। জেলা সদরে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য কমপক্ষে তিনটি বাসের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

সুনামগঞ্জ জেলা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সদর উপজেলার মদনপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে এই মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত। ২০২১ সালের ১২ সেপ্টেম্বর জেলার শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে অস্থায়ী ক্যাম্পাস হিসেবে ৫০ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। এর প্রায় দুই বছর পর ২০২৩ সালের ৫ নভেম্বর স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর হয় প্রতিষ্ঠানটি। বর্তমানে কলেজে পাঁচটি ব্যাচে ২৮০ জন শিক্ষার্থী আছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সড়ক অবর ধ সড়ক থ ক কল জ র

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ