জীবনের প্রথম ট্রফি জয় থেকে মাত্র দুই ম্যাচ দূরে হ্যারি কেইন
Published: 21st, April 2025 GMT
শেষ পর্যন্ত তবে ঘটনা ঘটছেই! হ্যারি কেইন তাহলে জীবনের প্রথম ট্রফিটা জিততে যাচ্ছেন! কিছুটা অবাক করার মতো হলেও এটাই কিন্তু বাস্তব। কেইন এখন সিনিয়র পেশাদার ক্যারিয়ারের প্রথম ট্রফি থেকে মাত্র দুই ম্যাচ দূরে। বুন্দেসলিগায় আর মাত্র দুই ম্যাচ জিতলেই লিগ নিশ্চিত হবে বায়ার্ন মিউনিখের, যা হবে কেইনের ক্যারিয়ারের প্রথম শিরোপা।
বায়ার্নের মতো শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে লিভারপুলও। লিভারপুলের অবশ্য দুই ম্যাচ নয়, এক ম্যাচ জিতলেই চলবে। তবে বুন্দেসলিগা ও প্রিমিয়ার লিগের মতো হিসাবটা সহজ নয় সিরি আ ও লা লিগায়। এই দুই লিগেই জমে উঠেছে লড়াই। এমনকি এই দুই লিগের শিরোপা লড়াই গড়াতে পারে শেষ দিন পর্যন্ত।
কেইনের প্রথম শিরোপার অপেক্ষাকেইনের ট্রফি জয়ের আশা সম্ভবত তাঁর অন্ধ ভক্তরাও একসময় ছেড়ে দিয়েছিলেন। টটেনহামে ১৪ বছরের ক্যারিয়ারে নিজেকে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে প্রতিষ্ঠিত করলেও জেতা হয়নি কোনো শিরোপা। ইংল্যান্ডের হয়ে পরপর দুবার ইউরোর ফাইনালে খেলেও শিরোপাহীন থাকতে হয়েছিল কেইনকে। এমনকি কেইন আশার পর প্রথম মৌসুমটা শিরোপাহীন কেটেছে জার্মান ক্লাব বায়ার্নেরও। তবে সেই গেড়ো বোধ হয় অবশেষে খুলতে শুরু করেছে।
আরও পড়ুনবার্সাকে জবাব দেওয়া ‘কামব্যাকে’ শিরোপার লড়াইয়ে টিকে থাকল রিয়াল ৫ ঘণ্টা আগেনিজের জীবনের প্রথম শিরোপা থেকে এখন মাত্র দুই ম্যাচ দূরে দাঁড়িয়ে কেইন। বুন্দেসলিগায় হফেনহেইমের বিপক্ষে ৪–০ গোলের জয়ের পর বায়ার্নের পয়েন্ট এখন ৩০ ম্যাচে ৭২। অন্যদিকে সেন্ট পাউলির সঙ্গে ১–১ গোলে ড্র করা লেভারকুসেনের পয়েন্ট এখন ৩০ ম্যাচে ৬৪। লিগে এখন বাকি আছে ৪ ম্যাচ। যেখানে পরের দুই ম্যাচ জিতলে কোনো হিসাব ছাড়াই চ্যাম্পিয়ন হবে বায়ার্ন। আর লেভারকুসেন যদি নিজেদের ম্যাচে পয়েন্ট হারায়, তবে আরও আগেই শিরোপা উদ্যাপনে মাততে পারবে বায়ার্ন।
ইন্টার–নাপোলি সমানে সমানএই মুহূর্তে ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শিরোপা লড়াইটা চলছে ইতালিতে। ইন্টার মিলান ও নাপোলি দুই দলেরই আছে ট্রফি জয়ের সমান সম্ভাবনা। সর্বশেষ মনৎসাকে হারানোর পর ৩৩ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৭১। গতকাল রাতে ইন্টার মিলানের সুযোগ ছিল নাপোলিকে ছাড়িয়ে যাওয়ার। কিন্তু বোলোনিয়ার কাছে ইন্টার হেরে গেছে ১–০ গোলে। যার ফলে এখন ইন্টারের পয়েন্টও ৭১। এই পরিস্থিতিতে শেষ ৫ ম্যাচ দিয়েই নির্ধারিত হবে লিগ শিরোপা। যেখানে ইন্টারের সামনে আছে রোমা ও লাৎসিওর মতো প্রতিপক্ষ। আর নাপোলি চ্যালেঞ্জে পড়তে পারে তুরিনো এবং জেনোয়ার বিপক্ষে।
অ্যানফিল্ডেই তবে লিভারপুলের উদ্যাপনলিভারপুল শিরোপা জিততে পারত গতকাল রোববার রাতেই। ইপসউইচ টাউনের বিপক্ষে আর্সেনাল হারলেই হতো। কিন্তু অবনমন অঞ্চলের দল ইপসউইচকে ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। যার ফলে লেস্টার সিটির বিপক্ষে জিতেও এখন অপেক্ষায় থাকতে হচ্ছে লিভারপুলকে। তবে লিভারপুলের ট্রফি জয়ের অপেক্ষা শেষ হতে পারে আগামী রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে।
আরও পড়ুনশিরোপা থেকে ১ জয়ের দূরত্বে লিভারপুল, ফিরেই নায়ক আলেকজান্ডার–আরনল্ড১৪ ঘণ্টা আগেসেদিন টটেনহামের বিপক্ষে জয় পেলে আর কোনো হিসাবে না গিয়েই চ্যাম্পিয়নস হবে ‘অল রেড’রা। লিভারপুল অবশ্য মাঠে না নেমেও চ্যাম্পিয়ন হতে পারে। সে জন্য বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পয়েন্ট হারতে হবে আর্সেনালকে। বর্তমানে ৩৩ ম্যাচ শেষে শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৭৯। আর সমান ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৬৬।
এল ক্লাসিকোতেই কি শিরোপা নির্ধারণলা লিগায় নিজেদের শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জিতেছে বার্সেলানা ও রিয়াল মাদ্রিদ। সেল্তা ভিগোর বিপক্ষে ৪–৩ গোলের জয়ের পর বার্সার পয়েন্ট এখন ৩২ ম্যাচে ৭৩। আর গতকাল রাতে অ্যাথলেটিক বিলবাওকে হারানো রিয়ালের পয়েন্ট এখন সমান ৩২ ম্যাচে ৬৯। লিগে এখন ৬ ম্যাচ করে বাকি।
আরও পড়ুনখাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বার্সার অবিশ্বাস্য জয় ১৯ এপ্রিল ২০২৫আর ৬ ম্যাচে রিয়ালকে শিরোপা জিততে ঘোচাতে হবে ৪ পয়েন্টের পার্থক্য। এ ক্ষেত্র আগামী ১১ মের রিয়াল–বার্সার এল ক্লাসিকোই হয়তো নির্ধারণ করে দিতে পারে লিগ শিরোপা। আবার শিরোপা জিততে অপেক্ষা করতে হতে পারে একেবারে শেষ দিন পর্যন্তও। তবে যেটাই হোক, লা লিগা যে আগামী কদিন রোমাঞ্চ উপহার দেবে সেটা বলাই যায়।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আর স ন ল র প রথম ইন ট র
এছাড়াও পড়ুন:
ভুলে সীমানায় পা, বিএসএফ সদস্যকে আটক করল পাকিস্তান
ভুলক্রমে সীমানায় ঢুকে পড়ায় পাকিস্তানি রেঞ্জারদের হাতে আটক হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য পুর্নমকুমার সাউ। ঘটনার পর পাকিস্তানের সঙ্গে তিনবার পতাকা বৈঠকে বসলেও বিষয়টির কোনো সুরাহা হয়নি। এমনকি বিএসএফের অনুরোধেও কর্ণপাত করছে না পাকিস্তান। এমন পরিস্থিতিতে কলকাতা থেকে পঠানকোট বিএসএফ দপ্তরে স্বামীর সর্বশেষ খবর জানিত ছুটে গেছেন পুর্নমের অন্তঃসত্ত্বা স্ত্রী ও পরিবার।
ভারতের জম্মু-কাশ্মীরে পেহেলগাও সন্ত্রাসবাদী হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে ভারতের চলমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে আটক হন বিএসএফ সদস্য পুর্নমকুমার সাউ। পশ্চিমবঙ্গের হুগলি জেলার রিষড়া পৌরসভার ১৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা তিনি। পুর্নম পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে দায়িত্ব পালন করছিলেন। তিনি চব্বিশ ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবল।
বিএসএফ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে কড়া রোদে ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে আশ্রয় নেন পুর্নম। এ সময় তিনি ভুল করে বর্ডার পেরিয়ে গেলে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হন। এ দিকে ঘটনার পর তিনবার পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিএসএফ। কিন্তু তারা পুর্নমকুমার সাউকে ফিরিয়ে দেয়নি।
স্বামীর এমন দুঃসংবাদে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। শেষবার হোলির সময় ছুটিতে বাড়ি গিয়েছিলেন পুর্নম। গত ৩১ মার্চ কাজে যোগ দেন তিনি।
পুর্নমের বাবা ভোলানাথ সাউ জানান, ছেলেকে নিয়ে তিনি খুবই চিন্তিত। কোনো খবর পাচ্ছেন না। বিএসএফ কর্তাব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তারা মিটিংয়ে ব্যস্ত রয়েছেন বলে তাকে জানানো হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে ছেলেকে মুক্ত করে ফিরিয়ে নিয়ে আসার আবেদন জানিয়েছেন।
সীমান্তরক্ষীদের ভুল করে নিয়ন্ত্রণরেখা পার হওয়ার ঘটনা নতুন নয়। এ ক্ষেত্রে দুই বাহিনীর বৈঠকের পরে তাদের মুক্তিও দেওয়া হয়। কিন্তু বর্তমান সীমান্ত পরিস্থিতি ভিন্ন। পাক রেঞ্জার্সের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া মুক্তি দেওয়া সম্ভব নয়। গত শুক্রবার পর্যন্ত এই ইস্যুতে তিনবার পতাকা বৈঠকে বসেছেন বিএসএফ এবং পাক রেঞ্জার্সের প্রতিনিধি দল। কিন্তু মিমাংসা হয়নি।
এরপরই রবিবার পুর্নমের বাড়ি যান বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা পুর্নমকে মুক্ত করে ফিরিয়ে আনার আশ্বাস দেন। যদিও মৌখিক কথায় আর ভরসা রাখতে রাজি নন রজনী। এ কারণে তিনি পরিবারের সদস্যদের নিয়ে আজ সোমবার পাঠানকোটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখানে তথ্য না পেলে দিল্লি গিয়ে স্বামীর খবর জানতে চাইবেন বলেও জানিয়েছেন তিনি।
বিএসএফের পরিচালক জেনারেল দলজিৎ চৌধুরী জানিয়েছেন ঘটনার পরে ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পুর্নমকুমার সাউকে ফিরিয়ে আনতে সব রকমের চেষ্টা চলছে। এমনকি পাকিস্তানি রেঞ্জারদের সঙ্গে কমান্ডার স্তরে বৈঠকের অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি।
সুচরিতা/তারা