‘এখানেই করে ফেলবেন?’—মাঠে জিম্বাবুয়ের কোনো প্রতিনিধির সংবাদ সম্মেলনে আসার অপেক্ষায় থাকা সাংবাদিকদের উদ্দেশে বললেন দলটির ম্যানেজার লাভমোর বান্দা। মুচকি হাসিটা তাঁর মুখে লেগে আছে তখনো।

তবে গম্ভীর মুখ ছিল সাংবাদিকদের সামনে আসা ব্রায়ান বেনেটের। নাহিদ রানার বলে আউট হয়ে যাওয়ার ঘটনাটাই মনে পড়ে কি না, কে জানে!

পাঁচ টেস্টের ক্যারিয়ারে প্রথম ফিফটি তিনি আজ পেয়েছেন বাংলাদেশের বিপক্ষে। এত অল্পতেই  অবশ্য তাঁর খুশি হওয়ার কথা নয়—টেস্ট শতকের দেখা ইতিমধ্যেই পেয়ে যাওয়া এই ব্যাটসম্যান আজও নিশ্চয়ই পৌঁছাতে চেয়েছিলেন তিন অঙ্কেই। নাহিদের বলে কাট করতে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে দাঁড়ানো জাকের আলীর হাতে।

দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে নাহিদকে খেলার অভিজ্ঞতার কথা শোনাচ্ছিলেন বেনেট, ‘তাঁর বলে গতি আছে, কিন্তু আমার মনে হয় যত জোরে বল আসে, তত আমি মারতে পারি। বিষয়টা হচ্ছে বলটা শেষ পর্যন্ত দেখা। আজকে আমার কাট শটগুলো একদম ঠিকঠাক ছিল। আমার মনে হয় ওই বলটাতে (আউট হওয়ার) প্রয়োগে ভুল হয়েছে।’

প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে দিয়েছিল জিম্বাবুয়ে। এরপর দলটি পায় ৮২ রানের লিড। দিন শেষে ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশ অবশ্য পিছিয়ে আছে ২৫ রানে। এই অবস্থায় কাকে এগিয়ে রাখছেন বেনেট?

তাঁর উত্তর, ‘আমার মনে হয় খেলাটা এখন ভারসাম্যপূর্ণ জায়গায় আছে। আমাদের মনে হচ্ছে বিকেলে ওই উইকেটটা নেওয়ার পর আমরাই এগিয়ে আছি। কালকের দিনটা গুরুত্বপূর্ণ। আমাদের কাল সকালে শক্তভাবে ফিরতে হবে। আশা করি তারা আমাদের বড় কোনো লক্ষ্য দিতে পারবে না।’

শেষ বিকেলে দুটি ক্যাচ ছেড়েছেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। তা না হলে আরেকটু এগিয়েই থাকার কথা ছিল জিম্বাবুয়ের।

এখনো অবশ্য জিম্বাবুয়ের জয়ের সুযোগটা ভালোভাবেই দেখছেন বেনেট, ‘আমার মনে হয় জেতার ভালো সুযোগই আমাদের আছে। এখনো ২০-৩০ রানে এগিয়ে আছি। বোলাররা আজ রাতে বিশ্রাম পাবে। তারা কাল শক্ত লড়াই করবে। আপনি জানেন না কী ঘটবে। এখনো এই টেস্টে অনেকটা সময় বাকি আছে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আম দ র

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ