গত বছরের এপ্রিলে জেসন গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এই পেসারের সঙ্গে পিসিবির চুক্তি ছিল দুই বছরের। কিন্তু বোর্ড কর্তাদের নানা ধরনের কর্মকাণ্ডে তিনি এতটাই বিরক্ত হয়ে ওঠেন যে ছয় মাসের মধ্যেই পদত্যাগ করেন।

ডিসেম্বরে বাবর–রিজওয়ানদের দায়িত্ব ছাড়া গিলেস্পি সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে জানান, পাকিস্তানে কাজ করে কোচিংয়ের স্বাদ মিটে গেছে তাঁর। ভবিষ্যতে কোনো দলের পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করবেন কি না, সে ব্যাপারেও নিশ্চিত নন।

কয়েক দিন আগে পাকপ্যাশন পডকাস্টের সঙ্গেও আলোচনা হয় গিলেস্পির। সেই আলোচনায় তিনি পিসিবির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনেন। ৫০ বছর বয়সী এই কোচ দাবি করেন, পাওনা টাকা না নিয়েই তাঁকে পাকিস্তান থেকে বিদায় নিতে হয়েছে।

তবে গিলেস্পির এমন দাবি নাকচ করে দিয়েছে পিসিবি। বরং গিলেস্পিই চুক্তির শর্ত লঙ্ঘন করে পাকিস্তান ছেড়েছেন বলে বোর্ডের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।
দুই বছরের চুক্তিতে পাকিস্তান দলের দায়িত্ব নেওয়া গিলেস্পি কাজ শুরুর ছয় মাসের মধ্যেই পিসিবির ওপর বিরক্ত হয়ে ওঠেন। প্রথমে তাঁকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া, এরপর তাঁর অমতে হাইপারফরম্যান্স কোচ টিম নিয়েলসনকে বিদায় দেওয়াসহ বিভিন্ন কারণে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে দায়িত্বই ছেড়ে দেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন জেসন গিলেস্পি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর র

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ