গত বছরের এপ্রিলে জেসন গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক এই পেসারের সঙ্গে পিসিবির চুক্তি ছিল দুই বছরের। কিন্তু বোর্ড কর্তাদের নানা ধরনের কর্মকাণ্ডে তিনি এতটাই বিরক্ত হয়ে ওঠেন যে ছয় মাসের মধ্যেই পদত্যাগ করেন।

ডিসেম্বরে বাবর–রিজওয়ানদের দায়িত্ব ছাড়া গিলেস্পি সম্প্রতি উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে জানান, পাকিস্তানে কাজ করে কোচিংয়ের স্বাদ মিটে গেছে তাঁর। ভবিষ্যতে কোনো দলের পূর্ণকালীন কোচ হিসেবে কাজ করবেন কি না, সে ব্যাপারেও নিশ্চিত নন।

কয়েক দিন আগে পাকপ্যাশন পডকাস্টের সঙ্গেও আলোচনা হয় গিলেস্পির। সেই আলোচনায় তিনি পিসিবির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ আনেন। ৫০ বছর বয়সী এই কোচ দাবি করেন, পাওনা টাকা না নিয়েই তাঁকে পাকিস্তান থেকে বিদায় নিতে হয়েছে।

তবে গিলেস্পির এমন দাবি নাকচ করে দিয়েছে পিসিবি। বরং গিলেস্পিই চুক্তির শর্ত লঙ্ঘন করে পাকিস্তান ছেড়েছেন বলে বোর্ডের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে।
দুই বছরের চুক্তিতে পাকিস্তান দলের দায়িত্ব নেওয়া গিলেস্পি কাজ শুরুর ছয় মাসের মধ্যেই পিসিবির ওপর বিরক্ত হয়ে ওঠেন। প্রথমে তাঁকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া, এরপর তাঁর অমতে হাইপারফরম্যান্স কোচ টিম নিয়েলসনকে বিদায় দেওয়াসহ বিভিন্ন কারণে ক্ষুব্ধ হয়ে একপর্যায়ে দায়িত্বই ছেড়ে দেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে ২ বছরের চুক্তি করেছেন জেসন গিলেস্পি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বছর র

এছাড়াও পড়ুন:

আজ প্রথম প্রেম দিবস

বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি।

প্রথম প্রেম মানুষ ভোলে না কেন? 
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময়  শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি। 

আরো পড়ুন:

আজ বিশ্ব বাঁশ দিবস

কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস 

ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না। 

আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!

ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ